বাংলা ব্যাকরণ-৩৫

ধ্বনির পরিবর্তন:

প্রশ্নঃ রিকসা > রিসকা কিসের উদাহরণ?
ক. বিষমীভবনের
খ. ধ্বনি বিপর্যয়ের
গ. বিপ্রকর্ষের
ঘ. ব্যঞ্জন বিকৃতির
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অপিনিহিত শব্দ পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে?
ক. নামধাতু
খ. অন্তর্হতি
গ. অভিশ্রুতি
ঘ. যোগরূঢ় শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
ক. ধ্বনি বিপর্যয়
খ. ধ্বনিসাম্য
গ. ধ্বনিলোপ
ঘ. ব্যঞ্জনাগম
উত্তরঃ ক

প্রশ্নঃ টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. অসমীভবন
খ. সমীভবন
গ. বর্ণচ্যুতি
ঘ. বিষমীভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
ক. বিপ্রকর্ষ
খ. অভিশ্রুতি
গ. অপনিহিতি
ঘ. স্বরাগম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি স্বরলোপের উদাহারণ ?
ক. উদার > ধার
খ. বাকস > বাসক
গ. পাকা > পাক্কা
ঘ. কাঁদনা > কান্না
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
ক. স্বরসঙ্গতি
খ. অভশ্রুতি
গ. সপ্রকর্ষ
ঘ. বিপ্রকর্ষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
ক. স্বরাগম
খ. বিপ্রকর্ষ
গ. অপিনিহিত
ঘ. অভিশ্রুতি
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ?
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ গ

প্রশ্নঃ Vowel harmony র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. সুকুমার সেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়?
ক. দীর্ঘব্যঞ্জন
খ. ধ্বনি বিপর্যয়
গ. মধ্যস্বর লোপ
ঘ. সপ্রর্কষ বা স্বরলোপ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আলমারী’ শব্দটি এসেছে ?
ক. আলমালি থেকে
খ. আলমারি থেকে
গ. আলমিরা থেকে
ঘ. আরমারী থেকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ?
ক. চার
খ. দুই
গ. পাঁচ
ঘ. তিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দের মধ্যে দুই বা ততোধিক ধ্বনির মধ্যে কোন ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিল রেখেউচ্চারণরণ করা হলে তাকে কি বলা হয়?
ক. স্বরসঙ্গতি
খ. স্বরভক্তি
গ. স্বরাগম
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. বর্ণদ্বিত্ব
খ. বিষমীভবন
গ. অভিশ্রুতি
ঘ. বর্ণবিকৃতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ধ্বনি পরিবর্তন বাক্যের কোন অংশে আলোচিত হয় ?
ক. রূপতত্ত্বে
খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ Vowel harmony’র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন কোন ভাষাতত্ত্ববিদ?
ক. ড. রাজেন্দ্রলাল মিত্র
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. ড. মুহাম্মদ এনামূল হক
ঘ. ড. সতীশচন্দ্র বিদ্যাভূষণ চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরলোপ কোনটির বিপরীত?
ক. অসমীকরণ
খ. স্বরাগম
গ. স্বরসঙ্গতি
ঘ. অপিনিহিতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?
ক. কবাট > কপাট
খ. ফলাহার > ফলার
গ. বড়দাদা > বড়দা
ঘ. সকাল > সক্কাল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?
ক. আজি > আইজ
খ. কান্না > কাঁদনা
গ. রিকশা > রিশকা
ঘ. তৎজন্য > তজ্জন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ সংবৃত স্বরধ্বনি কোনগুলো ?
ক. ঋ, এ
খ. এ, ও
গ. ই, উ
ঘ. অ, আ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ?
ক. স্কুল > ইস্কুল
খ. বৌ দিদি > বৌদি
গ. সিরণী > সিন্নি
ঘ. লক্ষ্য > লইখ্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ?
ক. অপিনিহিতির
খ. আদিস্বরাগমের
গ. মধ্যস্বরাগমের
ঘ. অন্তস্বরাগমের
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি ?
ক. ৬ টি
খ. ৮ টি
গ. ১০টি
ঘ. ৪ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় হ্রস্ব ও দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না ?
ক. অর্থের প্রসারতা ঘটে না
খ. অর্থের সংকোচন হয় না
গ. অর্থের পার্থক্য ঘটে না
ঘ. অর্থের সমতা লাভ করেন না
উত্তরঃ গ

প্রশ্নঃ বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ?
ক. পদ পরিবর্তনের
খ. শব্দ পরিবর্তনের
গ. ধ্বনি পরিবর্তনের
ঘ. পদের রূপ পরিবর্তনের
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি অপিনিহিতির উদাহারণ ?
ক. হর্ষ > হরিষ
খ. আজি > আইজ
গ. ধাই > দাই
ঘ. করিয়া > কইরা > করে
উত্তরঃ খ

প্রশ্নঃ অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?
ক. ঘোষীয়ভবন
খ. অঘোষীয়ভবন
গ. মহাপ্রাণতা
ঘ. অল্পপ্রাণতা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
ক. স্টিমার>ইস্টিমার
খ. ফিল্ম > ফিলিম
গ. করিয়া > কইর‌্যা
ঘ. শরীর > শরীল
উত্তরঃ ক

প্রশ্নঃ সমীভবনের অপর নাম কি ?
ক. অসমীভবন
খ. সমীকরণ
গ. স্বরভক্তি
ঘ. স্বরসঙ্গতি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version