

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
প্রশ্ন: সাধারণ বিজ্ঞান অংশ; কোড: সুরমা; সেট:০৪; | সমাধান |
০১। সোডিয়াম এসিটেটের সংকেত | CH3COONa |
০২। খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে | কার্বন ডাই অক্সাইড |
০৩। AC কে DC করার যন্ত্র | রেকটিফায়ার |
০৪। অ্যানোডে যে বিক্রিয়া সম্পন্ন হয় | জারণ |
০৫। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় যে যন্ত্রের মাধ্যমে | লাউড স্পিকার |
০৬। কোথায় সাঁতার কাটা সহজ? | সাগরে |
০৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম | হাইগ্রোমিটার |
০৮। ডিমে কোন ভিটামিন নেই? | ভিটামিন-সি |
০৯। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? | (806.67)Ohm |
১০। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? | ক্রোমোপ্লাষ্ট |
১১। নবায়নযোগ্য জ্বালানীর উৎস | বায়োগ্যাস |
১২। কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত? | ১:২:১ |
১৩। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী? | আইসোটোপ |
১৪। 35(Cl)17 মৌলের নিউট্রন সংখ্যা কত? | 18 |
১৫। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? | গলনাংক |
নৈতিকতা ও সুশাসন অংশ | সমাধান |
০১। তথ্য পাওয়ার অধিকার | রাজনৈতিক অধিকার |
০২। মূল্যবোধের চালিকা শক্তি | সংস্কৃতি |
০৩। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেন | আরজ আলী মাতব্বর |
০৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে | বিনিয়োগ বৃদ্ধি পায় |
০৫। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি | রাজনৈতিক ও সামাজিক অনুশাসন |
০৬। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড হলো | মূল্যবোধ |
০৭। সভ্য সমাজের মানদণ্ড হলো | আইনের শাসন |
০৮। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য | মৌলিক স্বাধীনতার উন্নয়ন |
০৯। বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয় | নারীদের ক্ষেত্রে |
১০। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য | নিয়মিত কর প্রদান করা |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ | সমাধান |
০১। মোবাইল ফোন যে মোডে যোগাযোগ হয় | ফুল ডুপ্লেক্স |
০২। H.323 Protocol কী কাজে ব্যবহৃত হয়? | VoIP |
০৩। নিচের কোনটি অকটাল নাম্বার নয় | ১৯ |
০৪। কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ন প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদান করে? | কম্পাইলার |
০৫। একটি রিলেশন ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় | টেবিল |
০৬। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে | টাচ স্ক্রিন |
০৭। ব্লুটুথ কিসের উদাহরন? | PAN |
০৮। Firewall কী Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? | Unauthorized access |
০৯। কোনটি ৫২ এর বাইনারি রুপ | 0101 0010 |
১০। Time shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালো | Round Robin |
১১। প্রথম web browser কোনটি ? | www |
১২। Social Networking site এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়? | Text, IMG, Audio, VDO |
১৩। CPU কোন address generate করে? | Logical |
১৪। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? | Scanner |
| |
আরো পড়ুন:
প্রশ্ন সমাধান করেছেন: Al-Amin Islam | কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলে মেসেজ করার জন্য অনুরোধ রইল।