বাংলা ব্যাকরণ-১১২

প্রশ্নঃ কোন শব্দটি সঠিক ?
ক. প্রমোদোদ্যান
খ. প্রমোদুদ্যান
গ. প্রমোদদ্যান
ঘ. প্রমোদ্যদান
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ শব্দ কোনটি?
ক. জাতিসত্ত্বা
খ. সস্ত্রীক
গ. সমীচিন
ঘ. গীতাঞ্জলী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আদ্যেক্ষর
খ. আদ্যক্ষর
গ. আদ্যখর
ঘ. আদ্যাক্ষর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সান্তনা
খ. সান্ত্বনা
গ. সানতনা
ঘ. স্বান্তনা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি অশুদ্ধ?
ক. অহিংস-সহিংস
খ. প্রসন্ন-বিষণ্ন
গ. দোষী-নির্দোষী
ঘ. নিষ্পাপ-পাপিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের- দূর করতে হলে সকলের সম্মিলিত প্রতেষ্টা দরকার।
ক. দারিদ্য
খ. দারিদ্র
গ. দারিদ্র্যতা
ঘ. দরিদ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্ত
খ. মুহর্ত
গ. মূহুর্ত
ঘ. মুহূর্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. মধুসূদন
খ. মধূসূদন
গ. মধূসুদন
ঘ. মধুসুদন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. রূপায়ন
খ. রুপায়ন
গ. রূপায়ণ
ঘ. রুপায়ণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানাটি শুদ্ধ?
ক. প্রত্যান্ত
খ. আদ্যাক্ষর
গ. মরুদ্যান
ঘ. সম্বর্ধনা
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্বোধনে কোন বানানটি শুদ্ধ?
ক. সুধী
খ. সুধি
গ. শুধি
ঘ. শুধী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. কৃষিজিবি
খ. কৃষিজীবী
গ. কৃষিজীবি
ঘ. কৃষিজিবী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. তিনি আমার চেয়ে অধিকতর জ্ঞানী
খ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী
গ. তিনি আমার চেয়ে অধীক জ্ঞানী
ঘ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানি
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. দুরন্ত
খ. দোর্গা
গ. দোর্গ
ঘ. দূর্বল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. এ কাজে তাহার হস্ত পাকা
খ. এ কাজে তাহার পাকা হস্ত
গ. এ কাজে তাহার হাত পাকা
ঘ. এ কাজে তাহার পাকা হাত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. শূণ্য
খ. ত্রিভুজ
গ. পূণ্য
ঘ. ভূবন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি সঠিক?
ক. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ. অধ্যয়ন ছাত্রদের তপসা
গ. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ. অধ্যাপনা ছাত্রদের তপস্যা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি বানানই শুদ্ধ?
ক. হাতি/হাতী
খ. নারি/নারী
গ. জাতি/জাতী
ঘ. দাদি/দাদী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
ক. করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে
খ. আদালতে মিথ্যা সাক্ষী দেয়া অন্যায়
গ. মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত হয়
ঘ. মিথ্যা সাক্ষ্য দেয়া অপরাধের কাজও বটে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. আশষি
খ. আশিস
গ. অশীষ
ঘ. অশিস্
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. শারিরীক
খ. শারীরিক
গ. শারিরিক
ঘ. শারীরীক
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
ক. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
খ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
গ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
ঘ. দারিদ্যতাই আমাদের প্রধান সমস্যা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটি ভুল?
ক. মরূদ্যান
খ. কটূক্তি
গ. পরিপক্ক
ঘ. অঞ্জলি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?
ক. উচ্ছাস
খ. উচ্ছাষ
গ. উচ্ছ্বাস
ঘ. উচ্ছ্বাশ
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ. স্বয়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিকী
গ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ. ঐক্যতান, কেবল মাত্র, উপরোক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. পিপিলিকা
খ. পিপীলিকা
গ. পীপিলিকা
ঘ. পিপিলীকা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. শ্বাশত
খ. শাশ্বত
গ. শ্বাশ্বত
ঘ. শাস্বত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ঈশ্বরিক
খ. ইশ্বরিক
গ. ঐশ্বরিক
ঘ. ঐশ্বরীক
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ক্ষীনজীবী
খ. ক্ষিনজীবী
গ. ক্ষীণজীবী
ঘ. ক্ষীণজিবী
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. যথোচিত
খ. যথচিত
গ. যথাচিত
ঘ. যোথচিত
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version