Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-৯৮

প্রশ্নঃ বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
ক. কায়রো
খ. প্যারিস
গ. ইস্তাম্বুল
ঘ. মস্কো
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কতটি দেশে আধুনিক দাসত্বের প্রচলন রয়েছে?
ক. ১৬০টি
খ. ১৬৫টি
গ. ১৬৭টি
ঘ. ১৮৩টি
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে-
ক. ট্রান্স সাইবেরিয়ান
খ. নার্দার্ন প্যাসিফিক
গ. ইউনিয়ন প্যাসিফিক
ঘ. ট্রান্স রাশিয়ান
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ EUI’র ২০১৭ সালের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে অনুপযোগী শহর কোনটি?
ক. দামেস্ক (সিরিয়া)
খ. লাগোস (নাইজেরিয়া)
গ. ত্রিপোলি (লিবিয়া)
ঘ. ঢাকা (বাংলাদেশ)
উত্তরঃ ক

প্রশ্নঃ দুর্নীতির ধারণা সূচক ২০১৫ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. নেদারল্যান্ডস
গ. নিউজিল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
ক. হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
খ. সিংগাপুর চাঙ্গি এয়ারপোর্ট
গ. দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ঘ. লন্ডন হিথ্রো এয়ারপোর্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বাধিক বাঘ রয়েছে?
ক. ইন্দোনেশিয়া
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১৫তম
খ. ১১৭তম
গ. ১২১তম
ঘ. ১১২তম
উত্তরঃ খ

প্রশ্নঃ চা পানে শীর্ষ দেশ কোনটি?
ক. আমেরিকা
খ. ইংল্যান্ড
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ১১তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ইংল্যান্ড
খ. নিউজিল্যান্ড
গ. ভারত
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
ক. ১১৫তম
খ. ১১৪তম
গ. ১০৮তম
ঘ. ১১০তম
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়-
ক. কোলকাতা
খ. ফ্রাঙ্কফুর্ট
গ. লন্ডন
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) মাতৃ মৃত্যু হারে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. কেনিয়া
গ. সিয়েরা লিওন
ঘ. জাম্বিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
ক. ইরিত্রিয়া
খ. লিবিয়া
গ. বাংলাদেশ
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের?
ক. রাশিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ 4G প্রথম কখন, কোথায় চালু হয়?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি’তে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
ক. ভূটান
খ. সাইপ্রাস
গ. গ্রিস
ঘ. রুমানিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. ব্রাজিল
গ. মিসর
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. চতুর্থ
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. প্রথম
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের SIPRI-এর তথ্য মতে, বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. সৌদি আরব
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১০তম
খ. ৯৮তম
গ. ৮৭তম
ঘ. ৭৫তম
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রতি হাজারে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি?
ক. নাইজার
খ. সাউথ সুদান
গ. অ্যাঙ্গোলা
ঘ. ভানুয়াতু
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি?
ক. ইউরি গ্যাগারিন
খ. নীল আমস্ট্রং
গ. গেন্নাদি পাডালকা
ঘ. এদের কেউই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. ইয়েমেন
খ. শাদ
গ. বুরুন্ডি
ঘ. মৌরতানিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি?
ক. টাইটানিক
খ. কুইন মেরী-২
গ. বিলবোর্ড
ঘ. প্রিন্সহ্যারী
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বশেষ ২০১৫ সালে আবিস্কৃত অ্যান্টিবায়টিক এর নাম কি?
ক. টিক্সোব্যাক্টিন
খ. হেক্সাব্যাক্টিন
গ. কিয়োটোব্যাক্টিন
ঘ. র‍্যাক্টোব্যাক্টিন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. আইসল্যান্ড
খ. সুইজারল্যান্ড
গ. নরওয়ে
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৩তম
খ. ১২৫তম
গ. ১৩০তম
ঘ. ১১৫তম
উত্তরঃ ক

প্রশ্নঃ Mercer-এর জরীপ অনুযায়ী, বসবাসের জন্য সবচেয়ে খারাপ শহর কোনটি?
ক. বাগদাদ (ইরাক)
খ. ঢাকা (বাংলাদেশ)
গ. ইসলামাবাদ (পাকিস্তান)
ঘ. মুম্বাই (ভারত)
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. ইরিত্রিয়া
গ. তুর্কমেনিস্তান
ঘ. সিরিয়া
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version