Site icon Alamin Islam

বিশ্বের ইতিহাসে স্বরণীয় যুদ্ধসমূহ

ফরাসি বিপ্লব-১৭৮৯-৯৯ (খ্রি.)

ট্রাফালগার যুদ্ধ-১৮০৫

ওয়াটারলুর যুদ্ধ-১৮১৫(খ্রি.)-নেপোলিয়ন (ফ্রান্স) বনাম ডিউক অব ওয়েলিংটন (বৃটেন) নেপোলিয়ন পরাজিত হয় এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত (ব্রাসেলসের দক্ষিণে)

ক্রিমিয়ার যুদ্ধ-১৮৫৪-৫৬(খ্রি.)-ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া

সিপাহী বিপ্লব-১৮৫৭(খ্রি.)- বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

কোরিয়া যুদ্ধ-১৯৫০-৫৩(খ্রি.)-উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান

ভিয়েতনাম যুদ্ধ- ১৯৫৬-৭৩(খ্রি.)উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম শান্তি চুক্তির মাধ্যমে অবসান

পাক-ভারত যুদ্ধ-১৯৬৫-৬৬-পাকিস্তান বনাম ভারত,কাশ্মীর নিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান

ইরাক-ইরান যুদ্ধ-১৯৮০-৮৮(খ্রি.)-ইরাক বনাম ইরান শাত-ইল-আরব জলাধারকে কেন্দ্র করে যুদ্ধ।


আরো পড়ুন:


Exit mobile version