ইভটিজিং

মোঃ রাজু ইসলাম

পথিক চলে আপন পথে,

কৃষক চলে মাঠে।

যুবকেরা করছে কি,

রাস্তা ঘাটে যেতে।

 

বসিয়েছেন তারা যত

ইভটিজিংয়ের বাজার,

এভাবেই হচ্ছে শত শত

মেয়েরা পাচার।

 

রাত পোহালে শুনছি

কত বাবা মায়ের কান্না

হারিয়ে গেছে তাদের শত

সোনার মেয়ে পান্না।

নেশার ফাঁদ

মোঃ রাজু ইসলাম

যুবকেরা খাচ্ছে মাদক

পড়ছে নেশার ফাঁদে

মা-বাবা বকছে কত

তবু খাচ্ছে চুপে।

 

অবশেষে হচ্ছে ক্যান্সার

মরছে ধুঁকে ধুঁকে

যুবক তখন কেঁদে বলে

বাঁচার ইচ্ছে জাগে।

 

বাঁচার উপায় নেইকো তার

ডাক্টারেরা বলে

কলেজেরই সেরা ছাত্র

মরণের দিকে চলে।

ভালোবাসা

মোঃ রাজু ইসলাম

ভালোবাসায় ঘিরে আছে জগৎ সংসার,

ভালোবাসা আছে লুকিয়ে মনের ভিতর।

ভালোবাসা পেলে মন ভালো হয়ে যায়,

বাবা-মায়ের ভালোবাসা তেমনি তো হয়।

ভালোবাসায় থাকে জয়, মানুষের দোয়া,

মানুষকে ভালোবেসে করো নাকো ঘৃণা।হিংসা-বিদ্বেষ তুমি করো নাকো মন,

মানুষকে ভালোবেসে গড় এই জীবন।

নেতার কর্ম

মোঃ রাজু ইসলাম

সে দিনের সন্ত্রাস,

আজ হয়েছে নেতা।

টাকার লোভে করত যে,

মানুষ মারার পেশা।

 

ধনী মানুষ খাচ্ছে ঘুষ,

মরছে গরীব লোকে,

গরুর মতো খেটেও তাদের,

মিটছে নাকো ভোগ।

 

ভোগের জ্বালা নিয়েও তারা খাটছে হরদম,

এত খেটেও হয়না স্বার্থক তাদের পরিশ্রম।

বাঙালীর স্বপ্ন

মোঃ রাজু ইসলাম

বাঙালীরা বাংলা ভাষায় গাইছে দিন বদলের গান,

সুখ, দুঃখ আর হাসি কান্নায় বাংলা আজও অম্লান।

মায়ের ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ,

বাংলা মায়ের সন্তান মোরা রাখব তারই মান।

জীবন দিয়ে এনেছে যারা বাংলার সমাধান,

এই দেশে যেন চিরদিন থাকে তাদের সন্মান।

বাঙালীর পতাকা রক্ত দিয়ে গড়া,

তােই দেশ বাঁচাতে পিছপা হবো নাকো মোরা।

মোদের দেশের সোনার ছেলে বিশ্বে হবে সেরা,

সার্থক হবে বাংলার মাটি, গর্বে আত্বহারা।

জাগত স্রষ্টা

মোঃ রাজু ইসলাম

বলনা এই মন সৃষ্টি করেছে কে?

এই জগৎ ভুবন?

