বাংলা ব্যাকরণ-১৩৮

প্রশ্নঃ ‘লাঠালাঠি’ শব্দটির সমাস–
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধারণত কোন সমাসে কোনো ব্যাসবাক্য হয় না ?
ক. অলুক দ্বন্দ্ব সমাস
খ. নিত্য সমাস
গ. উপমিত তৎপুরুষ
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে কি বলে ?
ক. অলুক তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. কৃ -তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদারহণ?
ক. কানাকানি
খ. আশীবিষ
গ. হাতেখড়ি
ঘ. হাতেনাতে
উত্তরঃ ক

প্রশ্নঃ তৎপুরুষ সমাস কয় প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৮ প্রকার
ঘ. ৯ প্রকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে-
ক. নিত্য সমাস
খ. প্রাদি সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাস?
ক. সুপুরুষ
খ. দশানন
গ. সাদাকালো
ঘ. চৌরাস্তা
উত্তরঃ খ

প্রশ্নঃ “টাকা-পয়সা” কোন ধরনের সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
ক. সন্ধি
খ. প্রত্যয়
গ. সমাস
ঘ. পুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে-
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ ?
ক. দীপ
খ. দিপ
গ. দ্বীপ
ঘ. দ্বিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ সপ্তমী তৎপুরুষের উদাহরণ কোনটি ?
ক. মাতৃসেবা
খ. তালকানা
গ. মনগড়া
ঘ. শাপমুক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রাণপাখি’ কোন সমাস?
ক. রূপক কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমান কর্মধারয়
ঘ. উপমিত কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ চাঁদমুখ কোন সমাস
ক. উপমান
খ. উপমিত
গ. রূপক
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাজল-কাল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাজলের ন্যায় কালো
খ. কাজল রূপ কালো
গ. কাজল ও কালো
ঘ. কালো যে কাজল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনুপ্রেরণা’ কোন মাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস
খ. প্রাদি সমাস
গ. নিত্য সমাসে
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ রতনে রতন চিনে
ক. সম্প্রদানে ৭মী
খ. কর্মে ৭মী
গ. কর্তায় ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিশ্বকবি’ সমাস কি হবে?
ক. বিশ্বরূপ কবি
খ. যিনি বিশ্বের কবি
গ. বিশ্ব ও কবি
ঘ. বিশ্বের কবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অহিনকুল কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পকেট মার’ কোন সমাসের উদাহরণ ?
ক. পঞ্চমী তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. প্রাদি সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাতেখড়ি’ কোন সমাসের উদাহরণ ?
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. অলুক বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. মধ্যেপদলোপী বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো-
ক. চাঁদমুখের ন্যায়
খ. চাঁদের মত মুখ
গ. চাঁদ মুখ যার
ঘ. চাঁদ রূপ মুখ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ?
ক. নরাধম
খ. দ্বীপ
গ. বর্ণচোরা
ঘ. দোলন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্কুল পালানো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. স্কুল রূপ পালানো
খ. স্কুল থেকে পালানো
গ. স্কুলের জন্য পালানো
ঘ. স্কুল পালায় যে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক. সিংহ চিহ্নিত আসন – সিংহাসন
খ. তুষারের ন্যায় শুভ্র – তুষারশুভ্র
গ. মন রুপ মাঝি – মনমাঝি
ঘ. সুন্দরী যে লতা = সুন্দর লতা
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রপিতামহ’ কি অর্থে অব্যয়ীভাব সমাস ?
ক. নিকটবর্তী
খ. বিরোধ
গ. দূরবর্তী
ঘ. অভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ দশানন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. দশ ও আনন
খ. দশ সংখ্যক আনন
গ. দশ আননের সমাহার
ঘ. দশ আনন আছে যার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিপত্মীক’ শব্দটির সমাস হ’ল
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top