বাংলা সাহিত্য-০৩

প্রশ্নঃ ‘খনার বচন’ কি সংক্রান্ত?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তরঃ ক

প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
ক. লুই পা
খ. কাহ্ন পা
গ. ভুসুক পা
ঘ. টেন্টন পা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
ক. মহাযানী
খ. সহজযানী
গ. হীন যানী
ঘ. বজ্রযানী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ
ক. ধর্মীয় চেতনার
খ. রূপকথার
গ. উপকথার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
ক. চীন
খ. নেপাল
গ. মিয়ানমার
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?
ক. আসামে
খ. সোনারগাঁয়ে
গ. পশ্চিমবঙ্গে
ঘ. নেপালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ক. ময়মনসিংহ গীতিকা
খ. ইউসুফ জুলেখা
গ. পদ্মাবতী
ঘ. লাইলী মজনু
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
ক. সপ্তম থেকে দ্বাদশ
খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
গ. নবম থেকে চতুর্দশ শতক
ঘ. দশম থেকে চতুর্দশ শতক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
ক. ডক্টর মুহম্মদ শহীদুললাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
ক. শূণ্য পুরাণ
খ. নিরঞ্জনের রুষ্মা
গ. সেক শুভোদয়া
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
ক. কাহ্নপাদ
খ. লুইপাদ
গ. শান্তিপাদ
ঘ. রমনীপাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
ক. উপকথা
খ. রূপকথা
গ. পুঁথি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ গদ্য-পদ্য মিলিয়ে ‘সেক শুভোদয়া’ গ্রন্থে অধ্যায় আছে–
ক. ১২ টি
খ. ১৪ টি
গ. ১৭ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
ক. ২টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১৩টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদ প্রথম প্রকাশিত হয়–
ক. নেপাল থেকে
খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
ক. বেদ
খ. শূন্যপূরাণ
গ. মঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
ক. চর্যাপদাবলি
খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. চর্যাগীতিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা
ঘ. সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ গ

প্রশ্নঃ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
ক. নেপালের প্রাচীন কথ্য ভাষা
খ. পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা
গ. পূর্ব বাংলার প্রাচীন কথ্য ভাষা
ঘ. ত্রিপিটকের ভাষা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক. নিরঞ্জনের রুষ্মা
খ. দোহাকোষ
গ. গুপিচন্দ্রের সন্ন্যাস
ঘ. ময়নামতির গান
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলির সাথে কোন ভাষা সম্পর্কৃত
ক. সন্ধ্যাভাষা
খ. অধিভাষা
গ. ব্রজবুলি
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
ক. ১৯
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত–
ক. ১৩৫১ সাল থেকে
খ. ১৬০১ সাল থেকে
গ. ১৭০১ সাল থেকে
ঘ. ১৮০১ সাল থেকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি
ক. কাব্য
খ. প্রহসন
গ. ছোটগল্প
ঘ. ছন্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
ক. পুঁথি সাহিত্য
খ. খনার বচন
গ. নাথ সাহিত্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version