বাংলা সাহিত্য-৮৮

প্রশ্নঃ সন-তারিখযুক্ত প্রাচীনতম ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কে?
ক. ময়ূর ভট্ট
খ. আদি রূপরাম
গ. রূপরাম চক্রবর্তী
ঘ. বলরাম চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মনসাবিজয়’ কাব্যের রচয়িতা কে?
ক. বিপ্রদাস পিপিলাই
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিজয় গুপ্ত
ঘ. নারায়ণদেব
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?
ক. হিন্দুধর্ম
খ. বৌদ্ধধর্ম
গ. বৈষ্ণবধর্ম
ঘ. মানবধর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Song Offerings’ কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ?
ক. গীতাঞ্জলী
খ. গীতাঞ্জলীর কিয়দাংশ
গ. গীতাঞ্জলী ও অন্যান্য কিছু কবিতা
ঘ. এটি একটি মৌলিক কাব্যগ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?
ক. মহামহোপাধ্যায়
খ. বিদ্বদ্বল্লভ
গ. আচার্য
ঘ. কাব্যতীর্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ “এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।” -কে লিখেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রবীন্দ্রনাথ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ জল ভর সুন্দরী কইন্যা জলে দিছ ঢেউ হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।। -ময়মনসিংহ গীতিকার কোন পালা থেকে গৃহীত?
ক. দেওয়ানা মদিনা
খ. মহুয়া
গ. মলুয়া
ঘ. কাজল রেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ময়মনসিংহ গতিকা’ কতটি ভাষায় অনূদিত?
ক. ১০
খ. ১৩
গ. ২০
ঘ. ২৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সঙ্গীত সম্বন্ধনীয় কাব্য?
ক. গাজী বিজয়
খ. জয়নালের চৌতিশা
গ. গোরক্ষ বিজয়
ঘ. রাগনামা
উত্তরঃ গ

প্রশ্নঃ রংপুর থেকে ‘মানিক রাজার গান’ কে সংগ্রহ করেছিলেন?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. চন্দ্র কুমার দে
গ. জর্জ গ্রিয়ার্সন
ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জয়নালের চৌতিশা’ গ্রন্থটির লেখক কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. বাহরাম খান
গ. নজরুল ইসলাম
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ ক

প্রশ্নঃ ডাক, খনার বচন ও রূপকথা এগুলো কোন যুগের?
ক. প্রাচীন যুগের
খ. অন্ধকার যুগের
গ. প্রাক চৈতন্য যুগের
ঘ. প্রাক চৈতন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ড. দীনেশচন্দ্র সেন কতজন মনসা কবির কথা উল্লেখ করেছেন?
ক. পঁয়ত্রিশ
খ. চল্লিশ
গ. পঞ্চান্ন
ঘ. বাষটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জর্জ গ্রিয়ার্সন কোন অঞ্চল থেকে ‘ক্লাসিক রাজার গান’ সংগ্রহকরেন?
ক. চট্টগ্রাম
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. কুমিল্লা
উত্তরঃ খ

প্রশ্নঃ ধর্মমঙ্গল কাব্যের একটি অংশ হলো–
ক. লাউসেনের কাহিনী
খ. আক্ষেটিক অংশ
গ. বণিক অংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ -কবিতাংশটি রচনা করেন-
ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. চন্ডীদাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আকুল শরীর মোর বেআকুল মন! বাঁশীর শবদেঁ মোর আউলাইলোঁ রান্ধন। কোন কবির রচনা?
ক. বিদ্যাপতি
খ. বড়ু চণ্ডীদাস
গ. জ্ঞানদাস
ঘ. পদাবলীর চণ্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গুলে বাকাওলী’ কাব্যখানির রচয়িতা কে?
ক. আব্দুল হাকিম
খ. আলাওল
গ. দৌলত কাজী
ঘ. নওয়াজিস খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কালিদাসের ‘মেঘদূত’ কাব্যের বঙ্গানুবাদ করেন নিচের কোন লেখক?
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অবনীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ হারামণি সংগ্রহ করেন কে?
ক. মনসুর উদ্দিন
খ. সুকুমার সেন
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. মনসুর বয়াতি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
ক. ১২০১-১৩৫০ খ্রি.
খ. ৬০০-৯৫০ খ্রি.
গ. ১৩৫১-১৫০০ খ্রি.
ঘ. ৬০০-৭৫০ খ্রি.
উত্তরঃ ক

প্রশ্নঃ কার উদ্যোগে সর্বপ্রথম রামায়ণ মূদ্রিত হয়?
ক. গুণরাজ খান
খ. উইলিয়াম কেরি
গ. ডিরোজিও
ঘ. রুকনুদ্দিন বরবক শাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থের কাহিনী প্রাচীন?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. লাইলী মজনু
ঘ. ফুলমনি ও করুণার বিবরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্ববঙ্গ গীতিকায় ময়মনসিংহ ছাড়া আর কোন অঞ্চলের গান সংগৃহীত হয়েছে?
ক. রংপুর
খ. নোয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. খ ও গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চাহার দরবেশ’ গ্রন্থটি কার রচনা?
ক. ফকির গরীবুল্লাহ
খ. বাহরাম খান
গ. মোহাম্মদ দানেশ
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. নাথ সাহিত্য
খ. রোমান্টিক প্রণয়োপাথ্যান
গ. জীবনী সাহিত্য
ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ঘনরাম
গ. মানিক দত্ত
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ রামায়ণে কতটি শ্লোক গ্রথিত আছে?
ক. ১৮ হাজার
খ. ২২ হাজার
গ. ২৪ হাজার
ঘ. ২৬ হাজার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version