আন্তর্জাতিক বিষয়াবলী-৩৩

প্রশ্নঃ ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৭-২৯ নভেম্বর ২০১৬
খ. ২৭-৩০ নভেম্বর ২০১৫
গ. ২৭-২৯ নভেম্বর ২০১৫
ঘ. ২৬-২৭ নভেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কভূক্ত দেশসমূহের লোকসংখ্যা সবচেয়ে কম কোন দেশে?
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলঙ্কা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মেনা’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. সৌদি আরব
খ. কুয়েত
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ গ

প্রশ্নঃ রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন-
ক. ব্যাডেন পাওয়েল
খ. পল পি হ্যারিস
গ. হেনরি ডুরান্ট
ঘ. আলফ্রেড নোবেল
উত্তরঃ গ

প্রশ্নঃ ECO’ এর সদর দফতর কোথায়?
ক. তেহরান
খ. প্যারিস
গ. ব্রাসেলস
ঘ. হেগ
উত্তরঃ ক

প্রশ্নঃ ৪৩তম জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Shima, Mie Prefecture, Japan.
খ. Brussels, Belgium
গ. Taormina, Sicily, Italy
ঘ. Krün, Bavaria, Germany
উত্তরঃ গ

প্রশ্নঃ Of the following countries, Which is a member of NATO?/ ন্যাটোর সদস্য–
ক. Pakistan(পাকিস্তান)
খ. Japan(জাপান)
গ. Turkey(তুরস্ক)
ঘ. Saudi Arabia(সৌদি আরব)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৬টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৯৫ সালে বেইজিং- এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
খ. বিশ্বের নারীরা এক হও
গ. নারীর অধিকার মানবাধিকার
ঘ. নারী নির্যাতন বন্ধ কর
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)- এর বর্তমান (২০১৬) সদস্য সংখ্যা কতটি?
ক. ১৫৯
খ. ১৬২
গ. ১৬৪
ঘ. ১৬৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Black Lives Matter’ কি?
ক. একটি গ্রন্থের নাম
খ. একটি পানীয়
গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ. একটি NGO
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কের বর্তমান (২০১৫) চেয়ারপারসন কে?
ক. খাগড়া প্রসাদ শর্মা অলি
খ. নওয়াজ শরিফ
গ. নরেন্দ্র মোদী
ঘ. শেখ হাসিনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) কোন বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়নে (EU) রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
ক. মাহমুদ হোসেন
খ. মো. আব্দুল হান্নান
গ. মোহাম্মদ আব্দুল হাই
ঘ. ইসমাত জাহান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ৩৫টি
গ. ৪০টি
ঘ. ৩২টি
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
ঘ. এনরিক ক্যানন পেড্রোগোসা (উরুগুয়ে)
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. থাইল্যান্ড
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৪ জুন ২০১৭ কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
ক. লাওস
খ. নিরিক্ষীয় গিনি
গ. ভুটান
ঘ. কম্বোডিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ক- এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
ক. ১৯৮৪ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩ মার্চ ২০১৬ কোন দেশ ICC-এর ১২৪তম সদস্যপদ লাভ করে?
ক. কেনিয়া
খ. নেদারল্যান্ডস
গ. এল সালভাদর
ঘ. তাঞ্জানিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectency) সবচেয়ে বেশি—
ক. ইউরোপে
খ. উত্তর আমেরিকায়
গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ. মধ্য এশিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৩ জুন ২০১৬ স্থায়ী সালিশি আদালত (PCA) -এর ১২১তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. বুরুন্ডি
খ. নাইজেরিয়া
গ. বাহামাস
ঘ. নাইজার
উত্তরঃ গ

প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
ক. সুইডেন
খ. নাইজেরিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ ১২ জুন ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর ১৮৬তম সদস্যপদ লাভ করে?
ক. সোমালিয়া
খ. কসোভো
গ. পূর্ব তিমুর
ঘ. কুক আইল্যান্ডস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৫২
খ. ১৬৫
গ. ১৭০
ঘ. ১৭৫
উত্তরঃ গ

প্রশ্নঃ SARRC Secretariate is situated in-/ সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ক. Dhaka(ঢাকা)
খ. Islamabad(ইসলামাবাদ)
গ. Kathmandu(কাঠমান্ডু)
ঘ. New Delhi(নয়াদিল্লী)
ঙ. Colombo(কলম্ব)
উত্তরঃ গ

প্রশ্নঃ World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. আমেরিকা
ঘ. কেনিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালে ৯ম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. সাও পাওলো, ব্রাজিল
খ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
গ. জিয়ামেন, চীন
ঘ. মস্কো, রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আল আহরাম’ কোন দেশের পত্রিকা?
ক. মিশর
খ. লিবিয়া
গ. তিউনিসিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৫ মে ২০১৫ কোন দেশ ইকনোমিক কম্যুনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ECCAS)- এর পুনরায় যোগদান করে?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. দক্ষিন সুদান
গ. রুয়ান্ডা
ঘ. আলজেরিয়া
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version