উত্তরমালা নিচে দেওয়া আছে...
১. বাংলা লিপির উৎস কি?
ক) সংস্কৃত লিপি
খ) আরবি লিপি
গ) চীনা লিপি
ঘ) ব্রাহ্মি লিপি
২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) চিলেকোঠার সেপাই
খ) একাত্তরের দিনগুলি
গ) আগুনের পরশমনি
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
৩. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
ক) দুর্গেশনন্দিনী
খ) আলালের ঘরের দুলাল
গ) ফুলমনি ও করুণার বিবরণ
ঘ) মৃত্যুক্ষুধা
৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচিয়তা-
ক) চণ্ডীদাস
খ) দ্বিজ চণ্ডীদাস
গ) বড়ু চণ্ডীদাস
ঘ) দীন চণ্ডীদাস
৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?
ক) সমাচার দর্পণ
খ) বঙ্গদর্শন
গ) বেঙ্গল গেজেট
ঘ) দিগ্দর্শন
৬. ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক) কাব্য
খ) প্রহসন
গ) মহাকাব্য
ঘ) উপন্যাস
৭. আহমেদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
ক) আত্মজ ও একটি করবী গাছ
খ) যদ্যপি আমার গুরু
গ) দক্ষিণায়নের দিন
ঘ) রেখাচিত্র
৮. ঐতিহাসিক উপন্যাস কোনটি?
ক) রাজসিংহ
খ) পথের দাবী
গ) জননী
ঘ) হাজার বছর ধরে
৯. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক) রশীদ করিম
খ) জহির রায়হান
গ) শওকত ওসমান
ঘ) হুমায়ুন আহমেদ
১০. ‘কেওয়াট’- এর আভিধানিক অর্থ কোনটি?
ক) কপোট
খ) কেউটে
গ) কপাট
ঘ) বলাকা
১১. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?
ক) হিন্দি
খ) উর্দু
গ) গ্রিক
ঘ) পর্তুগিজ
১২. ‘ ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ষঢ়+ঋতু
খ) ষড়+ঋতু
গ) ষট+ঋতু
ঘ) ষট্+ঋতু
১৩. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) বারিধি
খ) সিন্ধু
গ) তরঙ্গ
ঘ) সাগর
১৪. ত্রিভুজ কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
১৫. বিশুদ্ধ বানান কোনটি?
ক) অভিশাপ
খ) অভিসাপ
গ) অভীশাপ
ঘ) অভিষাপ
১৬. কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
ক) সাহেব
খ) সঙ্গী
গ) কবিরাজ
ঘ) বেয়াই
১৭. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যার্থনা-
ক) স্বাগতম
খ) অভিনন্দন
গ) প্রত্যুদগমন
ঘ) শুভেচ্ছা
১৮. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?
ক) ৬ষ্ঠী
খ) ২য়া
গ) ৩য়
ঘ) নঞ
১৯. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন?
ক) বৃন্দাবন দাস
খ) লোচন দাস
গ) জয়ানন্দ
ঘ) পরাগল খাঁ
২০. ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারার অর্থ কী?
ক) ঘৃণা
খ) বিরক্তি
গ) বদমেজাজ
ঘ) হিংসা
২১. কেরি সাহেবের মুনশী বলা হয় কাকে?
ক) রাম রাম বসুকে
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ) চণ্ডীচরণ মুনশীকে
ঘ) গোলকনাথ শর্মাকে
২২. আরাকান রাজসভার কবি কে ছিলেন?
ক) সৈয়দ সুলতান
খ) শাহ মুহাম্মদ সগীর
গ) দৌলত উজির বাহরাম খান
ঘ) আলাওল
২৩. ছন্দের যাদুকর কে ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
২৪. “সওগাত” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) আবুল কালাম শামসদ্দীন
খ) মোহাম্মদ নাসির উদ্দিন
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) রদরউদ্দীন উমর
২৫. ফল পাকলে যে গাছ মারা যায়-
ক) ঔষধি
খ) ওষধ
গ) ঔষধী
ঘ) ওষধি
২৬. Who is not a Nobel Laureate?
a) Doris Lessing
b) Samuel Beckett
c) William Golding
d) Sir Thomas Malory
২৭. He is an honest man. (Interrogative)
a) Does he an honest man?
b) Is he an honest man?
c) Isn’t he an honest man?
d) Doesn’t he a dishonest man?
