বাংলাদেশ বিষয়াবলী-০৯

প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল –
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. গৌড়
ঘ. পান্ডুয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ লাহোর প্রস্তাব ছিল –
ক. স্বাধীন বাংলা প্রস্তাব
খ. পাকিস্তান প্রস্তাব
গ. ভারত বিভাগের প্রস্তাব
ঘ. ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –
ক. মুহম্মদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহম্মদ ঘুরি
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
ক. জওহরলাল নেহেরু
খ. মওলানা আবুল কলাম আজাদ
গ. মহাত্না গান্ধী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়
ক. ১৯৬৫ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন –
ক. ওয়াহাবী আন্দোলনে
খ. নীল বিদ্রোহে
গ. তেভাগা আন্দোলনে
ঘ. সিপাহী বিদ্রোহে
উত্তরঃ গ

প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক. ২২-৩-১৮৯৩
খ. ২২-৩-১৮০৫
গ. ২২-৩-১৭৯৩
ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ গ

প্রশ্নঃ শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. ৫১৮ খ্রিস্টাব্দে
খ. ৭১২ খ্রিস্টাব্দে
গ. ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
ঘ. ৫১২ খ্রিস্টাব্দের পরে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ক. পরিবিবি
খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান
ঘ. ঈশা খান
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ. মাস্টারদা সূর্যসেনের
গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ খ

প্রশ্নঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন –
ক. করাচীতে
খ. দেবগিরিতে
গ. নগর কোটে
ঘ. ঘোড়াশালে
উত্তরঃ খ

প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক. মুহম্মদ ঘুরী
খ. লক্ষণ সেন
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক. ১৭৫৬
খ. ১৮৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়নগঞ্জে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক. মালিক কাফুর
খ. বৈরাম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন –
ক. মাওলানা ভাসানী
খ. কমরেড মুজাফফর আহম্মদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন –
ক. বাবর
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক. ইসলাম খান
খ. ইব্রাহীম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮০৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি প্রাচীন নগরী নয় ?
ক. কর্ণসুবর্ণ
খ. উজ্জয়নী
গ. বিশাখাপট্টম
ঘ. পাটালিপুত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড ক্লাইভ
গ. নবাব মীর কাসেম
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ ক

প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন –
ক. শাহ্‌ সুজা
খ. মীর জাফর
গ. ফররুখ শিয়ার
ঘ. দ্বিতীয় শাহ্‌ আলম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরিব্রাজক কে ?
ক. পর্যটক
খ. পরিদর্শক
গ. পরিচালক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলাকে ‘জান্নাতুল সুবাহ’ (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
ক. মেঘনা
খ. গঙ্গা
গ. যমুনা
ঘ. সিন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. দ্রাবিড়
খ. নেগ্রিটো
গ. ভোটচীন
ঘ. অষ্ট্রিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. তৃতীয় চন্দ্রগুপ্ত
ঘ. এদের কারো সময়েই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
ক. কুমিল্লা জেলার দাউদকান্দি
খ. ঢাকা জেলার বারিধারা
গ. যশোর জেলার ঝিকরগাছা
ঘ. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top