Site icon Alamin Islam

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

প্রশ্ন: সাধারণ বিজ্ঞান অংশ; কোড: সুরমা; সেট:০৪;সমাধান
০১। সোডিয়াম এসিটেটের সংকেতCH3COONa
০২। খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করেকার্বন ডাই অক্সাইড
০৩। AC কে DC করার যন্ত্ররেকটিফায়ার
০৪। অ্যানোডে যে বিক্রিয়া সম্পন্ন হয়জারণ
০৫। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় যে যন্ত্রের মাধ্যমেলাউড স্পিকার
০৬। কোথায় সাঁতার কাটা সহজ?সাগরে
০৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নামহাইগ্রোমিটার
০৮। ডিমে কোন ভিটামিন নেই?ভিটামিন-সি
০৯। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?(806.67)Ohm
১০। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?ক্রোমোপ্লাষ্ট
১১। নবায়নযোগ্য জ্বালানীর উৎসবায়োগ্যাস
১২। কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত?১:২:১
১৩। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?আইসোটোপ
১৪। 35঳(Cl)17 মৌলের নিউট্রন সংখ্যা কত?18
১৫। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?গলনাংক

নৈতিকতা ও সুশাসন অংশসমাধান
০১। তথ্য পাওয়ার অধিকাররাজনৈতিক অধিকার
০২। মূল্যবোধের চালিকা শক্তিসংস্কৃতি
০৩। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেনআরজ আলী মাতব্বর
০৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলেবিনিয়োগ বৃদ্ধি পায়
০৫। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটিরাজনৈতিক ও সামাজিক অনুশাসন
০৬। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড হলোমূল্যবোধ
০৭। সভ্য সমাজের মানদণ্ড হলোআইনের শাসন
০৮। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যমৌলিক স্বাধীনতার উন্নয়ন
০৯। বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয়নারীদের ক্ষেত্রে
১০। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্যনিয়মিত কর প্রদান করা

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশসমাধান
০১। মোবাইল ফোন যে মোডে যোগাযোগ হয়ফুল ডুপ্লেক্স
০২। H.323 Protocol কী কাজে ব্যবহৃত হয়?VoIP
০৩। নিচের কোনটি অকটাল নাম্বার নয়১৯
০৪। কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ন প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদান করে?কম্পাইলার
০৫। একটি রিলেশন ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়টেবিল 
০৬। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করেটাচ স্ক্রিন
০৭। ব্লুটুথ কিসের উদাহরন?PAN
০৮। Firewall কী Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?Unauthorized access
০৯। কোনটি ৫২ এর বাইনারি রুপ0101 0010
১০। Time shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালোRound Robin 
১১। প্রথম web browser কোনটি ?www
১২। Social Networking site এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়?Text, IMG, Audio, VDO
১৩। CPU কোন address generate করে?Logical
১৪। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?Scanner

আরো পড়ুন:


প্রশ্ন সমাধান করেছেন: Al-Amin Islam | কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলে মেসেজ করার জন্য অনুরোধ রইল।

Exit mobile version