২৮. Choose the correct Spelling-
a) Gillotine
b) Gillotin
c) Guillotine
d) Gilottine
২৯. Select a word that may be considered synonym of ‘inadvertent’.
a) unintentional
b) ingest
c) inertia
d) inundate
৩০. The antonym of ‘Flagitious’ is-
a) Ignorant
b) Innocent
c) Vapid
d) Frivolous
৩১. Change the word ‘brevity’ into adjective.
a) Brave
b) Bravery
c) Brief
d) Briefly
৩২. He has done worng. The underlined word is a/an-
a) noun
b) verb
c) adjective
d) adverb
৩৩. What is the noun of the word ‘extreme’?
a) extremity
b) extremely
c) extremeness
d) extremise
৩৪. He is ____ heir to his father’s property.
a) one
b) the
c) an
d) none of these
৩৫. What do you mean by the phrase “Sit on the fence”?
a) watch over the fence
b) sit idly
c) remain neutral in a dispute
d) sit on a height
৩৬. The ministers arrived______ a decision last night.
a) to
b) at
c) on
d) by
৩৭. Both of the mice _____ underfed.
a) is
b) are
c) was
d) will
৩৮. A topic sentence can be put in the paragraph–
a) at the beginning
b) in the middle
c) ate end
d) anywhere
৩৯. ‘Commensurate’ means-
a) Measurable
b) Appropriate
c) Beginning
d) Proportionate
৪০. The opposite word of ‘dismay’-
a) anguish
b) understanding
c) joy
d) satisfaction
৪১. “Poets are unacknowledged legislators of the word”- Who told it?
a) Browning
b) Shelley
c) Tennyson
d) Byron
৪২. Who is the greatest English Dramatist?
a) P.B. Shelley
b) Virginia Woolf
c) G.B. Shaw
d) T.S. Eliot
৪৩. “Lady Chatterley’s Lover” is a novel written by-
a) William Somerset Maugham
b) Thomas Hardy
c) Charles Dickens
d) D.H. Lawrence
৪৪. ‘The Sacred Flame’ is written by-
a) William Somerset Maugham
b) G.B. Shaw
c) Ernest Hemingway
d) Oscar Wilde
৪৫. Who wrote the Introduction to Rabindranath Tagore’s Songs Offerings (also known as English Gitanjali).
a) T.S. Eliot
b) W.H. Auden
c) Ezra Pound
d) W.B. Yeats
৪৬. Which on of the following is first long poem in English?
a) The Wanderer
b) Beowulf
c) The Seafarer
d) Dream of the Road
৪৭. Who translated ‘The New Testament’?
a) Langland
b) John Wycliffe
c) Layaman
d) Tottel
৪৮. Jonathan Swift is the author of-
a) The Old man and the Sea
b) A Doll’s House
c) Robinson Crusoe
d) Gulliver’s Travels
৪৯.Who write the poem ‘Tintern Abbey’?
a) John Keats
b) William Wordsworth
c) William Blake
d) P.B. Shelley
৫০. Browning write-
a) Rabbi Ben Ezra
b) La Belle Dame Sans Merci
c) Adonais
d) Exterminate
৫১. ২ এর কত শতাংশ ৮ হবে?
ক) ২১০
খ) ৪০০
গ) ৩৪৭
ঘ) ৩০৬
৫২. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক) ১৮%
খ) ২৯%
গ) ২০%
ঘ) ২১%
৫৩. ১২ টি পুস্তক থেকে ৫টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
ক) ২৫২
খ) ২২৪
গ) ২৪২
ঘ) ১২০
৫৪. a-[a-{a-(a-a-1) }] = কত?
ক) 1
খ) -1
গ) a-1
ঘ) a+1
৫৫. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
ক) ৩০০
খ) ৪০০
গ) ৫০০
ঘ) ৬০০
৫৬. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
ক) ৯/৭
খ) ৩/৫
গ) ৭/৯
ঘ) ২/৫
৫৭. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
ক) ২৭
খ) ২৮
গ) ২৯
ঘ) ৩০
৫৮. যদি a+b+c= 0 হয, তবে a^3+b^(3 )+c^3 এর মান কত?
ক) 3abc
খ) 3bca
গ) 3cab
ঘ) 3acb
৫৯. 〖৯০〗^০ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
ক)〖৭০〗^০
খ) 〖৮০〗^০
গ) 〖৯০〗^০
ঘ) 〖১০০〗^০
৬০. x এর মান কত হলে 2^(3x-3)=64 হবে?
ক) 6
খ) 7
গ) -3
ঘ) 3
৬১. ২ এবং ৩৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৮
খ) ৯
গ) ১০
ঘ) ১১
৬২. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
ক)〖২২〗^০
খ) 〖২২ ১/২〗^০
গ) 〖২৪〗^০
ঘ) 〖২৪ ১/২〗^০
৬৩. a + 1/a = √2 হয় তবে a^2+ 1/a^2 =কত?
