প্রশ্নঃ ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে–
ক. ২৫ দিনে
খ. ৩০ দিনে
গ. ৩৫ দিনে
ঘ. ৪০ দিনে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘন্টায় সম্পন্ন করতে পারে। কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
ক. ১৫/১৬ ঘন্টা
খ. ১৫ ঘন্টা
গ. ৪৮/৫ ঘন্টা
ঘ. ৩৮/৫ ঘন্টা
উত্তরঃ গ
প্রশ্নঃ Six men can complete a work in 5 days if they work for 8 hours per day. How many days will 4 men take to do the same work if they work only 5 hours per day?/দৈনিক ৮ ঘন্টা করে পরিশ্রম করে ৬ ব্যক্তি একটি কাজ ৫ দিনে সম্পন্ন করতে পারে। দৈনিক ৫ ঘন্টা করে পরিশ্রম করে ৪ ব্যক্তি উক্ত কাজ কত দিনে করতে পারবে?
ক. 12
খ. 16
গ. 24
ঘ. 32
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ If 4 worker can do a job in 48 days, how long will it take 3 workers to finish the same job?/যদি ৪ জন লোক একটি কাজ ৪৮ দিনে করতে পারে, তবে ৩ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারে?
ক. 76
খ. 72
গ. 70
ঘ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে কাজটি ৭০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কতজন শ্রমিক এর প্রয়োজন হবে?
ক. ১৫৫
খ. ১৭৫
গ. ১৯৫
ঘ. ২১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
ক. ৮১ দিন
খ. ৯ দিন
গ. ২৪৩ দিন
ঘ. ২৭ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ দুই ব্যক্তি একত্রে একটি কাজ ১৬ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ২৪ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
ক. ২০ দিনে
খ. ৪৮ দিনে
গ. ৮ দিনে
ঘ. ৪০ দিনে
উত্তরঃ খ
প্রশ্নঃ রহিম একটি কাজ ৫ দিনে করে, রাজু ঐ কাজটি ১০ দিনে ও কামাল তা ২৫ দিনে করে। তারা একত্রে ঐ কাজটি কত দিনে করবে?
ক. ৩ দিন
খ. ২৫/৮ দিন
গ. ৫০/১৭ দিন
ঘ. ১৬/৫ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ x সংখ্যক আমের দাম y টাকা হলে, a টাকায় কতটি আম পাওয়া যাবে?
ক. ay/x
খ. ax/y
গ. a/yx
ঘ. yx/a
উত্তরঃ খ
প্রশ্নঃ ক ও খ একটি কাজ ১২ দিনে, খ ও গ উক্ত কাজটি ১৫ দিনে এবং গ ও ক উক্ত কাজটি ২০ দিনে করতে পারে। তারা তিনজন একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
ক. ২৫
খ. ৯
গ. ১২
ঘ. ১০
ঙ. ১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কামাল চকলেট পছন্দ করে। সে এক ঘন্টায় ৩২ টি চকলেট খেতে পারে। তার ভাই জামাল একই পরিমাণ চকলেট ৩ ঘন্টায় খেতে পারে। ৩২ টি চকলেট খেতে তাদের দুই ভাইয়ের কত সময় লাগবে?
ক. ৪০ মিনিট
খ. ৪২.৫ মিনিট
গ. ৪৫ মিনিট
ঘ. ৪৫.৫ মিনিট
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে। কাজটি ৪ দিনে সম্পন্ন করতে কতজন লাগবে?
ক. ২০ জন
খ. ২৪ জন
গ. ২৮ জন
ঘ. ৩২ জন
উত্তরঃ খ
প্রশ্নঃ যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
ক. ১৭/৪
খ. ৪৫/৪
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ খ
প্রশ্নঃ ক একটি কাজ ২০ দিনে করতে পারে এবং খ কাজটি ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৮ দিন কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে?
