পদার্থ বিজ্ঞান-১৩

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, তাপবিদ্যা:

প্রশ্নঃ ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ
ক. ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
খ. সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
গ. কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
ঘ. কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এস.আই পদ্ধতিতে তাপের একক কি?
ক. জুল
খ. র‌্যানকিন
গ. কেলভিন
ঘ. সেলসিয়াস
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?
ক. ফারেনহাইট
খ. সেন্টিগ্রেড
গ. কেলভিন
ঘ. র‌্যাঙ্কিন
উত্তরঃ ক

প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?
ক. মেঘ তাপরোধী পদার্থ
খ. মেঘ তাপ গ্রহণ করে
গ. ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
ঘ. জলীয় বাষ্প ঘনীভূত হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
ক. বাড়তে থাকে
খ. কমতে থাকে
গ. একই থাকে
ঘ. কম-বেশি হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উত্তরঃ গ

প্রশ্নঃ ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
ক. ০°
খ. ১০০°
গ. ৪°
ঘ. -৪০°
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-
ক. পরিবাহকের দৈর্ঘ্য
খ. পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
গ. পরিবাহকের আয়তন
ঘ. পরিবাহকের উপাদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-
ক. স্ফুটনাঙ্ক কমে বলে
খ. স্ফুটনাঙ্ক বাড়ে বলে
গ. আয়তন বাড়ে বলে
ঘ. চাপ বৃদ্ধি পায় বলে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক. পেট্রোল ইঞ্জিনে
খ. ডিজেল ইঞ্জিনে
গ. রকেট ইঞ্জিনে
ঘ. বিমান ইঞ্জিনে
উত্তরঃ ক

প্রশ্নঃ এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে-
ক. ৭০°ফাঃ উষ্ণতায়
খ. ১০০°সেঃ উষ্ণতায়
গ. ৭০°সেঃ উষ্ণতায়
ঘ. ৭০°রোমার উষ্ণতায়
উত্তরঃ গ

প্রশ্নঃ সি.এন.জি গাড়ি চলে-
ক. অটো চক্রে
খ. ডিজেল চক্রে
গ. ব্রেটন চক্রে
ঘ. কারনট চক্রে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশী?
ক. সাদা
খ. কালো
গ. লাল
ঘ. বেগুনি
উত্তরঃ খ

প্রশ্নঃ রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয়?
ক. মিথেন ও ইথেন
খ. অ্যামোনিয়া ও ফেয়ন
গ. কার্বন-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন
ঘ. কার্বন ও ফ্রেয়ন
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ Caburator is used in
ক. Diseel engine
খ. Petrol engine
গ. Gas engine
ঘ. Steam engine
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
ক. কম হয়
খ. বেশি হয়
গ. ঠিক থাকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়-
ক. তাপের পরিবহনের জন্য
খ. তাপের পরিচালনের জন্য
গ. তাপের বিকিরণের জন্য
ঘ. ব্যাপন প্রক্রিয়ার জন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ
ক. নিচের পানি কখনও জমাট বাধে না
খ. সামুদ্রিক প্রাণীগুলো বিশেষ উপায়ে নিজেদের গরম রাখে
গ. উপরের স্তরের বরফ কিছু পরিমান তাপ ভিতরে প্রবেশ করতে দেয়
ঘ. প্রাণীগুলো বরফের মধ্য হাইবারনেশনে থাকে
উত্তরঃ ক

প্রশ্নঃ পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে
খ. বায়ুর চাপ কম থাকার কারণে
গ. পাহাড়ের উপর তাপমাত্রা বেশি কারণে
ঘ. পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে
উত্তরঃ খ

প্রশ্নঃ পরম শুন্য তাপমাত্রা সমান
ক. ২৭৩°সেন্টিগ্রেড
খ. ২৩৭°সেন্টিগ্রেড
গ. -২৭৩°সেন্টিগ্রেড
ঘ. ০°সেন্টিগ্রেড
উত্তরঃ গ

প্রশ্নঃ ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?
ক. ৮০
খ. ১০০
গ. ১৮০
ঘ. ২১২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-
ক. কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর
খ. কালো কাপড় তাপ শোষণ করে
গ. কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না
ঘ. কালো কাপড় চামড়ার ক্ষতি করে
উত্তরঃ খ

প্রশ্নঃ পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?
ক. ১০০F
খ. ১০০C
গ. ১২০F
ঘ. ১২০C
উত্তরঃ খ

প্রশ্নঃ তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
ক. পরিচলন
খ. বিকিরণের
গ. পরিবহন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ঘ. ফ্রেয়নকে ঠাণ্ডা করা
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান-
ক. বাতাসকে ঠাণ্ডা করে
খ. ঠাণ্ডা বাতাস তৈরি করে
গ. ঘাম কমিয়ে দেয়
ঘ. শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল-
ক. ০°সেন্টিগ্রেড
খ. ১০০°সেন্টিগ্রেড
গ. ৪°সেন্টিগ্রেড
ঘ. ২৬৩°সেন্টিগ্রেড
উত্তরঃ গ

প্রশ্নঃ শীতে শরীর কাপে কেন?
ক. শরীরের তাপ ও বাহিরের তাপ সমান বলে
খ. শরীরের রক্ত কম বলে
গ. শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
ঘ. শরীরে রক্ত বেশি বলে
উত্তরঃ গ

প্রশ্নঃ টিনের ঘরে বেশি গরম লাগে কেন?
ক. টিন তাপের কুপরিবাহী তাই
খ. টিন তাপের সুপরিবাহী বলে বেশি গরম লাগে
গ. টিন কোন ছিদ্র থাকে না বলে
ঘ. টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়। কারণ সংযোগস্থলের-
ক. তাপমাত্রা বেড়ে যায়
খ. গলনাংক ০°সেলসিয়াস থেকে বেড়ে যায়
গ. তাপমাত্রা কমে যায়
ঘ. গলনাংক ০°সেলসিয়াস থেকে কমে যায়
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version