Site icon Alamin Islam

ইউরোপ মহাদেশ

ইউরোপ মহাদেশ :

ইউরোপের আয়তন কত?২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি।
ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত?উত্তর গোলার্ধে।
জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ?দ্বিতীয়।
ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ?১৫.৭%।
আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম?তৃতীয়। ইউরোপ মহাদেশ
ইউরোপের মোট উপকূল রেখা কত?৪১,২০৪ কি.মি।
আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান?পাঁচ ভাগের একভাগ।
ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান?ক্যাম্পিয়ান সাগর।
ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?ভলগা ।
ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি?ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি)।
আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি)।
লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?রাশিয়া।
ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি?দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন।
দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়?ব্ল্যাক ফরেস্ট থেকে।
ভলগা নদী কোথায় পতিত হয়েছে?ক্যাম্পিয়ান সাগর।
কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত?টেমস।
পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি?ডগার্স ব্যাংক ।
ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি?রাশিয়া।
ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন?আর্দ্র। ইউরোপ মহাদেশ
ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ?পিরেনীজ পর্বত।
ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?ভলদাই পর্বত  (রাশিয়া)।
ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি?ইউরো টানেল।
ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি?মধ্য ইউরোপের সমভুমি।
ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি?আল্পাস।
ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?আল্পস পর্বতমালা।
ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?মাউন্ট ব্ল্যাঙ্ক; (৪৮০৭ মিটার)
ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি?এলবুর্জ; (৫৬৪১.৮মিটার)
ইউরোপের দ্বার বলা হয় কাকে?ভিয়েনা।
ইউরোপের ককপিট বলা হয় কাকে?বেলজিয়াম।
ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি?ভিয়েনা।
বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ?বলকান।
ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি?স্ক্যান্ডিনেভিয়া।
ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?ভূমধ্যসাগর ।
যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?বেননেভিস। ইউরোপ মহাদেশ

আরো পড়ুন:

Exit mobile version