বাংলাদেশ বিষয়াবলী-৯৬

প্রশ্নঃ ‘বনরুই’ কি ?
ক. এক ধরনের রুই মাছ
খ. এক ধরনের পিপীলিকাভুক চতুস্পদ প্রাণী
গ. এক ধরনের হাঙ্গর
ঘ. এক ধরনের বিড়াল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল –
ক. চা
খ. ধান
গ. তামাক
ঘ. গম
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
ক. খুলনা
খ. টঙ্গী
গ. পতেঙ্গা
ঘ. বগুড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. কৃষি মন্ত্রণালয়
ঘ. খাদ্য মন্ত্রণালয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় কোথায়?
ক. মুন্সিগঞ্জ
খ. মানিকগঞ্জ
গ. যশোর
ঘ. পটুয়াখালী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. গাজীপুর
গ. সিলেট
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরিয়া সারে নাইট্রোজান এর পরিমান কত ?
ক. ২০-৩০ শতাংশ
খ. ৩০-৪২ শতাংশ
গ. ৪৪-৪৬ শতাংশ
ঘ. ৬০-৭০ শতাংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ?
ক. চন্দ্রনাথ পাহাড়ে
খ. লালমাই পাহাড়ে
গ. কুলাউড়া পাহাড়ে
ঘ. আলুটিলায়
উত্তরঃ গ

প্রশ্নঃ সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি –
ক. নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
খ. হরিণের সংখ্যার ভিত্তিতে
গ. পাগমার্ক
ঘ. বন প্রহরীদের তথ্যের ভিতিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরিয়া সারে কত নাইট্রোজেন থাকে
ক. ৪০%
খ. ৪৬%
গ. ৫০ %
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
ক. নারায়ণগঞ্জ
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে –
ক. N2
খ. NO2
গ. NH3
ঘ. NO3
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দুটি সুন্দরবনের বৃক্ষ ?
ক. শাল ও সেগুন
খ. চাপালিস ও অর্জুন
গ. জারুল ও গর্জন
ঘ. গেওয়া ও গরান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়–
ক. পাগ-মার্ক
খ. ফুটমার্ক
গ. GIS
ঘ. কোয়ার্ডবেট
উত্তরঃ ক

প্রশ্নঃ দিনাজপুর জেলায় মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয় ?
ক. কয়লা
খ. চুনাপাথর
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. কঠিন শিলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪-১৫ অর্থবছরে বোরো উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. দিনাজপুর
খ. বগুড়া
গ. নওগাঁ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিস্কারক কে?
ক. ড.এম.এ.বাসার
খ. ড.আম.আজাদ
গ. ড.ইউনুস
ঘ. ড.এম. এ. হাসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় কবে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে ?
ক. খুলনা
খ. সাতক্ষীরা
গ. বাগেরহাট
ঘ. বরগুনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ইরিটম কি ?
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের ইক্ষু
গ. উন্নত জাতের পাট
ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ ক

প্রশ্নঃ কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. কক্সবাজার
ঘ. বান্দরবান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বর্ণালী’ ও ‘শুভ্র’ কি?
ক. উন্নত জাতের ভূট্টা
খ. উন্নত জাতের তামাক
গ. উন্নত জাতের ধান
ঘ. উন্নত জাতের বেগুন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সিলেট বিভাগে অবস্থিত ?
ক. ময়নামতি
খ. ছাতক
গ. রামু
ঘ. বান্দরবান
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চলের পরিমান মোট ভূমির কত শতাংশ? (Forest area of Bangladesh comprises of — persent of total land in Bangladesh.)
ক. 16
খ. 17
গ. 20
ঘ. 25
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. খুলনা
গ. ময়মনসিংহ
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. ঝিনাইদহ
খ. নারায়ণগঞ্জ
গ. যশোর
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ক

প্রশ্নঃ পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. ময়মনসিংহ
গ. মুন্সীগঞ্জ
ঘ. ফরিদপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
ক. মুক্তা বা বিআর ১১
খ. বিআর ২৮
গ. গুটি বা স্বর্ণা ধান
ঘ. বিনাধান-৭
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান–
ক. BARI
খ. BRRI
গ. BADC
ঘ. BINA
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ক. গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
খ. তিস্তা সেচ প্রকল্প
গ. কাপ্তাই সেচ প্রকল্প
ঘ. ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version