Site icon Alamin Islam

বাংলা সাহিত্য-২৮

প্রশ্নঃ জীবননান্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম-
ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. ছাড়পত্র
ঘ. সারাদুপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. মহা পৃথিবী
ঘ. বেলা শেষের গান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বনলতা সেন’ কার রচনা
ক. জলধর সেন
খ. সমর সেন
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ধূসর পাণ্ডুলিপি’ কার রচনা?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. বুদ্ধদেব বসু
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. বেলা শেষের গান
ঘ. মহা পৃথিবী
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ড. মুহম্মদ শহীদুল্লাহ:

প্রশ্নঃ ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন-
ক. রাজা রামমোহন রায়
খ. মুরারীমোহন সেন
গ. সুকুমার সেন
ঘ. নরেন বিশ্বাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহামম্দ আব্দুল হাই
গ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হোসেন চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা?
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাংলা সাহিত্যের কথা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলা ভাষা ইতিবৃত্ত’ — কে রচনা করেন?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহম্মদ এনামুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
ক. কবি
খ. ঐতিহাসিক
গ. সমাজ সংস্কারক
ঘ. ভাষাতত্ত্ববিদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমীতে কোন সালে যোগদান করেন?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. শেষ নবীর সন্ধানে
খ. রকমারি
গ. বাংলা আদব কি তারিখ
ঘ. প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী
উত্তরঃ ক

প্রশ্নঃ ড.মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
ক. ১৯৬৪ সালের ১ মে
খ. ১৯৬৬ সালের ১ জুলাই
গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
ঘ. ১৯৭০ সালের ১৩ জুলাই
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আঞ্চলিক ভাষার অভিধান’ ও ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. সুকুমার সেন
খ. অসিতকুমার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুনীতিকুমার
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, দীনবন্ধু মিত্র:

প্রশ্নঃ নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয়-
ক. ঢাকা
খ. কলকাতা
গ. চট্টগ্রাম
ঘ. বরিশাল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক. মেