Site icon Alamin Islam

বাংলাদেশের শিল্প ও বানিজ্য

বাংলাদেশের শিল্প :

বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?উঃ গাজিপুর।
বাংলাদেশের মোটর গাড়ির সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম।
বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম।
বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার নাম কি?উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম।
বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়?উঃ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী।
বাংলাদেশের তেল শোধনাগার কোনটি ও কোথায় অবস্থিত?উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম।
বাংলাদেশের কোথায় টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?উঃ টংগী, গাজিপুর।
বাংলাদেশের অস্ত্র নির্মান কারখানা কোথায়?উঃ গাজিপুর।
দেশের প্রথম ইকো পার্ক কোনটি?উঃ সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়।
দেশের প্রথম সাফারি পার্কের নাম কি?উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক।
দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?উঃ কক্সবাজারের ডুলাহাজরা।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন মন্ত্রণালয়ের অধীনে?উঃ শিল্প মন্ত্রণালয়।
বর্তমানে বাংলাদেশে মোট চিনি কলের সংখ্যা কতটি?উঃ ১৪ টি।
দেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?উঃ কেরু এন্ড কোঃ লিঃ, দর্শনা।
ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়?উঃ ১৮৫৫ সালে, কলকাতায়।
বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়?উঃ সিরাজগঞ্জে।
বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?উঃ ঢাকা ও খুলনায়।
বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম পাটকল কোনটি ছিল?উঃ আদমজী পাটকল।
আদমজী পাটকলের তাঁত সংখ্যা ছিল?উঃ ৩,০০০ টি।
আদমজী পাটকল স্থাপন করা হয়?উঃ ১৭ জুন, ১৯৫১ সাল।
আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ।
আদমজী পাটকল কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়?উঃ ৩০ জুন, ২০০২।
দেশের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা কোনটি?উঃ শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ।
লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?উঃ সুনামগঞ্জের ছাতকে
বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি?উঃ কর্নফুলী পেপার মিল।
কর্নফুলী পেপার মিলের কাঁচামাল কি?উঃ বাঁশ | বাংলাদেশের শিল্প
পাকশী পেপার মিলের কাঁচামাল কি?উঃ আখের ছোবড়া।
সবুজ পাট দিয়ে কাগজের মন্ড তৈরীর প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে?উঃ বাংলাদেশ।
বাংলাদেশে মোট কাগজের কলের সংখ্যা কত?উঃ ১০ টি।
প্রাইভেটাইজেশন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৯৩ সালে।
বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?উঃ যমুনা ফার্টিলাইজার কোং লিঃ।
যমুনা র্ফাটিলাইজার কারখানা কোথায় অবস্থিত?উঃ জামালপুর জেলার তারাকান্দি।
বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?উঃ কাফকো।
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি?উঃ মিথেন গ্যাস।
বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত?উঃ চন্দ্রঘোনায়।
বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি?উঃ সায়হাম কটন মিল।
মাথা পিছু বাৎসরিক কাপড়ের চাহিদা কত?উঃ ১১ মিটার।
বাংলাদেশের ডান্ডি বলা হত?উঃ নারায়নগঞ্জ।

আরো পড়ুন:

Exit mobile version