বাংলা সাহিত্য-০৫

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, আধুনিক কবিতা, বিখ্যাত বাংলা কাব্য গ্রন্থ:

প্রশ্নঃ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. পদ্মিনী উপাখ্যান
গ. দিকদর্শন
ঘ. ধূমকেতু
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. অশ্রুমালা
খ. রূপচ্ছন্দা
গ. কল্পরেখা
ঘ. আনারকলি
উত্তরঃ ক

প্রশ্নঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি?
ক. দ্বৈরথ
খ. কষ্টিপাথর
গ. তন্বী
ঘ. চতুর্দশী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. তন্বী
খ. উর্বশী
গ. ক্রন্দসী
ঘ. রূপসী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়?
ক. সঙ্গীত শতক
খ. সবিতা সুন্দরী
গ. নিসর্গ সন্দর্শন
ঘ. বন্ধুবিয়োগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা
ঘ. হিমালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেঘদূত’ কাব্য কার রচনা?
ক. মহাকবি কালিদাস
খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ
গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিসর্গ সন্দর্শন’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. কামিনী রায়
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. বিষ্ণু দে
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এষা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. দেবেন্দ্রনাথ সেন
গ. গোবিন্দচন্দ্র সেন
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’- কাব্যত্রয়ের রচয়িতা কে?
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. সুফী মোতাহার হোসেন
গ. গোলাম মোস্তফা
ঘ. আব্দুল কাদির
উত্তরঃ খ

প্রশ্নঃ “ফেরারী ফৌজ” কাব্যগ্রন্থটির লেখক কে?
ক. জাহানারা ইমাম
খ. আহমদ রফিক
গ. আ. ন. ম. বজলুর রশিদ
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্রেম ও ফুল, কস্তুরী, ফুলরেণু’ প্রভৃতি কাব্য কে রচনা করেন?
ক. মোজাম্মেল হক
খ. কামিনী রায়
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ একটি–
ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্পগ্রন্থ
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “খোলাচিঠি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জাহানারা আরজু
খ. রজনীকান্ত সেন
গ. সমর সেন
ঘ. মোহাম্মদ মাহফুজ উল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ক্রন্দসী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুষ্পিত ইমেজ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
ক. আকাল
খ. ছাড়পত্র
গ. হরতাল
ঘ. অভিযান
উত্তরঃ ক

প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি?
ক. বন্ধবিয়োগ
খ. বঙ্গ সুন্দরী
গ. সারদা মঙ্গল
ঘ. সাধের আসন
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, উপাধি:

প্রশ্নঃ রূপসী বাংলার কবি-
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় ‘সিতারা-এ-খেদমত’ ও ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি পান কে?
ক. আবদুল কাদির
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবুল কালাম আজাদ
ঘ. আবদুল ওদুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কিশোর কবি’ কার উপাধি
ক. সতেন্দ্রনাথ দত্ত
খ. রাম নারায়ণ
গ. আল মাহমুদ
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
ক. বঙ্কিমচন্দ্র
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. মধুসূদন দত্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান?
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩০ সালে
গ. ১৮৩৩ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কালীপ্রসন্ন সিংহ
গ. ভূ-দেব মুখোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশেনারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত?
ক. বেগম শামসুন নাহার মাহমুদ
খ. নবাব ফয়জুন্নেসা
গ. বেগম সুফিয়াকামাল
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি-
ক. কামিনী রায়
খ. খালেদা এদিব চৌধুরী
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয়?
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. আল মাহমুদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ এঁরা পল্লীনিষ্ঠ কবি-
ক. জসীমউদ্দিন, রওশন ইয়াজদানী, জীবনানন্দ দাশ
খ. জসীমউদ্দীন, বন্দে আলী মিয়া, আহসান হাবিব
গ. জসীমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া
ঘ. জসীমউদ্দিন, কালিদাস রায়, আল মাহমুদ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Exit mobile version