সৃষ্টি করেছেন যিনি তাকে দেখেছে কে বা মানি।

তবু বিশ্বাস করিয়া মনে, অন্তর মাঝে খুঁজি তারে নিরব ধ্যানে।

তাহারেই নামের এমনি ধরন,

হৃদয়ে ঠাঁই তার নেইকো মরন,

বিপদে তারে করি যে স্মরণ।

সৃষ্টিকর্তা তিনি গড়েছে এ জগৎ ভুবন।

ভুবনে তারে করি সবে ভয়, জীবন করেছো দান,

তুমি মহান প্রভু, তুমি দোয়াবান।

ভয়

মোঃ রাজু ইসলাম

ভয় কে কর জয়,

জয় হবে নিশ্চয়।

অবহেলা আর ভা,

জমে থাকা আর নয়।

তবে হবে সকল কাজে সেরা,

শিক্ষায় থাকো নিয়োজিত তোমরা।

অলসতা আর অবহেলা, করনাকো তোমরা।

এই প্রতিজ্ঞার কথা তোমাদের থাকে যেন জানা।

জাগলে দেশ থাকবে বেশ বিশ্বে হবে চেনা,

বিশ্ব জানবে বাংলার মানুষ এবার হবে সেরা।

বাংলার ইতিহাস

মোঃ রাজু ইসলাম

বাংলাদেশ গর্ব আমার নয়কো কারো দান,

যুদ্ধ করে দিয়ে গেছে ত্রিশ লক্ষ্য প্রাণ।

সোনার বাংলা গড়বে যে শেখ মুজিবের আশা।

ভাষণ শুনে যুদ্ধে গেছে,

শ্রমিক, কামার, চাষা।

পাকিস্তানী আলবদরের ধরেছিলো নেশা।

মুছে দিতে চেয়েছিল তারা,

বাঙালীর সকল আশা।

প্রতিবাদে অংশ নিল মুক্তি সেনার দল,

জীবন দিয়ে করলো প্রমাণ,

বীর বাঙালীর বল।

একাত্তরের মুক্তিযুদ্ধ ইতিহাসে গাঁথা।

ইচ্ছে করলেই যায়না ভোলা,

সেই দিনের কথা।

শিক্ষা

মোঃ রাজু ইসলাম

অ, আ- তে শিক্ষা শুরু,

পাঠা করেছেন শিক্ষাগুরু।

পাঠ শালাতে যাই রে লেখা পড়া শিখে মোরা জীবন গড়তে চাইরে।

মোদের জীবন ধন্য শিক্ষা আলো নিয়ে যে,

শিক্ষা নিয়ে গড়ব জীবন, এই কামনা করব যে।

মৃত্যু

মোঃ রাজু ইসলাম

মৃত্যু হলেই তা সমাধি নয়,

ভালো কাজ করলে হবে স্বর্গ জয়।

সৃষ্টি কর্তাকে দাও তোমার মন,

তাহলে মৃত্যু হলে থাকবে নাকো ভয়ের কারণ।

মিথ্যায় থাকো ঘৃণা, সত্যে জয়।

ভালো কাজে থাকে সুখ সর্বদা, সকল সময়।

মাতৃভাষা

মোঃ রাজু ইসলাম

বাংলা ভাষা মধু মাখা, স্রষ্টার অবদান।

জীবন দিয়ে রেখে গেছে,

বীর বাঙালীর মান।

বাংলাদেশের জন্য মরছে,

বাংলা মায়ের খোকা,

তাই বাংলাদেশের পতাকা লাস সবুজে আঁকা।

নয় মাস যুদ্ধের পরে, বাংলা হলো গড়া।

গর্বিত হলো বাঙালী জাতী, বিশ্বা মানচিত্রে চেনা।

স্বপ্ন কথা

মোঃ রাজু ইসলাম

কল্পনাতে স্বপ্ন জাগে,

বাস্তব সেতো নয়।

বাস্তব যে বড়ই কঠিন,

সত্য যদি হয়।

সত্যের মাঝে বাস্তবতা,

কষ্টে থাকে জয়।

অলস মানুষ কল্পনাকে,

আকড়ে ধরে রয়।

চেষ্টা

মোঃ রাজু ইসলাম

গড়তে হলে ভাঙবে শত,

তবু গড়তে মানুষ চায়।

শত চেষ্টার পরে সৃষ্টি,

জ্ঞানী মানুষ কয়।

সৃষ্টির পরে জয় যে মেলে,

ছোটোর পরে বড়,

সৃষ্টি করা নিজের চেষ্টা,

গড়তে যদি পারো।

সৃষ্টির ফলে চিনবে তোমার আপন চরিত্র,

চরিত্রে থাকবে গড়া নিজের মহত্ত্ব।

মহৎ গুণে বিশ্ব জুড়ে থাকবে তোমার নাম,

মরে গেলেও থাকবে বেঁচে তোমার সন্মান।

চেষ্টা করে গড়ো তুমি,

গড়তে যদি পারো,

চেষ্টায় তুমি সফল হবে সবার সেরা থেকে।

ভাবিয়া দেখ মন, এ জগৎ মায়ার বাধন,

এ সবই জীবন যুদ্ধের খেলা,

শুধু বাঁধি রাজঘর, ভাঙ্গিবে মন ঘর, যখন যাইবে বেলা।

বাঁধন ছাড়িয়া, সাধন ভুলিয়া থাকিবে বদ্ধ ঘরে।

যেখানে যাবেনা কোনো যে স্বজন, দেখিবে না নয়ন ভরে।

ও মন তুমি ভাবিয়া দেখো,

কে হইবে তোমার আপন?

নিজেরে নিয়ে ব্যস্ত সবাই,

তোমার দেখার নেইকো স্বজন।

সুদ

মোঃ রাজু ইসলাম

সর্বদা বিরলে থাকো বাবু তুমি, আর আমি থাকি মাঠে।

আমার কষ্ট দিয়ে সুখ ভোগ কর তুমি রাজ প্রসাদে।

রাজার রাজত্ব কর তুমি,

শোষনেরই জয়।

আর তোমার ক্ষমতাকে সকলেই করছে ভয়।

গাড়ি-বাড়ি থাকলেই বাবু,

তোমার মন বড় নয়।

ভেবে দেখো ভিখারির সন্মান পেতে দায়।

সুদের টাকায় দিনে দিনে,

বাড়ে তোমার ধন।

ঋণের টাকা গরিবের মাথায়,

তুমি করো সুখের আয়োজন।

অন্তরেতে বাবু তোমার কোথায় বলো সুখ?