ক) 3
খ) 4
গ) 0
ঘ) 2√2
৬৪. বাবার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ২০বছর পরে পুত্রের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। বাবার বর্তমান বয়স কত?
ক) ৩০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০
৬৫. . ০০০১ এর বর্গমূল কত?
ক) .০৭
খ) ১/২০০
গ) .০৫
ঘ) ১/১০০
৬৬. ২০ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% এবং প্রস্থ ২০% বাড়ালে নতুন ক্ষেত্রফল কত হবে?
ক) ৫৫০
খ) ৬৫০
গ) ৫০০
ঘ) ৪৫০
৬৭. ১৩ সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি দূরবর্তী বৃত্তের জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় কর।
ক) ২০ সে.মি.
খ) ২২ সে.মি.
গ) ২৪ সে.মি.
ঘ) ২৬ সে.মি.
৬৮. এক ডজন কলা ৩৭.৫০ টাকায় ক্রয় করে ৩৯.৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক) ৩%
খ) ৪%
গ) ৫%
ঘ) ৬%
৬৯. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ〖 ৭০〗^০ হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
ক)〖১৮০〗^০
খ) 〖২৯০〗^০
গ) 〖২০০〗^০
ঘ) 〖১২০〗^০
৭০. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক) ৫৯৫০
খ) ৪৯৫০
গ) ৫৭৫০
ঘ) ৪৮৫০
৭১. ১+২+৩+……….+১০০=কত?
ক) ৫০৫০
খ) ৫০৫৫
গ) ১০১০
ঘ) কোনটাই নয়।
৭২. যদি P(A)= 0 হয়, তাহলে A ঘটনাটি কী ঘটনা?
ক) নিশ্চিত
খ) স্বাধীন
গ) অসম্ভব
ঘ) শর্তাধীন
৭৩. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে মতকরা কত লাভ হবে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২০%
ঘ) ২৫%
৭৪. দুইটি সংখ্যার গ.সা.গু. ১৫ এবং ল.সা.গু. ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
ক) ১০০
খ) ১০৫
গ) ১০৬
ঘ) ১০৯
৭৫. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
ক) ২৫
খ) ২৬
গ) ২১
ঘ) ২০
৭৬. ভাইরাস একটি-
ক) এককোষী জীব
খ) দ্বিকোষী জীব
গ) অকোষী জীব।
ঘ) বহুকোষী জীব
৭৭. এনজাইম কি দিয়ে তৈরি হয়?
ক) আমিষ।
খ) শর্করা
গ) চর্বি
ঘ) ভিটামিন
৭৮. গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
ক) ফাইলেরিয়া কৃমি্।
খ) প্লাজমোডিয়াম
গ) এ্যামিবা
ঘ) সালমোনেলা
৭৯. হর্স পাওয়ার কি?
ক) কাজ পরিমাপের একক
খ) শক্তি পরিমাপের একক
গ) চাপ পরিমাপের একক
ঘ) ক্ষমতা পরিমাপের একক
৮০. শরীরবিদ্যার জনক কে?
ক) লুই পাস্তুর
খ) ভেসালিয়াস
গ) হিপোক্রাটাস
ঘ) এরিস্টটল
৮১. কঁচু খেলে গলা চুলকায়, কারণ কুঁচুতে আছে-
ক) ক্যালসিয়াম অক্সলেট
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ফসফেট
ঘ) ক্যালসিয়াম সালফেট
৮২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক) ১৩৫ তম
খ) ১৩৬ তম
গ) ১৩৭ তম
ঘ) ১৩৮তম
৮৩. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
ক) ১৯০০ সাল
খ) ১৯০১ সাল
গ) ১৯০২ সাল
ঘ) ১৯০৩ সাল
৮৪. পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
ক) রবার্ট হুক
খ) জেমস ওয়াট
গ) আলেকজান্ডার ফ্লেমিং
ঘ) টমাস আলভা এডিসন
৮৫. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণতযে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে?
ক) অক্টাল
খ) হেক্সাডেসিমেল
গ) দশমিক
ঘ) বাইনারী
৮৬. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক) ১২ নটিক্যাল মাইল
খ) ১৩ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ১৫ নটিক্যাল মাইল
৮৭. ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
ক) বরিশাল
খ) গোপালগঞ্জ
গ) নরসিংদী
ঘ) নারায়ণগঞ্জ
৮৮. “ইবোলা” ভাইরাস-এর উৎপত্তিস্থল কোথায়?
ক) সিরিয়া
খ) ঘানা
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) কঙ্গো
৮৯. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?
