আমার জেলা – পঞ্চগড়
পঞ্চগড়বাসী হিসেবে আপনার জানা থাকা উচিতঃ–০১। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা? পঞ্চগড়।–০২। জাতীয় সংসদের ১ নং আসনঃ পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা)।–০৩। হিমালয়ের কণ্যা বলা হয়ঃ পঞ্চগড় জেলাকে, তবে দেশ হিসেবে নেপালকে হিমালয়ের কণ্যা বলা হয়।–০৪। স্বাধীন বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকার্ড করা হয়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (৮ জানুয়ারি, ২০১৮)।–০৫। পঞ্চগড় …