দিন শেষে দেখো তোমার পাষাণ বুক।

বৈশাখ

মোঃ রাজু ইসলাম

বৈশাখ এলে মনে হয় অতীতেরই কথা,

বাংলার ইতিহাস বৈশাখ গাঁথা।

বৈশাখ এনে দেয় আনন্দের ডাক,

বৈশাখের উৎসবে বাজে ঢোল আর ঢাক।

বৈশাখ এলে মনে হয় সকল জাতি সমান,

হিংসা বিদ্বেষ ভুলে গাই নতুন দিনের গান।

বৈশাখ এনে দেয় বাঙ্গালীর মান,

বৈশাখ মানেতো বাউলের একাতারার গান।

বৈশাখ এনে দেয় বাংলার নতুন প্রাণ,

বৈশাখ মানে তো বাঙালীর টান।

বৈশাখ মানে তো বাংলার শুরু,

তাই বাঙালী দেয় বৈশাখকে বাংলার ঐতিহ্যের সন্মান।

রংধনু

মোঃ রাজু ইসলাম

বর্ষা কালে বৃষ্টি শেষে,

রংধনু উঠলো হেসে।

তার সাত রুপের ওই রং ছড়িয়ে,

রঙিন করেছে দেশ।

তাইনা দেখে খোকা-খুকু,

মজায় আছে বেশ।

মানব জীবন

মোঃ রাজু ইসলাম

বিভরে ঘুরে মন রঙের মেলায়,

শুধু দেখলাম রং-তামাশা।

যত আশা-স্বপন, ভাঙ্গিবে যে মন,

দিন যাইবার কালে,

আধার আসিয়া লাইবে ঘিরিয়া,

থাকিবেনা প্রদীপ বাতি,

কেহ এসে কইবে না ওরে একটু ভালোবাসি।

চোখের জলে কাদিয়া তোমায়,

করিবে চির বিদায়,

আপন স্বজন কেহই থাকিবেনা, তোমার করিবে ভয়।

এমন কিছু করোরে মন,

মরণের পরে থাকিবে বেঁচে, তোমার ছোট্ট জীবন।

লোভের পরিণাম

মোঃ রাজু ইসলাম

মানব জাতি স্বার্থবাদী,

লোভ যে তোমার রোগ।

লোভের জন্য মন্দ কাজে,

লোভী মানুষ দেয় যোগ।

অবশেষে পাপের নেশায়,

হচ্ছে হাজত বাস।

বেঁচে থেকেই করছে তারা, নিজের সর্বনাশ।

আয় খোকা আয় খুকু

মোঃ রাজু ইসলাম

আয় খোকা, আয় খুকু,

পাঠশালাতে যাই রে।

পড়া-লেখা শিখে মোদের,

জীবন গড়তে চাইরে।

কলম ধরে লিখতে গেলে,

বর্ণ শিক্ষা যে চাই,

বর্ণ দিয়ে শব্দ গঠন,

পরিবর্তন যে নাই।

রংধনু

মোঃ রাজু ইসলাম

বর্ষা কালে বৃষ্টি শেষে,

রংধনু উঠলো হেসে।

তার সাত রুপের ওই রং ছড়িয়ে,

রঙিন করেছে দেশ।

তাইনা দেখে খোকা-খুকু,

মজায় আছে বেশ।

ফরমালিন

মোঃ রাজু ইসলাম

টাকার লোভে মাছের মাঝে,

মেশাচ্ছে ফরমালিন।

মানুষ তাই চিন্তায় বিভোর,

ভাবছে রাত দিন।

লোভী মানুষের লোভের পাপে,

মরছে জনগণ।

টাকার লোভে করছে তারা,

মৃত্যুর আয়োজন।

দুঃখ

মোঃ রাজু ইসলাম

দুঃখে ভরা জীবন আমার,
সুখ নাই তার পরে।

ভালোবাসার মানুষ গুলো,
স্বার্থের হাতটি ধরে।

অনাদরে থাকি আমি,
ভাবি তারই কথা।

ভুলতে পারি ক্যামনে তারে,
হৃদয় হারার ব্যাথা।


রাগের ব্যাথায় জীবন আমার,
করতে চাচ্ছে পর।

তবুও আমি ভালোবাসবো তোমায়,
সারা জীবন ভর।

You're currently offline !!

error: Content is protected !!