Site icon Alamin Islam

নদী নিয়ে যত কথা

০১। বাংলাদেশে প্রবাহিত মোট নদী ৩১০ টি( সূত্র পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পকের পরিসংখ্যান বই ২০১৮)

০২। বাংলাদেশে প্রবাহিত নদীর দৈর্ঘ্য ২৪,১৪০ কিমি (প্রায়) (সূত্র বাংলাপিডিয়া)

০৩। বাংলাদেশে প্রবাহিত আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে ৫৭ টি।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃ সীমান্ত নদী ৫৪ টি

০৫। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত নদী ৩ টি

০৬। ভুটান-ভারত- বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তঃ সীমান্ত নদী দুধকুমার

০৭। নেপাল- ভারত- বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী গঙ্গা

০৮। বাংলাদেশের দীর্ঘতম- প্রশস্ততম-গভীরতম নদী মেঘনা; দৈর্ঘ্য ৩৩০কিমি, প্রশস্ত ১৩০০ মিটার, গভীরতা ২৭ মিটার। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী- গোবরা

০৮। পানি সম্পর্কিত বাংলাদেশ -ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ গঠিত হয় যৌথ নদী কমিশন বাংলাদেশ ; গঠন ১৯ মার্চ ১৯৭২

০৯। জাতীয় নদী রক্ষা মিশন;গঠন ৩ আগস্ট ২০১৪

১০। নদী রক্ষায় অবদানের জন্য প্রবর্তিত হয় বঙ্গবন্ধু নদী পদক, প্রবর্তন ২০১৯

১১। নদীকে জীবন্ত জীবসত্তা হিসাবে ঘোষনা করা হয় ৩ ফেব্রুয়ারি ২০১৯


আরো পড়ুন:


Exit mobile version