Site icon Alamin Islam

দক্ষিণ আমেরিকা মহাদেশ

দক্ষিণ আমেরিকা মহাদেশ:

দক্ষিণ-আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?দক্ষিণ গোলার্ধে।
দক্ষিণ আমেরিকার আয়তন কত?১,৭৫,২২,৩৭১ বর্গ কিমি।
দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?১২.১%।
আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কিমি)।
লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?আন্দিজ, (৬৪০০ কিমি)।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি?আমাজান।(৬৪৩৭ কিমি)
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি?আমাজান ।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?আমাজান।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?এঞ্জেল জলপ্রপাত, (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার। 
আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কিমি)।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?অ্যাকঙ্কগুয়া, (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার)।
দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি?ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) ।
পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি?লাপাজ, বলিভিয়া ।
পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি?লাপাজ, বলিভিয়া ।

আরো পড়ুন:

Exit mobile version