Site icon Alamin Islam

পাটিগণিত-৩১

প্রশ্নঃ ১০২৪ এর বর্গমূল কত?
ক. ৩২
খ. ২২
গ. ৫২
ঘ. ৪২
উত্তরঃ ক

প্রশ্নঃ [3.75{7.8 – 2.3(12.75 – 9.25)}] – 5 =?
ক. 1.7
খ. 1.5
গ. 1.4
ঘ. 2.5
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 0.1 × 0.01 × 0.0010.2 × 0.02 × 0.002 এর মান কত?
ক. 1/2
খ. 1/40
গ. 1/80
ঘ. 1/8
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হল। ঐ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা–
ক. ৯০ জন
খ. ৬০ জন
গ. ৩০ জন
ঘ. ১৫ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ১১২৩ × ৩৪১১২৩ এর ৩৪ = সমান কত?
ক. ১৬৯
খ. ৩৪
গ. ৯১৬
ঘ. ১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ √১৫০ এবং √৫৪ এর পার্থক্য কত?
ক. ২√৬
খ. ১৬√৬
গ. ৯√৬
ঘ. ৬√২
ঙ. ৮√৬
উত্তরঃ ক

প্রশ্নঃ (-1) x (-1) x (-1) + (-1) x (-1) = কত?
ক. 2
খ. 1
গ. -2
ঘ. 0
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩√(১২৫x৮)=কত?
ক. ২০
খ. ১০√২
গ. ১০
ঘ. ১০√৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.৩×৩০÷১০= কত?
ক. ০.০৯
খ. ০.৯
গ. ০.০০৯
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ x ৫ x ০ x ৭ x ১=
ক. ১৪০
খ. ০
গ. ১৮০
ঘ. ২১০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
ক. ২৫
খ. ৫৫
গ. ১২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ What is the best possible result for the problem 8/35÷4/15=?
ক. 1/2
খ. 6/7
গ. 32/525
ঘ. 7/6
উত্তরঃ খ

প্রশ্নঃ – ২ + (-২) – {-(২)} – ২ এর মান কত?
ক. -৬
খ. -৪
গ. -২
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা–
ক. ১৪২
খ. ১৪৪
গ. ১৩৬
ঘ. ১৪০
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩/৮ + ০.০৫ = কত?
ক. ১৭/৪০
খ. ৭/৪
গ. ১৩/৪০
ঘ. ২৭/৪০
উত্তরঃ ক

প্রশ্নঃ (০.০১×১)২ =কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
ঘ. ০.০০০১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩৪ ÷ ১৬৩৪ এর ১৬
ক. ২৪
খ. ১৮
গ. ৩৬
ঘ. ১২
উত্তরঃ গ

প্রশ্নঃ যত দাতা প্রত্যেকে তত ১০ পয়সা ২৫০ পয়সা হল। দাতার সংখ্যা?
ক. ৫
খ. ১০
গ. ২০
ঘ. ২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ Simplify (0.5)2 + 20.09
ক. 5
খ. 50
গ. 25
ঘ. 0.5
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে?
ক. ১২৪
খ. ২২৪
গ. ৪২৪
ঘ. ৫০৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪৫ ÷ ১১০৪৫ × ১১০ সমান কত?
ক. ৯০
খ. ১০০
গ. ৮৮
ঘ. ১০৪
উত্তরঃ খ

প্রশ্নঃ 0.0010.1 × 0.1 = কত?
ক. 0.1
খ. 0.010
গ. 0.001
ঘ. 1.00
উত্তরঃ ক

প্রশ্নঃ ০.৮২ – ০.৩২০.৮ + ০.৩ = কত?
ক. ১.১
খ. ০.৪
গ. ০.৫
ঘ. ২.৪
উত্তরঃ গ

প্রশ্নঃ √০.০০০০০৬২৫=কত?
ক. ০.০০২৫
খ. ০.০০০২৫
গ. ০.০০০০২৫
ঘ. ০.০০৬২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ The value of -3 – (-10) is how much greater than the value of -10 – (-3)?/- ৩ – (-১০) এর মান -১০ – (-৩) অপেক্ষা কত বেশি?
ক. 0
খ. 6
গ. 7
ঘ. 14
ঙ. 26
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 26 + 2 সমান–
ক. √3 + √2
খ. 3 – √2
গ. √3 – √2
ঘ. √3 + 2
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.০০০১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
ঘ. ১
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ কে ১০০ বার ১ দ্বারা গুণ করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে, বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক. ১
খ. ০
গ. ১/১০০
ঘ. ৯৯/১০০
উত্তরঃ খ

প্রশ্নঃ √০.০০০৯=কত?
ক. ০.০৩
খ. ০.৩
গ. ০.০০৩
ঘ. ০.০০০৩
উত্তরঃ ক

প্রশ্নঃ (√7 + √7)2 =?
ক. 98
খ. 49
গ. 28
ঘ. 21
ঙ. 14
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮.০০০১-০.১-০.০১=কত?
ক. ৭.০৮৯১
খ. ৭.৮৯০১
গ. ৭.০০৮৯
ঘ. ৭.৭০০৯
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version