জি-৭ (পূর্বে ছিল জি-৮)
০১। বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরজোট।
০২। প্রতিষ্ঠিত হয়—১৫ নভেম্বর, ১৯৭৫।
০৩। বর্তমান সদস্য সংখ্যা ৭ টি, (কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি)
★★★(টেকনিক:যুযুজাজা ফ্রাই খাবে কারা)
০৪। একমাত্র এশীয় সদস্য— জাপান।
ডি-৮
০১। প্রতিষ্ঠিত হয়— ১৫ জুন, ১৯৯৭।
০২। সদস্য দেশ ৮ টি, (তুরষ্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও নাইজেরিয়া)
★★★(টেকনিক:বাপ মা নাই তুমিই সব)
০৩। সদর দপ্তর—ইস্তানবুল, তুরষ্ক।
সিরডাপ (CIRDAP):
০১। প্রতিষ্ঠিত হয়— ৬ জুলাই, ১৯৭৯।
০২। বর্তমান সদস্য দেশ ১৫টি।
০৩। সদর দপ্তর—ঢাকা।
জি-৭৭
০১। প্রতিষ্ঠিত হয়—১৫ জুন, ১৯৬৪।
০২। বর্তমান সদস্য সংখ্যা— ১৩৪।
এপেক (APEC):
০১। প্রতিষ্ঠিত হয়—৬ নভেম্বর, ১৯৮৯।
০২। সদর দপ্তর— সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
০৩। উদ্যোক্তা— অষ্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
ওপেক (OPEC):
০১। প্রতিষ্ঠিত হয়— ১৪ সেপ্টেম্বর, ১৯৬০।
০২। বর্তমান সদস্য—১২
০৩। সদর দপ্তর— ভিয়েনা, অষ্ট্রিয়া।
জি-২০
০১। বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
০২। প্রতিষ্ঠিত হয়—১৯১৯ সালে।
০৩। যে নামে পরিচিত—Group of Twenty Finance Ministers and Central Bank Governors.
ওইসিডি (OECD):
০১। প্রতিষ্ঠিত হয়—৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
০২। বর্তমান সদস্য সংখ্যা—৩৪
০৩। সদর দপ্তর—প্যারিস, ফ্রান্স।
ব্রিকস (BRICS):
০১। প্রতিষ্ঠিত হয়—১৬ মে, ২০০৮
০২। সদস্য দেশ ৫টি, (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা ।
আরো পড়ুন:
- কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- আন্তর্জাতিক রাজনীতিতে রাখাইন কেন এত গুরুত্বপূর্ণ?
- ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর