Site icon Alamin Islam

প্রিলিমিনারি টেস্ট-২৫

সঠিক উত্তর নিচে দেওয়া আছে

১। ‘পালমৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ.সুনিল গঙ্গোপাধ্যায়
গ.সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

২। ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তরগত অন্তর্গত?
ক.দ্বন্দ্ব সমাস
খ.অব্যয়ীভাব সমাস
গ.তৎপুরুষ সমাস
ঘ.কর্মধারয় সমাস

৩। ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
ক.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ.শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
গ.ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৪।কোনটি শুদ্ধ বানান?
ক.আকাংখা
খ.আকাঙ্ক্ষা
গ.আকাঙ্খা
ঘ.আকাংক্ষা

৫। কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
ক.পাবক
খ.মারুত
গ.পবন
ঘ.অনিল

৬।ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক.আরেক ফালগুন
খ.জীবন ঘষে আগুন
গ.নন্দিত নরকে
ঘ.পিঙ্গল আকাশ

৭।কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?
ক.কৃষ্ণ চন্দ্র মজুমদার
খ.ঈশ্বরচন্দ্রগুপ্ত
গ.কামিনীরায়
ঘ.যতীন্দ্রমোহনবাগচী

৮।কোন চরণটি সঠিক?
ক.ধন ধানে পুষ্পে ভরা
ক.ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ.ধণ্যে ধান্যে পুুষ্পে ভরা
ঘ.ধন্যে ধান্য পুষ্পে ভরা

৯।কোন বানানটি শুদ্ধ নয়?
ক.দরিত্রতা
খ.উপযোগিতক
গ.শ্রদ্ধাঞ্জলি
ঘ.উর্দ্ধ

১০।‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ —এটি কোন বাক্য?
ক.সরল
খ.মিশ্র বা জটিল
গ.যৌগিক
ঘ.সংযুক্ত

১১। ‘আমির হামজা’ কাব্য রচনা করেন কে?
ক.শাহ মুহাম্মদ সগীর
খ.ফকির গরীবুল্লাহ
গ.আবুজাফর
ঘ.আবুল ফজল

১২। আনোয়ারা উপন্যাসের রচিয়তা কে?
ক.হুমায়ুন আজাদ
খ.হুমায়ুন আহাম্মেদ
গ.মুজতবা আলী
ঘ.নজিবর রহমান

১৩। হুমায়ুননামার রচিয়তা কে?
ক.জাহানারা ইমাম
খ.বেগম রোকেয়া
গ.গুলবদন বেগম
ঘ.সেলিনা হক

১৪। ‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.অধ + গতি
খ.অধঃ + গতি
গ.অধ + অগতি
ঘ.অধঃ + অগতি

১৫। নিচের কোনটি শুদ্ধ বানান?
ক.মরিচীকা
খ.মরীচিকা
গ.মরিচিকা
ঘ.মরীচীকা

১৬। সম্বাদ কৌমুদী পত্রিকাটি ছিল—
ক.সাপ্তাহিক
খ.মাসিক
গ.ত্রৈমাসিক
ঘ.পাক্ষিক

১৭। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
ক.পর্তুগীজ
খ.ফারসি
গ.জাপানি
ঘ.উর্দু

১৮। নিচের কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক.বিদ্বান
খ.সৎমা
গ.সতীন
ঘ.সধবা

১৯। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক.তেমাথা
খ.চা-বিস্কুট
গ.মহাত্মা
ঘ.মনগড়া

২০। ঘাঘু শব্দের দ্বারা কি বুঝায়?
ক.অকালপক্ব
খ.অভিজ্ঞ
গ.পণ্ডিত
ঘ.পাখি

১। গ ২। ক ৩। ঘ ৪। খ ৫। ক ৬। ক ৭। ক ৮। ক ৯। ঘ ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। গ ১৪। খ ১৫। খ ১৬। ক ১৭। গ ১৮। ক ১৯। গ ২০। খ

আরো পড়ুন:

Exit mobile version