ক) অ্যাসকরবিক এডিস
খ) টারটারিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) ম্যালিক এসিড
৯০. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত?
ক) সৈয়দপুর
খ) গাজীপুর
গ) টঙ্গী
ঘ) রাজশাহী
৯১. http-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) Hyper Text Transfer Protocol
খ) Hyper Text Transfers Protocol
গ) Hyper Text Transferes Protocol
ঘ) Hyper Text Transfering Protocol
৯২. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১^০ হলে সময়ের পার্থক্য কত?
ক) ১ মিনিট
খ) ২ মিনিট
গ) ৩ মিনিট
ঘ) ৪ মিনিট
৯৩. টাচ্স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?
ক) টমাস আলভা
খ) স্টিভ জবস্
গ) মাইকেল ফেলপস্
ঘ) জেমস টমাস
৯৪. হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত ছিল?
ক) নিউইয়র্কে
খ) ওয়াশিংটনে
গ) শিকাগোতে
ঘ) হনলুলুতে
৯৫. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল?
ক) সুদান
খ) তিউনিসিয়া
গ) কসোভো
ঘ) আফগানিস্তান
৯৬. জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ECA-এর পূর্ণরূপ কী?
ক) Economic Commission for America
খ) Economic Commission For Afghanistan
গ) Economic Commission for Africa
ঘ) Economic Commission for Argentina
৯৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি?
ক) পানি
খ) ক্লোরোফিল
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) পানি ও কার্বন ডাই অক্সাইড
৯৮. পেশি টিস্যু কোথায় তৈরি হয়?
ক) ভ্রূণীয় একটোডার্মে
খ) ভ্রূণীয় কোষপ্রাচীরে
গ) ভ্রূণীয় এন্ডোডার্মে
ঘ) ভ্রূণীয় মেসোডার্মে
৯৯. সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কী বলা হয়?
ক) এপ্লিকেশন প্রোগ্রাম
খ) লোটাস
গ) সিস্টেম সফটওয়্যার
ঘ) ফাইল মেকার
১০০. MICR-এর পূর্ণরূপ কী?
ক) Magnetic Ink Character Reader
খ) Magnetic Ink Case Reader
গ) Magnetic Ink Code Reader
ঘ) কোনোটিই নয়
উত্তরপত্রঃ ১। (ঘ); ২। (গ); ৩। (খ); ৪। (গ); ৫। (ঘ); ৬। (খ); ৭। (খ); ৮। (ক); ৯। (ক); ১০। (গ); ১১। (ঘ); ১২। (ঘ); ১৩। (গ); ১৪। (ঘ); ১৫। (ক); ১৬। (গ); ১৭। (গ); ১৮। (ঘ); ১৯। (ক); ২০। (গ); ২১। (ক); ২২। (ঘ); ২৩। (ঘ); ২৪। (খ); ২৫। (ঘ); ২৬। (d); ২৭। (c); ২৮। (c); ২৯। (a); ৩০। (b); ৩১। (c); ৩২। (d); ৩৩। (a); ৩৪। (c); ৩৫। (c); ৩৬। (b); ৩৭। (b); ৩৮।(a); ৩৯। (d); ৪০। (c); ৪১। (b); ৪২। (c); ৪৩। (d); ৪৪। (a); ৪৫। (d); ৪৬। (c); ৪৭। (c); ৪৮। (d); ৪৯। (b); ৫০। (a); ৫১। (খ); ৫২। (গ); ৫৩। (ঘ); ৫৪। (গ); ৫৫। (খ); ৫৬। (ক); ৫৭। (খ); ৫৮। (ক); ৫৯। (গ); ৬০। (ঘ); ৬১। (গ); ৬২। (খ); ৬৩। (গ); ৬৪। (খ); ৬৫। (ঘ); ৬৬। (ঘ); ৬৭। (গ); ৬৮। (ঘ); ৬৯। (খ); ৭০। (খ); ৭১। (ক); ৭২। (গ); ৭৩। (ঘ); ৭৪। (খ); ৭৫। (ক); ৭৬। (গ); ৭৭। (ক); ৭৮। (ক); ৭৯। (ঘ); ৮০। (খ); ৮১। (ক); ৮২। (খ); ৮৩। (খ); ৮৪। (গ); ৮৫। (ঘ); ৮৬। (ক); ৮৭। (গ); ৮৮। (ঘ); ৮৯। (খ); ৯০। (ক); ৯১। (ক); ৯২। (ঘ); ৯৩। (খ); ৯৪। (গ); ৯৫। (ঘ); ৯৬। (গ); ৯৭। (খ); ৯৮। (ঘ); ৯৯। (গ); ১০০। (ক);