Site icon Alamin Islam

সাম্প্রতিক ঘটনাবলী সেপ্টেম্বর ২০১৯

সাম্প্রতিক ঘটনাবলী সেপ্টেম্বর ২০১৯

সাম্প্রতিক ঘটনাবলী সেপ্টেম্বর ২০১৯ | হাই ভোল্টেজ ইনফরমেশন

০১। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? প্রধানমন্ত্রী।

০২। ২০১৯ সালের SAARC সাহিত্য পুরস্কার লাভ করেন?অধ্যাপক আনিসুজ্জামান

০৩। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার সাবেক সিআইডি প্রধান শফিকুল ইসলাম।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৪। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

০৫। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান ২১তম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

০৬। ২২তম মন্ত্রিপরিষদ সচিব হবেন খন্দকার আনোয়ারুল ইসলাম

০৭। বাংলাদেশের প্রথম দুই নারী ফিফা রেফারি হ‌চ্ছেন:সালমা আক্তার ও জয়া চাকমা।

০৮। তৃতীয় ড্রিমলাইনার “গাঙচিল” বিমানে যুক্ত হলো।

০৯। সম্প্রতি G-৭ এর বৈঠক অনুষ্ঠিত হয় – ফ্রান্সের বিয়ারিৎজে।

১০। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট – জাইর বোলসোনেরো।

১১। পৃথিবীর ফুসফুস বলা হয় – আমাজনকে।পৃথিবীর প্রয়োজনীয় অক্সিজেনের ২০ শতাংশই সরবারহ করে আমাজনের বৃক্ষরাজি ।

১২। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট – আমাজন।

১৩। রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করা হয় – ৫ আগস্ট ২০১৯।

১৪। বাংলাদেশ নামক গ্রাম রয়েছে – ভারতের কাশ্মীরে।

১৫। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নতুন বাজার সৃষ্টি হয়েছে – জাপানে।

১৬। সম্প্রতি জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী বঙ্গবন্ধুকে আখ্যা দেন – ‘ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ব বন্ধু’।

১৭। বিশ্ব ব্যাংকের হিসেবে প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান – ১১তম।

১৮। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ –চীন।

১৯। দেশে বর্তমানে স্থলবন্দর রয়েছে – ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট)।

২০। দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা –৩২২ জন

২১। ভারতের আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) প্রকাশ করেছে — ৩১ আগস্ট ২০১৯ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা)।ভারতের আসামের নাগরিকপঞ্জি বা এনআরসি- এর চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন — ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

২২। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন — ভারত (রানার্সআপ — নেপাল)।

২৩। ছাত্রলীগের নতুন মাসিক ম্যাগাজিনের নাম — ‘জয় বাংলা’ (প্রকাশক — শফিকুল আলম রেজা ও সম্পাদক — শেখ শামীম তূর্য।

২৪। বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করে।

২৫। ২০১৮-২০১৯ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে? সৌদি আরব

২৭। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়।

২৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? লালমনিরহাট।

২৯। ই-পাসপোর্টের মেয়াদ হবে দুই ধরণের। ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু করা হবে।

৩০। বৈশিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৪২ তম।

৩১। বৈশিক আমদানিতে বাংলাদেশের অবস্থান- ৩০ তম।

৩২। ২০১৯ সালে বৈশিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান- ১১৬ তম।

৩৩। NSDA পূর্ণরুপ- National Skills Development Authority.

৩৪। EFD পূর্ণরুপ- Electronic Fiscal Device.

৩৫। CGPA পূর্ণরুপ- Cumulative Grade Point Average.

৩৬। APR পূর্ণরুপ- Annual Performance Report.

৩৭। eBIN পূর্ণরুপ- Electronic Business Identification Number.

৩৮। টেস্ট ক্রিকেটে প্রথম বদলি খেলোয়াড় কে? মারনাস ল্যাবুশেন

৩৯। টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয়- ১ আগস্ট ২০১৯

৪০। জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য সংখ্যা হবে- ১০৭ জন।

এছাড়াও আরো কিছু আপডেট তথ্য:

০১। এশিয়া আর্চারি কাপ-২০১৯ এ স্বর্ণ পদক পেয়েছেন বাংলাদেশি রোমান সানা
০২! বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই
০৩।জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ
০৪।এশিয়ার ১৩তম অর্থনীতির দেশ বাংলাদেশ – এডিবি
০৫।বর্তমানে বাংলাদশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার।
০৬।বাংলাদেশ নামে গ্রাম ও জেলা যথাক্রমে কাশ্মীর ও আর্মেনিয়ায়
০৭।বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিমলাইনারের নাম – রাজহংস | ১৭ সেপ্ট,২০১৯ উদ্বোধন হবে!
০৮।বাংলাদেশ পুলিশের ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১১ সেপ্টেম্বর ২০১৯)।
০৯।বিশ্বের শীর্ষ নারী শাসকের তালিকায় জায়গা করে নিয়েছেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ২০ বছর ১০৫ দিন ক্ষমতায় আছেন (উইকিলিকসের জরিপের তথ্যের ভিত্তিতে)।
১০।আলিবাবার প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ‘জ্যাক মা’ — অবসরে চলে গেলেন (প্রতিষ্ঠানটির বর্তমান ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’ — ‘ড্যানিয়েল ঝ্যাংয়ে’র হাতে সব দায়িত্ব দিয়ে সরে গেলেন তিনি)।
১১।ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হতে যাচ্ছে — ২ সেপ্টেম্বর ২০১৯ থেকে।
১২।ইউএস ওপেন-২০১৯ মেয়েদের এককে শিরোপা জিতেছেন — কানাডার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো (প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়)

আরো পড়ুন:

সাম্প্রতিক ঘটনাবলী

Exit mobile version