০১। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
–
০২। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
–
০৩। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন কে?
–
০৪। কমনওয়েলথ-এর সদর দপ্তর কোথায়?
–
০৫। বাংলাদেশ কতসালে OIC-এর সদস্যপদ লাভ করে?
–
০৬। জাতিপুঞ্জ কতসালে প্রতিষ্ঠিত হয়?
–
০৭। জাতিসংঘের বর্তমান মহাসচিব ”এন্তোনিও গুতেরেস” কোন দেশের অধিবাসি?
–
০৮। ”অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল” কতসালে শান্তিতে নোবেল পায়?
–
০৯। কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ পুণাঙ্গভাবে আত্বপ্রকাশ করে?
–
১০। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরমালা:
০১। ৬টি।
–
০২। টোকিও, জাপান।
–
০৩। হুমায়ুন রশিদ চৌধুরি।
–
০৪। মার্লবরো হাউজ, লন্ডন।
–
০৫। ১৯৭৪ সালে।
–
০৬। ১৯১৯ সালে।
–
০৭। পুর্তুগাল।
–
০৮। ১৯৭৭ সালে।
–
০৯। সানফ্রানসিস্কো সম্মেলন।
–
১০। দ্যা হেগ, নেদারল্যান্ড।
আরো পড়ুন:
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- যুক্তফ্রন্টের ২১ দফা ও নির্বাচনি ফলাফল
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর