আন্তর্জাতিক বিষয়াবলী-২৯

প্রশ্নঃ ন্যাটো সামরিক জোট কত সালে আত্মপ্রকাশ করে?
ক. ১৯৪৪
খ. ১৯৪৮
গ. ১৯৪৯
ঘ. ১৯৫১
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা (IAAF) -এর নতুন (২০১৫) সভাপতি কে?
ক. হিউগেট লেবেল (কানাডা)
খ. তাকিহিকো নাকাও (জাপান)
গ. সেবাস্তিয়ান কো (যুক্তরাজ্য)
ঘ. ইথিরিন কাজিন (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৯ জুন ২০১৭ কোন দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সদস্যপদ লাভ করে?
ক. ভারত ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও বেলারুশ
গ. ইরান ও মঙ্গোলিয়া
ঘ. আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৭ এপ্রিল ২০১৬ স্থায়ী সালিশি আদালত (PCA)- এর ১১৯তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. আফগানিস্তান
খ. জিবুতি
গ. জর্জিয়া
ঘ. সান ম্যারিনো
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থাটির নাম কি?
ক. ASEAN
খ. OIC
গ. SARRC
ঘ. EU
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে-
ক. ১৯৪৫
খ. ২০১১
গ. ২০১৩
ঘ. ১৯৭১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ World Development Report প্রস্তুতকারী সংস্থা কোনটি?
ক. জাতিসংঘ
খ. বিশ্বব্যাংক
গ. আইএমএফ
ঘ. ইউএনডিপি
উত্তরঃ খ

প্রশ্নঃ IAEA এর সদর দপ্তর হচ্ছেঃ
ক. জেনেভা
খ. ভিয়েনা
গ. ওয়াশিংটন
ঘ. প্যারিস
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ক. স্ট্রাসবার্গ
খ. হামবার্গ
গ. লিও
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?
ক. বার্ন
খ. জেনেভা
গ. ভিয়েনা
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ কত সালে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূরীকরণের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল?
ক. ১৯৯০
খ. ১৯৯১
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ খ

প্রশ্নঃ বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয়-
ক. সিম্পোজিয়াম
খ. অ্যাসেম্বেলি
গ. কনভেনশন
ঘ. জাম্বুরি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৭ নভেম্বর ২০১৫ কমনওয়েলথ চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. নরেন্দ্র মোদি (ভারত)
খ. মুহাম্মাদু বুহারি (নাইজেরিয়া)
গ. ম্যালকম টার্নবুল (অস্ট্রেলিয়া)
ঘ. জোসেফ মাস্কাট (মাল্টা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আর-হুররা’ নামের আরবি টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
ক. যুক্তরাষ্ট্রের
খ. ইসরাইলের
গ. ফিলিস্তিনের
ঘ. ইরাকের
উত্তরঃ ক

প্রশ্নঃ তেল রপ্তানিকারক সংস্থা কোনটি?
ক. POEC
খ. OPECE
গ. OPEC
ঘ. PECO
উত্তরঃ গ

প্রশ্নঃ আর্কটিক চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ কতটি?
ক. ৫৩টি
খ. ৪৮টি
গ. ৫৫টি
ঘ. ৪৯টি
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর বর্তমান (২০১৫) সদস্য কতটি?
ক. ২০০ টি
খ. ২০২ টি
গ. ২০৬ টি
ঘ. ২০৮ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সাল থেকে সাফটা চুক্তি কার্যকর হয়?/ SAFTA comes into effect in the year–
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ২০০৯
উত্তরঃ ক

প্রশ্নঃ BRICS-এর অষ্টম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. উফা, রাশিয়া
খ. গোয়া, ভারত
গ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
ঘ. ঢাকা, বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
ক. Thailand
খ. Indonesia
গ. Malaysia
ঘ. Bangladesh
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which of the following is the main objective of IMF?
ক. to lend developing countries
খ. to promote private sector in underdeveloped countries
গ. to promote international trade among countries
ঘ. to assist countries stablize currency values
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এপি (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ভারত
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
ক. কুর্ট ওয়াল্ডহেইম
খ. দ্যাগ হ্যামারশোল্ড
গ. উ থান্ট
ঘ. বুট্রোস ঘালি
উত্তরঃ গ

প্রশ্নঃ OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. ভিয়েনায়
ঘ. ওয়াশিংটনে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিবিসি-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডনে
খ. প্যারিসে
গ. নিউইয়র্কে
ঘ. স্কটল্যান্ডে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালে ২৪তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ম্যানিলা, ফিলিপাইন
খ. লিমা, পেরু
গ. ব্রিসবেন, অস্ট্রেলিয়া
ঘ. সিউল, দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি?
ক. ৮টি
খ. ১০টি
গ. ৭টি
ঘ. ১১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৭ জুন ২০১৬ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (MTCR)-এর ৩৫তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. ব্রাজিল
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. জার্মানি
উত্তরঃ খ

প্রশ্নঃ The international court of Justics is located in-
ক. New Work
খ. London
গ. Geneva
ঘ. Hague
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০ জুন ২০১৬ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর ১৬৮তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. নরওয়ে
খ. নিউজিল্যান্ড
গ. আজারবাইজান
ঘ. নাইজার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version