রসায়ন-০২

প্রশ্নঃ অ্যামোনিয়াম সালফেট কি?
ক. একটি লবণ
খ. একটি ক্ষার
গ. একটি মিশ্রণ
ঘ. একটি এসিড
উত্তরঃ ক

প্রশ্নঃ পচা ডিমের গন্ধের জন্য দায়ী
ক. কার্বন মনোক্সাইড
খ. কার্বন ডাই অক্সাইড
গ. ক্যালসিয়াম সালফেট
ঘ. হাইড্রোজেন সালফাইড
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়?
ক. অ্যামোনিয়া
খ. কার্বন ডাই অক্সাইড
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ খ

প্রশ্নঃ Etches Glass-
ক. HCL
খ. HF
গ. HI
ঘ. HBr
উত্তরঃ খ

প্রশ্নঃ দিয়াশলাইয়ের কাটির মাথায় কোনটি থাকে?
ক. লোহিত ফসফরাস
খ. শ্বেত ফসফরাস
গ. কয়লা
ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক

প্রশ্নঃ কাঁচ তৈরীর প্রধান কাঁচামাল হলো-
ক. শাজিমাটি
খ. চুনাপাথর
গ. জিপসাম
ঘ. বালি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Dry Ice is
ক. Frozen CO2
খ. Frozen N2
গ. Frozen O2
ঘ. Frozen H2
উত্তরঃ ক

প্রশ্নঃ রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে-
ক. হাইড্রোজেন সরবরাহ করে
খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ. অক্সিজেন সরবরাহ করে
ঘ. নাইট্রোজেন সরবরাহ করে
উত্তরঃ খ

প্রশ্নঃ হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ?
ক. স্বর্ণ
খ. প্লাটিনাম
গ. সিলিকন
ঘ. কার্বন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
ক. Al
খ. Ga
গ. In
ঘ. Si
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টি.এস.পি
খ. সবুজ সার
গ. পটাশ
ঘ. ইউরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ক. ঘনত্ব বাড়ানোর জন্য
খ. দ্রুত জমাট রোধ করার জন্য
গ. ওজন বাড়ানোর জন্য
ঘ. দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে
ক. সোডিয়াম ও ম্যাগনেশিয়াম
খ. আয়রন ও সিলিকা
গ. সিলিকা ও অ্যালুমিনা
ঘ. সোডিয়াম ও আয়রন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্যাসের রঙ লালচে বাদামী?
ক. ক্লোরিন
খ. ফ্লোরিন
গ. সালফার ডাই অক্সাইড
ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপদানের সংকেত ?
ক. CaCO3
খ. NaHCO3
গ. NH4HCO3
ঘ. (NH4)2CO3
উত্তরঃ খ

প্রশ্নঃ শুষ্ক বরফ বলা হয়-
ক. হিমায়িত অক্সিজেনকে
খ. হিমায়িত কার্বন মনোস্কাইডকে
গ. ক্যালসিয়াম অক্সাইডকে
ঘ. হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
ক. জিপসাম
খ. সালফার
গ. সোডিয়াম
ঘ. খনিজ লবণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্যাস এসিডধর্মী?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরিয়া সারের কাঁচামাল-
ক. অপরিশোধিত তেল
খ. ক্রিংকার
গ. এমোনিয়া
ঘ. মিথেন গ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী-
ক. HCL
খ. HF
গ. HI
ঘ. HBr
উত্তরঃ গ

প্রশ্নঃ পান করার পানির সাথে ক্লোরিন মেশানো হয়-
ক. পানির পুষ্টি গুণ বৃদ্ধির জন্য
খ. পানিকে সুস্বাদু করার জন্য
গ. পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
ঘ. ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিমেন্টের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়?
ক. চুন
খ. সিলিকা
গ. অ্যালুমিনা
ঘ. SiO3
উত্তরঃ ক

প্রশ্নঃ বহুরূপী মৌল কোনটি?
ক. কার্বন
খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. অ্যালুমিনিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি?
ক. হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
খ. হাইড্রোজেন ও অক্সিজেন
গ. হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের
ঘ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
উত্তরঃ ক

প্রশ্নঃ কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়-
ক. আগুন নেভাতে
খ. রকেটে জ্বালানি হিসাবে
গ. রেফ্রিজারেটরে
ঘ. অ্যামোনিয়া তৈরিতে
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
ক. সাইট্রিক এসিড
খ. নাইট্রিক এসিড
গ. হাইড্রোক্লোরিক এসিড
ঘ. টারটারিক এসিড
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি কার্বনের বহুরূপ?
ক. স্বর্ণ
খ. হীরক
গ. ইউরেনিয়াম
ঘ. প্লাটিনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মৌলটি হ্যলোজেনের অন্তর্ভূক্ত-
ক. সালফার
খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন
ঘ. আয়োডিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এসিড/অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি?
ক. কার্বন ডাই অক্সাইড (Co2)
খ. সালফার ডাই অক্সাইড (SO2)
গ. নাইট্রোজেন মনোক্সাইড (NO)
ঘ. নাইট্রাস অক্সাইড (N2O)
উত্তরঃ খ, গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version