আন্তর্জাতিক বিষয়াবলী-৩৬

প্রশ্নঃ কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. সিয়েরালিওন
খ. রুয়ান্ডা
গ. ব্রুনেই
ঘ. বাহামা
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৩তম ওআইসি (OIC) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ইস্তানবুল, তুরস্ক
খ. জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. আম্মান, জর্ডান
ঘ. কুয়ালালামপুর, মালয়েশিয়া
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Which of the following is a member of ASEAN/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য?
ক. Bhutan
খ. Nepal
গ. Thailand
ঘ. Maldives
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছেঃ
ক. ৫
খ. ৩
গ. ২
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
ক. জাপান
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. সুইডেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১২ ডিসেম্বর ২০১৭ কোন দেশ WIPO’র ১৯১তম সদস্যপদ লাভ করবে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. পূর্ব তিমুর
ঘ. লেবানন
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ দিবস পালিত হয়?
ক. ২৪ অক্টোবর
খ. ২৪ আগস্ট
গ. ২৪ ডিসেম্বর
ঘ. ২৪ নভেম্বর
উত্তরঃ ক

প্রশ্নঃ আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
ক. রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার
খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ
ঘ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকাটি প্রকাশিত হয়-
ক. লন্ডন থেকে
খ. ক্যানবেরা থেকে
গ. নিউইয়র্ক থেকে
ঘ. টরেন্টো থেকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত নয়?
ক. International Bank for Reconstruction and Development
খ. International Finance Corporation
গ. International Monytary Fund
ঘ. Multinatilateral Investment Gurantee Agency
উত্তরঃ গ

প্রশ্নঃ মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
ক. নাইজেরিয়া
খ. লেবানন
গ. নাইজার
ঘ. উগান্ডা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এন.এল.এপ.টি কি?
ক. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তামিলস
খ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা
গ. ন্যশনাল লিবারেশন ফ্রন্ট অব তেলেগুজ
ঘ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টাইগারস
উত্তরঃ খ

প্রশ্নঃ আল-জাজিরা কি?
ক. সন্ত্রাসী সংগঠন
খ. জীবাণু অস্ত্র
গ. টিভি নেটওয়ার্ক
ঘ. বিরোধপুর্ন ভূখন্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ UNEP এর সদর দপ্তর-
ক. ম্যানিলা
খ. ওয়াশিংটন
গ. ভিয়েনা
ঘ. নাইরোবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. প্যারিস
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?
ক. থাইল্যান্ড
খ. তাইওয়ান
গ. ইসরাইল
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ OPEC- ভূক্ত দেশ কয়টি?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ KLM কোন দেশের বিমান সংস্থা
ক. ইতালি
খ. নেদারল্যান্ড
গ. জার্মানি
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো-
ক. বার্লিন ভিত্তিক সংস্থা
খ. প্যারিস ভিত্তিক সংস্থা
গ. জাতিসংঘ ভিত্তিক সংস্থা
ঘ. ঢাকা ভিত্তিক সংস্থা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশটি ‘আসিয়ান’ জোটভুক্ত নয়?
ক. সিঙ্গাপুর
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অক্সফাম যে দেশের প্রতিষ্ঠান–
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. আমেরিকা
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BBC বলতে কোন সংস্থাটিকে বুঝায়?
ক. ব্রিটিশ ব্রডকাস্টিং কনগ্লোমারেট
খ. ব্রডকাস্টিং ব্রিটিশ করপোরেশন
গ. ব্রিটিশ বাংলাদেশ কোম্পানি
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জলপাই গাছ কিসের প্রতীক?
ক. শান্তির প্রতীক
খ. দুঃস্বপ্নের প্রতীক
গ. আনন্দের
ঘ. বেদনার
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
ক. ২ বছরের জন্য
খ. ৫ বছরের জন্য
গ. ৬ বছরের জন্য
ঘ. ৩ বছরের জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ব্রেটন উড্স ইনস্টিটিউট’ নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
ক. আইএমএফ
খ. বিশ্বব্যাংক
গ. এডিবি
ঘ. আইডিবি
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কত সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কতি বিষয়ক সংস্থা (UNESCO) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ The United Nations University কোন শহরে অবস্থিত?
ক. লন্ডন
খ. ব্রাসেলস
গ. নিউইয়র্ক
ঘ. টোকিও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
ক. জেনেভা
খ. রোম
গ. প্যারিস
ঘ. ভ্যালেটা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ UNDP-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. জেনেভা
গ. রোম
ঘ. ভিয়েনা
উত্তরঃ ক

প্রশ্নঃ সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?
ক. ১৯৮৫ সালে ঢাকায়
খ. ১৯৮৩ সালে দিল্লিতে
গ. ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ. ১৯৮৬ সালে মালেতে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version