রিমোট জব

রিমোট জব কি এবং কেন?

রিমোট জব | আচ্ছা যদি এমন হয় আপনার বাসায় একটি রুমকে আপনি অফিস বানিয়ে দিয়েছেন এবং সময়মতো সেখানেই বসে আপনি বাইরের দেশের সনামধন্য কোনো কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করছেন তাহলে ব্যপারটা কেমন হয়?? আর হ্যাঁ এটাকেই বলা হচ্ছে রিমোট জব। আজকে আমরা রিমুট জবের সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


রিমোট জব | সময় পরিবর্তনের সাথে সাথে রিমুট জবের ধারণাটার সম্প্রসারণ হচ্ছে। একটা সময় ছিল যখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করাকেই রিমুট জব মনে করা হতো। কিন্তু বর্তমানে এটার ধারণাটির সম্পূর্ণ পরিবর্তন হতে চলছে। অনলাইনে সাময়িক সময়ের মধ্যে নির্ধারিত কাজ শেষ করার পরিবর্তে দীর্ঘমেয়াদিভাবে বিভিন্ন কোম্পানি তাদের নির্ধারিত কাজের জন্য লোক নিয়োগ করে থাকে। প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গুলোর মধ্যে এধরণের রিমুট জবের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে শুধু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান নয়, বরং বিশ্বব্যাপি প্রায় সবধরণের প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কাজের জন্য রিমোট জবের মাধ্যমে কর্মচারী নিয়োগ করে থাকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এটার ব্যপকতাও বাড়ছে বহুগুণে। তাই সময়ের সাথে টিকে থাকতে হলে প্রযুক্তির সাথে আমাদেরও আপডেট হতে হবে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

কেন করবেন রিমোট জব?

প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে পৃথিবীব্যপি প্রায় সবধরণের প্রতিষ্ঠান রিমোট জবের মাধ্যমে কর্মচারী নিয়োগ করে যাচ্ছে। রিমুট জবের সবথেকে বড় সুবিধা হলে আপনি আপনার বাসার একটি রুমকে আপনার অফিস বানিয়ে ফেলবেন এবং সময়মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাথে সাথে আপনি আপনার অফিসে কাজে বসে পড়বেন। রিমুট জবের মাধ্যমে আপনি শুরু দেশীয় কোম্পানী নয়, বরং আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তবে আপনি ঘরে বসেই উচ্চ বেতনে বাইরের দেশের কোনো কোম্পানিতে পারমানেন্ট জব করতে পারবেন। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা বিদেশে গিয়ে প্রচুর পরিমাণ শ্রম দিয়েও নিজের প্রাপ্যমতো বেতন পায়না, আপনি বিদেশ না গিয়েও রিমুট জবের মাধ্যমে ঘরে বসে বাইরের দেশের কোনো কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করে তাদের থেকেও কয়েকগুণ বেশি ইনকাম করতে পারবেন। তবে বাসায় বসে এরকম ইনকাম করতে হলে আপনাকে কোনো একটি বিষয়ে অনেক বেশি পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে। রিমোট জব সবার ভাগ্যে জুটেনা, কেবলমাত্র যারা অনেক বেশি পরিশ্রমি, দক্ষ এবং সৎ তাদের মাধ্যমেই রিমোট জবে টিকে থাকা সম্ভব।


কোথা থেকে পাবেন রিমোট জব?

বর্তমানে রিমোট জব পাওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এসব মার্কেটপ্লেসে দীর্ঘদিন বায়ারদের কাজ করার পর যখন তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তখন তারা ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের বাইরে নিয়ে এসে দীর্ঘমেয়াদি কাজ দেয়, যেটাকে সাধারণভাবে আমরা রিমুট জব বলে থাকি। এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে ফ্রিল্যান্সার হায়ার করার সময় ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের বাইরে নিয়ে এসে রিমুট জব দিয়ে থাকে। এছাড়াও আরো অনেকভাবেই রিমোট জব পাওয়া সম্ভব। এটার জন্য আপনাকে প্রথমত দক্ষ এবং সৎ হতে হবে। দ্বিতীয়ত আপনাকে ইংরেজি জানাটা আবশ্যক। বর্তমানে দেশীয় অনেক কোম্পানিও রিমুট জবের মাধ্যমে কর্মচারী নিয়োগ দিচ্ছে, আপনি চাইলে সেগুলোতেও রিমোট জব করতে পারেন। তবে জেনে রাখা ভালো, দেশীয় কোম্পানিগুলিতে অনেককাংশেই সেলারির রেঞ্জ কিছুটা কম হয়ে থাকে।


আরো পড়ুন:


লিখেছেন: Al-Amin Islam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version