দ্বীপ, পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি ও মরুভূমি

০১। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ — বোর্নিও (ইন্দোনেশিয়া)।

০২। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত — আটলান্টিক মহাসাগরে।

০৩। রাশিয়া ও জাপানের বিরোধপূর্ণ দ্বীপ — কুড়িল।

০৫। ব্রিটেন ও আর্জেন্তিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ — ফকল্যান্ড।

০৬। আন্দিজ পর্বতমালা অবস্থিত — দক্ষিণ আমেরিকা।

০৭। ফুজিয়ামা আগ্নেয়গিরী অবস্থিত — জাপান।

০৮। বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ- এভারেস্টে

০৯। আল্পস পর্বতমালা অবস্থিত — ইউরোপ।

১০। চিম্বোরাজো একটি — নির্বাপিত আগ্নেয়গিরি।

১১। থর মরুভূমি অবস্থিত — পাকিস্তান-ভারত।

১২। পৃথিবীর ছাদ’ নামে পরিচিত — পামির মালভুমি।

১৩। পোর্ট ব্লেয়ার দ্বীপটি অবস্থিত — বঙ্গোপসাগরে।

১৪। মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি অবস্থিত — শ্রীলংকা।

১৫। বিখ্যাত আবু মুসা দ্বীপ অবস্থিত — পারস্য উপসাগরে।

১৬। আফ্রিকার দুঃখ বলা হয় — সাহারা মরুভূমিকে।

১৭। পার্ল হারবার অবস্থিত — যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে।

১৮। আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ অবস্থিত — বঙ্গোপসাগরে।

১৯। গোলান মালভুমি অবস্থিত — সিরিয়া।

২০। মিন্দানাও দ্বীপটি অবস্থিত — ফিলিপাইন।

২১। দ্বীপ মহাদেশ বলা হয় — ওশেনিয়া মহাদেশকে।

২২। এলব্রুস পর্বতশৃঙ্গ অবস্থিত — রাশিয়া।

২৩। মিয়ানমারের মৃত আগ্নেয়গিরির নাম — পোপো।

২৪। ভিসুভিয়াস আগ্নেয়গিরি অবস্থিত — ইতালি।

২৫। পেরিজিল বা লাইলা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে — স্পেন ও মরক্কোর।

২৬। মাদাগাস্কার দ্বীপটি অবস্থিত — ভারত মহাসাগরে।

২৭। হোক্কাইডো যে দেশের দ্বীপ — জাপান।

৩৮। বিশ্বের সবচেয়ে খাড়া পর্বত — রাকোপোশী পর্বত।

৩৯। আন্নপূর্ণা পর্বতের অবস্থান — নেপালে।

৪০। গোবী মরুভূমির অবস্থান — মঙ্গোলিয়া।

৪১। গ্রেট ভিক্টোরিয়া দ্বীপ অবস্থিত — পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে।

৪২। জাপানের যে পর্বতশৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে — ফুজিয়ামা।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version