ক. ৯ দিন
খ. ১০ দিন
গ. ১১ দিন
ঘ. ১২ দিন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শিবিরে ৪০০০ সৈন্যের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পরে ৮০০ জন সৈন্য চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে কত দিন চলবে?
ক. ৪০০ দিন
খ. ৩৫০ দিন
গ. ৩০০ দিন
ঘ. ২০০ দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ p number of pencil cost c cents. How many pencils can be bought for d dollers?/p সংখ্যক পেন্সিলের মূল্য c সেন্ট। d ডলারে কতটি পেন্সিল পাওয়া যাবে?
ক. cdp
খ. 100cd/p
গ. dp/100c
ঘ. 100cp/d
ঙ. 100dp/c
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে ৬ দিন কাজ করার পর খ ও গ চলে গেল। বাকি কাজ ক একা রা কত দিনে সম্পন্ন করতে পারবে?
ক. ২ দিন
খ. ৩ দিন
গ. ৪ দিন
ঘ. ৫ দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
ক. ৬০ দিনে
খ. ৩৬ দিনে
গ. ৩০ দিনে
ঘ. ১৮ দিনে
উত্তরঃ গ
প্রশ্নঃ ৩০ জন শ্রমিক কোন কাজ ২৪ দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরুর ১২ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেল বাকি শ্রমিক কতদিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?
ক. ১৫
খ. ২৪
গ. ৩২
ঘ. ৩৬
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি কার ওয়াসার মেশিন ৮টি কার ওয়াস করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াস করা যাবে তিন ঘন্টায়?
ক. ৫৪ টি
খ. ৭২ টি
গ. ৮০ টি
ঘ. ১২০ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
ক. ৫ ঘন্টায়
খ. ৭.৫ ঘন্টায়
গ. ৯ ঘন্টায়
ঘ. ৪ ঘন্টায়
উত্তরঃ গ
প্রশ্নঃ ১০ জন লোক একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে?
ক. ২৪
খ. ৩০
গ. ২৫
ঘ. ১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ K G-এর দ্বিগুণ দ্রুততায় ১০০ অংশ উৎপাদন করে, G ৪০ মিনিটে ১০০ অংশ উৎপাদন করে। যদি তারা একই হারে উৎপাদন করে, তবে K ৬ মিনিটে কত অংশ উৎপাদন করতে পারবে?
ক. ৩০
খ. ২৫
গ. ২০
ঘ. ১৫
ঙ. ৭.৫
উত্তরঃ ক
প্রশ্নঃ যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
ক. ৭
খ. ৯
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ খ
প্রশ্নঃ A photocopier makes 2 copies in 1/3 second. At the same rate how many copies does it make in 4 minutes?/একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২ টি ফটোকপি করে। একই হারে ইহা ৪ মিনিটে কতগুলো ফটোকপি করতে পারবে?
ক. 1440
খ. 480
গ. 360
ঘ. 576
ঙ. 720
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
ক. ৮ দিনে
খ. ১২ দিনে
গ. ৩ দিনে
ঘ. ৪ দিনে
উত্তরঃ খ
প্রশ্নঃ ক যে কাজটি ১২ দিনে করতে পারে, খ সেটি ১৫ দিনে এবং গ তা ২০ দিনে করতে পারে। ওরা তিন জন একত্রে কাজটি করতে পারে–
ক. ৬ দিনে
খ. ৮ দিনে
গ. ৪ দিনে
ঘ. ৫ দিনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ক একটি কাজ ১২ দিনে এবং খ ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি কাজ খ তিন দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়?
ক. ১২ দিন
খ. ৭ দিন
গ. ১০ দিন
ঘ. ৮ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ ফারুক একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করতে পারে। সে দুই জন সহকারী পেল- যার প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করতে পারে। যদি তারা সকলে একসাথে ৫ দিন কাজ করে, তবে কাজের শতকরা কতভাগ সম্পন্ন হবে?
ক. ৪০%
খ. ৫০%
গ. ৬০%
ঘ. ৬৬.৬৬%
ঙ. None of these
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)