গণঅভ্যুত্থান :
- পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান হয় – ১৯৬৯
- “সর্বদলীয় ছাত্র সংগাম পরিষদ” গণঅভ্যুত্থানে কর্মসূচি ঘোষনা করে – ১১ দফা বিশিষ্ট।
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পূর্ব বাংলার নতুন নামকরন ” বাংলাদেশ” করেন- ৫ ডিসেম্বর ১৯৬৯
- গণঅভ্যুত্থান হয়- আওয়ামীলীগের ৬ দফা, ছাত্র সংগাম পরিষদের ১১ দফা এবং গণতান্তিক সংগ্রাম পরিষদের ৮ দফার ভিত্তিতে।
- আসাদ শহীদ হন – ২০ জানুয়ারি ১৯৬৯
- ৬৯ গণঅভ্যুত্থান প্রথম শহীদ বুদ্ধিজীবী- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা(১৮ ফেব্রু.১৯৬৯)
- গণঅভ্যুত্থান দিবস পালিত হয় – ২৪ জানুয়ারি
- আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় – ৩ জানু ১৯৬৮
- আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বঙ্গবন্ধুসহ – ৩৫ জন
- আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় – ২২ফেব্রু.১৯৬৯
- বঙ্গবন্ধু উপাধি – ২৩ ফেব্রুয়ারি , ১৯৬৯
- $)যুক্তফ্রন্ট ৪ টি দল (আওয়ামী মুসলিম লীগ ; কৃষক শ্রমিক পার্টি ; নেজাম এ ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী দল) নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসে. গঠিত হয়।
- $)নির্বাচনী প্রতিক ছিল নৌকা এবং ২১ দফার ভিত্তিতে নির্বাচনী প্রচারনা চালায়।এর মধ্য ১ম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবি।
- $)নির্বাচন অনুষ্ঠিত হয় – ১০ মার্চ ১৯৫৪ এবং মোট আসন ৩০৯ ( মুসলিম আসন ২৩৭ + অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ৭২ টি) মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্য যুক্তফ্রন্ট লাভ করে ২২৭টি।
- $)যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল -৫৬ দিন
- $)মন্ত্রীসভার কৃষি, বন,সমবায় ও পল্লীউন্নয়ন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন – শেখ মুজিবর রহমান
- $)যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন- এ. কে ফজলুল হক।