Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-১০৯

প্রশ্নঃ প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
ক. ফিনিশীয় সভ্যতা
খ. পারসিক সভ্যতা
গ. হিব্রু সভ্যতা
ঘ. ব্যাবিলনীয় সভ্যতা
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা—
ক. হিন্দুদের
খ. খ্রিস্টানদের
গ. মুসলমানদের
ঘ. বৌদ্ধদের
উত্তরঃ খ

প্রশ্নঃ The earleast civilization was flourished in:/প্রাচীনতম সভ্যতার বিকাশ ঘটেছিল–
ক. Babylon
খ. Sumeria
গ. Egypt
ঘ. China
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৮৯তম অস্কারে বিদেশি ভাষা বিভাগে বাংলাদেশ থেকে কোন চলচিত্র মনোনীত হয়?
ক. অজ্ঞাতনামা
খ. এইতো প্রেম
গ. আয়নাবাজি
ঘ. তারকাঁটা
উত্তরঃ ক

প্রশ্নঃ সুমেরীয়দের ধর্ম মন্দির কোনটি—
ক. গীর্জা
খ. মসজিদ
গ. মন্দির
ঘ. জিগুরাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি জোসেফ ই স্টিগলিজের রচনা?
ক. Development of Freedom
খ. Globalization and Its Discontents
গ. Passage to India
ঘ. States and markets
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহামানবের দেশে’ কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিশন নাটক?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. কামাল আতাতুর্ক
গ. আবদুল কালাম আজাদ
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দি লাস্ট সাপার’-
ক. একটি ছায়াছবি
খ. একটি চিত্র
গ. একটি উপন্যাস
ঘ. একটি কবিতা
উত্তরঃ খ

প্রশ্নঃ হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থের নাম–
ক. বেদ
খ. উপনিষদ
গ. গীতা
ঘ. রামায়ণ
উত্তরঃ ক

প্রশ্নঃ আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
ক. আফগানি
খ. ফার্সি
গ. পশতু
ঘ. তুর্কি
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনা ভাষায় প্রথম রবীন্দ্র সমগ্র প্রকাশিত হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ১২ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মাইন ক্যাম্প’ কি?
ক. বিখ্যাত অবকাশ যাপন কেন্দ্র
খ. বিখ্যাত বই
গ. নৌঘাঁটি
ঘ. বিমান ঘাঁটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ওল্ড ম্যান এন্ড দি সী’ গ্রন্থের লেখক কে?
ক. চার্লস ডিকেন্স
খ. ম্যাক্সিম গোর্কি
গ. উইলিয়াম ফকনার
ঘ. আর্নেস্ট হেমিংওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. যুক্তরাজ্য
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Hit Refresh গ্রন্থের লেখক কে?
ক. টিম কুক
খ. সার্জে ব্রিন
গ. বিল গেটস
ঘ. সত্য নাদেলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাবিলন কোথায়?
ক. তুরস্কে
খ. ইরাকে
গ. মিশরে
ঘ. স্পেনে
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্টের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৩৬ সালে
খ. ১৮৩৬ সালে
গ. ১৭৩৬ সালে
ঘ. ১৬৩৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চীনা ভাষায় প্রকাশিত রবীন্দ্র সমগ্র কত খণ্ডের?
ক. ২৫ খণ্ডের
খ. ২৮ খণ্ডের
গ. ৩৩ খণ্ডের
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজা ঈদিপাস নাটকের রচিয়তা
ক. সাফোক্লিস
খ. শেক্সপিয়ার
গ. মলিয়েঁর
ঘ. টমাস কীড
উত্তরঃ ক

প্রশ্নঃ ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
ক. আরবি
খ. ফার্সি
গ. রুশ
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদ বধ
খ. রৈবতক
গ. গিলগামেশ
ঘ. বৃত্র সংহার
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম ধর্ম–
ক. ইহুদি ধর্ম
খ. খ্রিস্ট ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. হিন্দু ধর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আল-আকসা মসজিদ কোথায়?
ক. বাগদাদ
খ. মক্কা
গ. মদিনা
ঘ. জেরুজালেম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মৃত্যের সৎকারের জন্য ‘চিলঘর’ ব্যবহার করে কোন ধর্মালম্বীরা?
ক. শিনটো
খ. জোরোস্ট্রীয়
গ. জৈন
ঘ. বাহাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লিভিং হিস্ট্রি’- এই গ্রন্থটির রচয়িতা কে?
ক. স্টিফেন হকিং
খ. হিলারি রডহ্যাম ক্লিনটন
গ. জন জেক্স
ঘ. হ্যারল্ড রবিন্স
উত্তরঃ খ

প্রশ্নঃ পারসিক ধর্মের প্রবর্তক কে?
ক. গৌতম বুদ্ধ
খ. বর্ধমান মহাবীর
গ. আইড্রো
ঘ. জরথুস্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাসটেইন্ড গ্রোথ’ গ্রন্থের লেখক–
ক. পি চিদম্বরম
খ. যশোবন্ত সিং
গ. মনমোহন সিং
ঘ. অমর্ত্য সিং
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘The Lowland’ গ্রন্থের লেখক কে?
ক. অধ্যাপক আবু সাইয়িদ
খ. তন্বী নন্দিনী
গ. এ পি জে আবদুল কালাম
ঘ. ঝুম্পা লাহিড়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The President is Missing উপন্যাসের লেখক কে?
ক. বারাক হোসেন ওবামা
খ. জেমস প্যাটারসন
গ. বিল ক্লিনটন
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Exit mobile version