বাংলা সাহিত্য-৮০

প্রশ্নঃ ‘ষড় গোস্বামী’ দের মধ্যে বৈষ্ণবশাস্ত্র রচনা করেন?
ক. সনাতন গোস্বামী
খ. রূপ গোস্বামী
গ. জীব গোস্বামী
ঘ. এরা প্রত্যেকেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদাবলী লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেন মধুসুদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবদা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়?
ক. হযরত মুহম্মদ (সা:)
খ. শ্রী চৈতন্যদেব
গ. রাজা ধর্মপাল
ঘ. শ্রী রামকৃষ্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাভারতের ‘অশ্বমেধ’ পর্বের অনুবাদক কে?
ক. পরাগল খাঁ
খ. শ্রীকর নন্দী
গ. ছুটি খাঁ
ঘ. কবিন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় একছত্র কবিতা না লিখে কে বাংলার কবি হয়েছিলেন?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জ্ঞানদাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
ক. মনসা মঙ্গল
খ. শীতলা মঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. পদাবলী
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. প্রাচীন যুগ
খ. আদি মধ্য যুগ
গ. মধ্য যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ গ

প্রশ্নঃ কত বঙ্গাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য প্রকাশিত হয়?
ক. ১৩০৭ বঙ্গাব্দে
খ. ১৩০৯ বঙ্গাব্দে
গ. ১৩১৬ বঙ্গাব্দে
ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
ক. কালকেতু
খ. ফুল্লরা
গ. ঈশ্বরী পাটনী
ঘ. মুরারিশীল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’ -এর অর্থ কী?
ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ. কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ. কোনটি আচার্যের, আর কোনটি নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি ॥ -এ পঙ্ক্তি দুটি কার রচনা?
ক. অতুল প্রসাদ সেন
খ. রামনিধি গুপ্ত
গ. আবুদল হাকিম
ঘ. আলাওল
উত্তরঃ গ

প্রশ্নঃ আলাওল রচিত গ্রন্থ-
ক. পদ্মাবতী
খ. লাইলী মজনু
গ. ইউসুফ জুলেখা
ঘ. গোরক্ষ বিজয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক. নবদ্বীপের
খ. মিথিলার
গ. বৃন্দাবনের
ঘ. বর্ধমানের
উত্তরঃ খ

প্রশ্নঃ কবিগানের আদি গুরু কে?
ক. গোঁজলা গুঁই
খ. কেষ্টা মুচি
গ. হারু ঠাকুর
ঘ. ভোলা ময়রা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. যতীন্দ্রমোহন ভট্টাচার্য
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মক্তুল হোসেন’ রচয়িতা কবি মুহম্মদ খান কোন জেলার বাসিন্দা?
ক. রংপুর
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক. পদ্মাবতী
খ. চন্দ্রাবতী
গ. ইউসুফ জোলেখা
ঘ. লাইলী মজনু
উত্তরঃ গ

প্রশ্নঃ রুকনউদ্দিন বারবক শাহ কাকে গুণরাজ উপাধি দেন?
ক. বিজয় গুপ্ত
খ. কৃত্তিবাস
গ. মালাধর বসু
ঘ. বিদ্যাপতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
ক. দুই ভাষায় রচিত পুঁথি
খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ. তৈরি করা কৃত্রিম ভাষার রচিত পুঁথি
ঘ. আঞ্চলিক ভাষায় রচতি পুঁথি
উত্তরঃ খ

প্রশ্নঃ পুঁথি সাহিত্যের ভাষা কেমন?
ক. বাংলা
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. মিশ্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাস কোন ভাষায় অনূদিত হয়?
ক. ইংরেজি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. ইংরেজি ও ফারসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মালাধর বসু অনূদিত ভাগবতের নাম–
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. শ্রীকৃষ্ণবিজয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
ক. ভাগবত
খ. শ্রীমদ্ভাগবত
গ. রামায়ণ
ঘ. শ্রীকৃষ্ণবিজয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শায়েররা যে সাহিত্য রচনা করেছেন তাকে কি বলে?
ক. পুঁথি
খ. উপকথা
গ. দোভাষী সাহিত্য
ঘ. নাথ সাহিত্য
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্রোপদী কে?
ক. রামায়ণে সীতার সহচরী
খ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
গ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
ঘ. রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থীনারী
উত্তরঃ গ

প্রশ্নঃ আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
ক. ষোড়শ শতাব্দী
খ. সপ্তদশ শতক
গ. পঞ্চদশ শতক
ঘ. অষ্টাদশ শতক
উত্তরঃ খ

প্রশ্নঃ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ক. ভাবরস
খ. মধুর রস
গ. প্রেমরস
ঘ. লীলারস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইউসুফ জুলেখা’ কি জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. রোমান্টিক প্রণয়কাব্য
ঘ. রম্যরচনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মধুমালতী’ কাব্যের রচয়িতা-
ক. আলাওল
খ. ফকির গরীবুল্লাহ
গ. বাহরাম খান
ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মঙ্গলকাব্য কোন যুগের রচনা?
ক. আদিযুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আধুনিক যুগের
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version