আন্তর্জাতিক বিষয়াবলী-১০৮

প্রশ্নঃ জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
ক. সুইজাল্যান্ড
খ. পোল্যান্ড
গ. অস্ট্রিয়া
ঘ. ডেনমার্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন ভাস্কর্যের স্রষ্টা?
ক. মোজেস
খ. হেরমেস
গ. লেডি জাস্টিস
ঘ. দি থিংকার
উত্তরঃ ক

প্রশ্নঃ কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
ক. জুলু
খ. মুর
গ. মাসাই
ঘ. কুলু
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রিদ্দা কি?
ক. স্থানের নাম
খ. ধর্মযুদ্ধ
গ. ব্যক্তির নাম
ঘ. এক ধরনের ক্রীড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ মাক্সিম গোর্কি কে ছিলেন?
ক. ফরাসি বিজ্ঞানী
খ. গ্রিক দার্শনিক
গ. ইউরোপীয় জোতির্বিজ্ঞানী
ঘ. রুশ সাহিত্যিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?
ক. বর্ণমালা
খ. আগ্নেয়াস্ত্রের ব্যবহার
গ. মুদ্রার প্রচলন
ঘ. চিত্রলেখা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে?
ক. হযরত আবু বকর (রাঃ)
খ. হযরত ওমর (রাঃ)
গ. হযরত ওসমান (রাঃ)
ঘ. হযরত আলী (রাঃ)
উত্তরঃ ক

প্রশ্নঃ Who wrote ‘The Audacity of Hope’?
ক. Bill Clinton
খ. Noam Chomsky
গ. John Mc Cain
ঘ. Barak Obama
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন–
ক. বৈশ্য
খ. শুদ্র
গ. ব্রাহ্মন
ঘ. ক্ষত্রিয়
উত্তরঃ খ

প্রশ্নঃ What is the native language of Jamaica?/জ্যামাইকর মাতৃভাষা কোনটি?
ক. French
খ. Tagalong
গ. Swahili
ঘ. Esperanto
ঙ. English
উত্তরঃ গ

প্রশ্নঃ Not One More Mother’s Child বইটির লেখক—
ক. জুডিস মিলার
খ. বিল ক্লিনটন
গ. টনি ব্লেয়ার
ঘ. শিন্ডি শিহান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The writer of the book ‘Paradise Regained’ is—-
ক. P.B. Shelley
খ. John Milton
গ. Shakespeare
ঘ. G.B. Shaw
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কে গড়ে তুলেছিল?
ক. নেবুচাদ নেজার
খ. সাইরাস
গ. র‍্যামজেজ
ঘ. দারিউস
উত্তরঃ ক

প্রশ্নঃ The Ministry of Utmost Happiness-এর লেখক কে?
ক. David J. Thouless
খ. F. Duncan M. Haldane
গ. J. Michael Kosterlitz
ঘ. Arundhati Roy
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
ক. হযরত ওমর (রাঃ)
খ. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
গ. হযরত আলী (রাঃ)
ঘ. হযরত ওসমান (রাঃ)
উত্তরঃ খ

প্রশ্নঃ ইবনে খালদুন একজন বিখ্যাত?
ক. চিকিৎসক
খ. পর্যটক
গ. দার্শনিক
ঘ. সেনাপতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দি ইন্ডিয়ান মুসলিমস’ গ্রন্থের প্রণেতা–
ক. সৈয়দ আহম্মদ খান
খ. এইচ বেভারলি
গ. খন্দকার ফজলে রাব্বী
ঘ. ডব্লিউ হান্টার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ক. ঐচ্ছিক ক্রিয়া
খ. অনৈচ্ছিক ক্রিয়া
গ. ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
ঘ. ক ও গ নামক ক্রিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ জৈন ধর্মের প্রবর্তক—
ক. গৌতম বুদ্ধ
খ. মহাবীর
গ. শ্রীচৈতন্য
ঘ. গুরু নানক
উত্তরঃ খ

প্রশ্নঃ সপ্তম শতকের পরিব্রাজক–
ক. রার্নিয়ের
খ. হিউয়েন সাঙ
গ. মা হুয়ান
ঘ. ইবনে বতুতা
উত্তরঃ খ

প্রশ্নঃ হোমার কোন ভাষার কবি?
ক. গ্রিক
খ. ইংলিশ
গ. ল্যাটিন
ঘ. ফার্সি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের (১৪২৩ বঙ্গাব্দের) আনন্দ পুরস্কার পান কে?
ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
গ. অধ্যাপক আনিসুজ্জামান
ঘ. জয় গোস্বামী
উত্তরঃ গ

প্রশ্নঃ Which one is the oldest civilization?/কোন সভ্যতাটি সবচেয়ে প্রাচীন?
ক. মিশরীয়(Egyptian)
খ. সিন্ধু(Indus)
গ. চীনা(Chinese)
ঘ. গ্রিক(Greek)
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক. ইউফ্রেটিস
খ. সিন্ধু
গ. নীল
ঘ. হোয়াংহো
উত্তরঃ ক

প্রশ্নঃ এলাম, দেখলাম, জয় করলাম কথাটি বলেছেন
ক. আলেকজান্ডার
খ. জুলিয়াস সিজার
গ. নেপোলিয়ন
ঘ. হিটলার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘টাইম মেশিন’ গ্রন্থটির লেখক কে?
ক. জর্জ ওরওয়েল
খ. এইচ জি ওয়েলস
গ. ভিক্টর হুগো
ঘ. বার্নাড শ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সভ্যতা সবচাইতে প্রাচীন–
ক. মেসপটেমীয়
খ. মিশরীয়
গ. চৈনিক
ঘ. পারসিক
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত গ্রন্থ কোনটি?
ক. চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন
খ. ড্রিমস ফর মাই ফাদার
গ. ওডাসিটি অব হোপ
ঘ. ওপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Julius Caesar was the ruler of Rume about…….
ক. 1000 Years ago
খ. 1500
গ. 2000
ঘ. 3000
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের স্বীকৃতি দ্বিতীয় ভাষা-
ক. জার্মান
খ. আরবি
গ. ফ্রেঞ্চ
ঘ. স্প্যানিশ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top