Site icon Alamin Islam

৪০২ – রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নব্যাংক – গবেষণা পদ্ধতি

ঢাকা কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। গবেষণা নকশা কাকে বলে? গবেষণা নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা কর।

২। কেস স্টাডি পদ্ধতি বলতে কি বোঝায়? কেস স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর ।

ঢাকা কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। গবেষণা নকশা কি? একটি ভালো গবেষণা নকশার বৈশিষ্ট্য আলোচনা কর।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

২। সামাজিক গবেষণার গুরুত্ব / প্রয়োজনীয়তা বর্ণনা কর।

ঢাকা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। গবেষণা বলতে কি বোঝ ? রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

২। গবেষণা সমস্যা কি? গবেষণা সমস্যার নির্ধারণের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর ।

৩ । গ্রুপ তত্ত্বের সংজ্ঞা দাও । গ্রুপ তত্ত্বের সীমাবদ্ধতা বর্ণনা কর । তথ্য ও তত্ত্বের মধ্যে পার্থক্য বর্ণনা কর।

৫। উত্তম অনুকল্পের বৈশিষ্ট্যসমূহ কি কি?

৬। কেস স্টাডি পদ্ধতি কি? এর বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর ।

৭। তথ্য সংগ্রহের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর ।

৮ । সাহিত্য পর্যালোচনা কি? সাহিত্য পর্যালোচনার কার্যাবলী বর্ণনা কর ।

সোহরাওয়ার্দী কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। গবেষণার সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ কর।

২। গবেষণা প্রস্তাবনা বলতে কি বুঝায়? গবেষণা প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য সংক্ষেপে বর্ণনা কর ।

৩। গবেষণার সমস্যা বলতে কি বুঝ? বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার সমস্যা বা অসুবিধাসমূহ বর্ণনা কর।

৪। গবেষণা কৌশল কি? গবেষণা কৌশলের ধাপসমূহ কি কি? সমাজ গবেষণায় সাফল্য লাভের কৌশলসমূহ বর্ণনা কর।

৫। কেস স্টাডি কি? কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ কি কি? কেস স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা কর।

৬ । প্রশ্নমালা কি? প্রশ্নমালা পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর।

৭। জরিপ পদ্ধতি কি? সামাজিক জরিপের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর। রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় সামাজিক/ জরিপ পদ্ধতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা কর।

৮। সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের ধরণ আলোচনা কর। সাক্ষাৎ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর।

নজরুল কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশে সামাজিক গবেষণার গুরুত্ব বর্ণনা কর।

২। গবেষণা প্রস্তাবনা কী আলোচনা কর। গবেষণা প্রস্তাবের বিভিন্ন ধারণাসমূহ বর্ণনা কর।

নজরুল কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। গবেষণা প্রস্তাব কী? গবেষণা প্রস্তাবের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর।

২ । সমালোচনাসহ অ্যালমন্ডের কাঠামো-কার্যগত তত্ত্ব আলোচনা কর।

ইডেন কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। গবেষণা বলতে কী বুঝ ? রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য আলোচনা কর।

২। অনুসিদ্ধান্ত/পূর্বানুমান বলতে কি বুঝ? উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্য আলোচনা কর।

৩। নমুনায়ন কী ? নমুনায়নের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর।

৪। জরীপ কী ? সামাজিক গবেষণায় জরীপ পদ্ধতি ব্যবহারের সুবিধা-অসুবিধা আলোচনা কর।

৫। কেস স্টাডি পদ্ধতি কী? কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ আলোচনা কর।

৬। সাক্ষাৎকার পদ্ধতি কী ? সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন কৌশল আলোচনা কর।

৭। প্রশ্নমালা বলতে কি বুঝ ? একটি আদর্শ প্রশ্নমালার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৮ । গবেষণা প্রস্তাবনা বলতে কি বুঝ ? একটি বিষয়বস্তু নির্বাচন কর এবং নির্দিষ্ট ধাপসমূহ ব্যবহার করে একটি গবেষণা প্রস্তাবনা প্রস্তুত কর।

তিতুমীর কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। গবেষণা কাকে বলে ? রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।

২। সামাজিক গবেষণার পদ্ধতিসমূহ বর্ণনা কর।

বদরুন্নেছা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। গবেষণা বলতে কী বুঝ? রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা আলোচনা কর।

২। কেস স্টাডি পদ্ধতি কী? কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর।

৩। সাহিত্য পর্যালোচনা কী? সাহিত্য পর্যালোচনার কার্যাবলী আলোচনা কর।

৪। গবেষণা নকশা কাকে বলে? গবেষণা নকশার গুরুত্ব আলোচনা কর ।

৫। সারণীবদ্ধ করণের গুরুত্ব ও পয়োজনীয়তা আলোচনা কর ।

৬। জরিপ কাকে বলে? বাংলাদেশের সামাজিক গবেষণায় জরিপের গুরুত্ব আলোচনা কর।

৭। অনুকল্প কাকে বলে? অনুকল্পের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।

৮। একজন ভালো গবেষকের গুনাবলী কি কি? গবেষণার নিয়মাবলী ও সমস্যাসমূহ আলোচনা কর ।

*** সবগুলো পত্রকোডের প্রশ্নব্যাংক একসাথে পেতে এখানে ক্লিক করুনঃ 7 COLLEGE – POLITICAL SCIENCE – QB

Exit mobile version