Site icon Alamin Islam

আবহাওয়া ও জলবায়ু

আবহাওয়া ও জলবায়ু

বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ?উঃ ২৬.০১ সেলসিয়াস।
বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত ?উঃ ১৮.৭২ সেলসিয়াস।
বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত ?উঃ ২৭.৮ সেলসিয়াস।
বাংলাদেশের বর্ষাকালের গড় তাপমাত্রা কত ?উঃ ২৬.৭ সেলসিয়াস।
বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত ?উঃ ২০৩ সেঃমিঃ।
বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয় ?উঃ সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)।
বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয় ?উঃ নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)।
বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি?উঃ নাটোরের লালপুরে।
বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি ?উঃ রাজশাহী।
বাংলাদেশের শীতলতম স্থান কোনটি ?উঃ শ্রীমঙ্গল।
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি ?উঃ সিলেট।
বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে ?উঃ কর্কটক্রান্তি রেখা।
গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত?উঃ ৬ ঘন্টা।
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?উঃ এপ্রিল।
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?উঃ জানুয়ারী।
আবহাওয়া ও জলবায়ু | বাংলাদেশের জলবায়ু কিরূপ?উঃ নাতিশীতোষ্ণ।
বাংলাদেশের জলবায়ূ কি নামে পরিচিত?উঃ বিষুবীয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?উঃ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের।
SPARSO – কোন মন্ত্রনালয়ের অধীনে?উঃ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের।

আরো পড়ুন:

Exit mobile version