৪০৩ – রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নব্যাংক – এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা

ঢাকা কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। অর্থনৈতিক পরাশক্তি হিসাবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব আলোচনা কর।

২। ল্যাটিন আমেরিকার রাজনীতিতে সামরিক অভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ঢাকা কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। অফ্রিকা মহাদেশে সম্পদ ও জনবল পর্যান্ত থাকা সত্ত্বেও, এই অঞ্চলে অর্থনৈতিক দুরবস্থার কারণগুলো আলোচনা কর।

২। কিউবা বিপ্লবে ফিদেল কাস্থোর অবদান আলোচনা কর। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন সম্পর্ক তৈরির সম্ভবনা কতটুকু আলোচনা কর।

ঢাকা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১ । সমাজতান্ত্রিক আধুনিকীকরণ বলতে কি বুঝ? পূর্ব এশিয়ার দেশ চীনে কিভাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ সংঘঠিত হয়েছে?

২। উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকির কারণ ও বিশ্বরাজনীতিতে এর প্রভাব আলোচনা কর।

৩। বহুত্ববাদ বলতে কি বুঝ? ইন্দোনেশিয়ার বহুত্ববাদী সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৪। “জাতিগত বিরোধই আফ্রিকার উন্নয়নের প্রধান অন্তরায়”-উক্তিটি ব্যাখ্যা কর।

৫। দক্ষিন আফ্রিকার বর্ণবাদের প্রকৃতি কিরুপ ছিল? বর্ণবাদ প্রথা উচ্ছেদে নেলসনম্যান্ডেলার ভূমিকা আলোচনা কর।

৬। ঐতিহাসিক কিউবা বিপ্লবের পটভূমি ও কারণগুলো আলোচনা কর।

৭। ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটময় Polt পরিস্থিতির কারণগুলো আলোচনা কর ।

৮। আর্জেন্টিনার রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণ ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা কর।

বাঙলা কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক-অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

২। জাতিগত বিরোধই আফ্রিকার উন্নয়নের প্রধান অন্তরায়- উক্তিটি বিশ্লেষণ কর।

৩ । ল্যাটিন আমেরিকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা কর।

ইডেন কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১. সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি কী ? সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর।

২. ‘দাস ব্যবসা’-এর ধারণা ব্যাখ্যা কর। আফ্রিকায় কেন দাস ব্যবসার উদ্ভব হয়েছিল ? ব্যাখ্যা কর।

ইডেন কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির সংজ্ঞা দাও। দেং জিয়াও পিং কেন চীনকে আর্ন্তজাতিক সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির আওতায় নিয়ে আসে ? ব্যাখ্যা কর।

২। পরাশক্তির সংজ্ঞা দাও। বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের তুলনায় জাপানের অবস্থান মূল্যায়ন কর।

৩। দুই কোরিয়া একত্রিকরণের সমস্যা লিখ। তুমি কি মনে কর দুই কোরিয়া একত্রিকরণ সম্ভব ? আলোচনা কর।

৪। জাতিসত্তাগত বৈচিত্র্যতা বলতে কী বুঝ ? মালয়শিয়ার রাজনৈতিক উন্নয়নে জাতিসত্তাগত বৈচিত্র্যতা কীভাবে ভূমিকা রাখছে? আলোচনা কর।

৫। আফ্রিকায় ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের পটভূমি বিশ্লেষণ কর।

৬। নাইজেরিয়ার প্রাকৃতিক সম্পদ নাইজেরিয়ার জন্য অভিশাপ’-ব্যাখ্যা কর।

৭। লাতিন আমেরিকার কয়েকটি দেশের মুক্তিদাতা হিসেবে সাইমন বলিভারের ভূমিকা মূল্যায়ন কর।

৮। যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে বিদ্যমান বৈদেশিক সম্পর্কের প্রকৃতি ও গতিধারা ব্যাখ্যা কর।

বদরুন্নেছা কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। এশিয়ার রাজনীতিতে জাপানকে কেন অন্যতম দাতা ও অর্থনৈতিক সুপার পাওয়ার বলা হয়? আলোচনা কর।

২। কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট, কারণ, ও ফলাফল বর্ণনা কর।

সোহরাওয়ার্দী কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর ।

২। সমাজতান্ত্রিক আধুনিকীকরন বলতে কি বোঝায়? চীনে কিভাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরন সংগঠিত হয়েছে?

৩। চীনের অর্থনৈতিক উত্থানে দেংজিয়াও পেং কর্তৃক আন্তর্জাতিক সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির ভূমিকা আলোচনা কর।

৪। জাপানের অর্থনৈতিক মিরাকল সম্পর্কে লিখ। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব বিস্তারিত আলোচনা কর ।

৫। ১৯৫০ সালের কোরিয়া যুদ্ধের কারন পটভূমি ও ফলাফল আলোচনা কর।

৬। উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়ার একত্রীকরনের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।

৭। জাপানের সম্রাটের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর ।

৮। একটি পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব বর্ণনা কর।

নজরুল কলেজ – প্রথম ইনকোর্সঃ

১ । সমাজতান্ত্রিক আধুনিকীকরণ কি? চীনে কীভাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ সংঘটিত হয়েছে?

২। অর্থনৈতিক পরাশক্তি হিসাবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব লিখ।

নজরুল কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। ইন্দোনেশিয়ার গণতন্ত্রায়নের ক্ষেত্রে ভূমিকা পালনকারী রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর অবদান লিখ?

২ । মালয়শিয়ার রাজনৈতিক উন্নয়নে জাতিস্বত্তাগত বৈচিত্রতা কিভাবে ভূমিকা রেখেছে?

তিতুমীর কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। সমাজতান্ত্রিক আধুনিকীকরণ কি ? পূর্ব এশিয়ার দেশে চীনে কিভাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ সংঘঠিত হয়েছে ।

২। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে জাপানের অভ্যূত্থানের কারনসমূহ আলোচনা কর।

বদরুন্নেছা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। “চীন বিশ্ববানিজ্যে একটি প্রধান শক্তিরূপে আবির্ভূত হতে চলেছে”-উক্তিটি বিশ্লেষণ কর।

২। চীনের অর্থনৈতিক উন্নয়নের কারণসমূহ আলোচনা কর।

৩। আধুনিকীকরণ বলতে কি বুঝ? চীনের উন্নয়ন মডেল আলোচনা কর।

৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনৈতিক উন্নয়নের কারণসমূহ বিশ্লেষণ কর।

৫। জাতিসত্তা বলতে কী বুঝায়? মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে জাতিসত্তাগত বৈচিত্র্যতা কিভাবে ভূমিকা রেখেছে-আলোচনা কর।

৬। “জাতিগত বিরোধই আফ্রিকার উন্নয়নের প্রধান অন্তরায়”- উক্তিটি বিশ্লেষণ কর।

৭। নতুন শিল্পায়িত দেশ হিসেবে দক্ষিন কোরিয়ার উন্নয়নের ধরণ বা কৌশল আলোচনা কর।

৮। উপনিবেশবাদ ও নব্য-উপনিবেশবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর । কীভাবে ল্যাটিন আমেরিকা উপনিবেশ
শাসনমুক্ত হলো?

*** সবগুলো পত্রকোডের প্রশ্নব্যাংক একসাথে পেতে এখানে ক্লিক করুনঃ 7 COLLEGE – POLITICAL SCIENCE – QB

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version