Site icon Alamin Islam

রসায়ন-১০

প্রশ্নঃ অক্সিজেনের পারমাণবিক ওজন-
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মৌলিক কণিকা নয়?
ক. প্রোটন
খ. নিউট্রন
গ. ইলেক্ট্রন
ঘ. হাইড্রোজেন পরমাণু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ইলেকট্রনে চার্জের পরিমান হল
ক. 1.7×10-8 কুলম্ব
খ. 9×1011 কুলম্ব
গ. 1.609×10-19 কুলম্ব
ঘ. 1.609×10-9 কুলম্ব
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পারমাণবিক সংখ্যার আবিস্কারক কে?
ক. Robert Norman
খ. Sir Thomas Browne
গ. Henry Moseley
ঘ. James Clerk Maxwell
উত্তরঃ গ

প্রশ্নঃ ইলেকট্রন হচ্ছে পদার্থের
ক. কণা
খ. ক্ষুদ্র কণা
গ. সাধারণ কণা
ঘ. অতি ক্ষুদ্র কণা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রীক
খ. ল্যাটিন
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা
ক. ৯টি
খ. ১৬টি
গ. ১৮টি
ঘ. ৩২টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারী পানি (Heavy water) এর সংকেত কি?
ক. 2H2O2
খ. H2O
গ. D2O
ঘ. HD2O2
উত্তরঃ গ

প্রশ্নঃ বস্তু/মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলে-
ক. অণু
খ. পরমাণু
গ. ইলেকট্রন
ঘ. প্রোটন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পরমাণুর ভরসংখ্যা হচ্ছে
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
খ. প্রোটনের সংখ্যা
গ. নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
ক. U234
খ. U235
গ. U238
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থকে না?
ক. meson
খ. neutron
গ. proton
ঘ. electron
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে-
ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
খ. ১১টি প্রোটন ও ১২টি নিউটন
গ. ১২ টি প্রোটন ও ১১টি নিউটন
ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রোটনের-
ক. পজেটিভ চার্জ আছে
খ. পজেটিভ ও নেগেটিভ এই দুই রকম চার্জই আছে
গ. পজেটিভ চার্জ নেই
ঘ. উপরের কোনোটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সিলিকনের পারমাণবিক সংখ্যা সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, রসায়ন, পর্যায় সারণি:

প্রশ্নঃ নিস্ক্রিয় গ্যাস নয়–
ক. অক্সিজেন
খ. নিয়ন
গ. হিলিয়াম
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি অণু গঠন করেনা
ক. নিয়ন
খ. আর্গন
গ. ফ্লোরিন
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয় (Inter)?
ক. H
খ. He
গ. N
ঘ. O
উত্তরঃ খ

প্রশ্নঃ বিজ্ঞানী ডর্ন ১৯০০ রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন
খ. আরগন
গ. ক্রিপটন
ঘ. সোডিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কোন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?
ক. হিলিয়াম সহজলভ্য
খ. হিলিয়াম গ্যাসের দাম কম
গ. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
ঘ. উপরের সবকটিই
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন
খ. হিলিয়াম
গ. নিয়ন
ঘ. অক্সিজেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. He
খ. Ne
গ. Xe
ঘ. Ar
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নোবেল গ্যাস নহে?
ক. ওজোন
খ. হিলিয়াম
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ IIA উপশ্রেণীর মৌসমূহের হাইড্রোক্সাইডসমূহ কেমন?
ক. অম্লধর্মী
খ. ক্ষারধর্মী
গ. নিরপেক্ষ
ঘ. উভধর্মী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অ্যালকালি মেটাল?
ক. ম্যাগনেশিয়াম
খ. অ্যালুমিনিয়াম
গ. ক্যালশিয়াম
ঘ. সোডিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version