০১। www.alaminislam.me এটি আমার ব্যক্তিগত ওয়েবসাইট। ব্যক্তিগত ওয়েবসাইট বলা হলেও এখানে আমার প্রফেশনাল জীবনের এ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমার এই ওয়েবসাইটি সাজানো হয়েছে। আমার ক্যারিয়ার জীবনে আমি যা জানি এবং প্রতিনিয়ত যা কিছু শিখতেছি তা আমার বাংলা ভাষাভাষীর মানুষদেরকে শিখতে সাহায্য করার জন্য এই ওয়েবসাইট টি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
০২। এই ওয়েবসাইটের কনটেন্টগুলো কপিরাইট আইন, ২০০০ দ্বার সুরক্ষিত। ওয়েবসাইটটির কোনো কনটেন্ট আমার অনুমতি ব্যতীত অন্যকোথাও ব্যবহার সম্পূর্ণরুপে আইনত দণ্ডনীয় অপরাধ।
০৩। এই ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্ট সম্পর্কে কোনো অভিযোগ থাকলে উপযুক্ত যুক্তি/ব্যাখ্যা প্রাদানস্বরুপ [email protected] এই ঠিকানায় মেইল করার জন্য অনুরোধ করা হলো।
০৪। ওয়েবসাইটটি এটির ব্যবহারকারীদের স্পর্শকাতর কোনো তথ্য সংগ্রহ করেনা অথবা গ্রাহককে কোনো নোটিফিকেশন প্রদান করেনা। তবে গুগল অ্যানালাইটিকস, ফেসবুক পিক্সেলের মতো থার্ডপার্টি টুলস ব্যবহার করা হতে পারে।
০৫। এই ওয়েবসাইট টি নিম্নলিখিত প্রতিষ্ঠানে হোস্ট করা হয়েছেঃ
Contabo GmbH, Aschauer Straße 32a, 81549 Munich, Germany
০৬। ওয়েবসাইট টি সম্পর্কিত যেকোনো ধরণের তথ্য, পরামর্শ, অভিযোগ ও যোগাযোগের জন্য মেইল করুনঃ [email protected]
বিঃদ্রঃ এই ওয়েবসাইটের যেকোনো কনটেন্ট যেকোনো সময় আপডেট, ডিলেট ইত্যাদির ক্ষমতা প্রকাশক কর্তৃক সর্বদাই সংরক্ষিত।