Site icon Alamin Islam

বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন

বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন:

সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন কে?উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
সংস্কৃত কলেজের কত সালে স্থাপিত হয়?উঃ ১৭৯১ সাল।
শ্রীরামপুরে ব্যাপ্টিষ্ট মিশন ও ছাপাখানা কখন গড়ে উঠেছিল?উঃ ১৭৯৯ সাল।
শ্রীরামপুরে মিশন কখন পত্তন হয়?উঃ ১৮১৮ সাল।
ফোর্ট উইলিয়াম কলেজ কখন স্থাপিত হয়?উঃ ১৮০০ সাল। বাংলা মূদ্রণশিল্প
ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?উঃ উইলিয়াম কেরি।
বাংলা একাডেমী কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৫৫ সালে।
উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানী করে?উঃ পর্তুগীজরা।
উপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়?উঃ পর্তুগীজ বসতি এলাকা গোয়ায়।
উপমহাদেশে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়?উঃ ১৪৯৮ খ্রিষ্টাব্দে।
উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম কি?উঃ পর্তুগীজ ভাষার ‘কনুকসোজ’।
সম্পূর্ণ বাংলা অক্ষরের সর্বপ্রথম নকশা প্রস্তুতকারীর নাম কি?উঃ চার্লস উইলকিনস।
কোন বাঙালি প্রথম বাংলা অক্ষর খোদাই করেন?উঃ পঞ্চানন কর্মকার। বাংলা মূদ্রণশিল্প
বাংলা মুদ্রনশিল্পের জন্মদাতা কাকে বলা হয়?উঃ চার্লস উইলকিনস।
বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?উঃ রংপুরে। ১৮৪৭-৪৮ সালে।
ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে?উঃ সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিষ্টাব্দে।
বাংলাদেশের প্রথম সংবাদপত্রের কোনটি?উঃ রংপুর বার্তাবহ। রংপুর থেকে।
ঢাকার প্রথম ছাপাখানা কত সালে চালু হয়?উঃ ১৮৪৮/৪৯ সালে।
বাংলা মুদ্রণ জগতের স্মরণীয় সন কোনটি?উঃ ১৭৭৮। বাংলা মূদ্রণশিল্প
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?উঃ কৃপার শাস্ত্রে অর্থভেদ।

আরো পড়ুন:

Exit mobile version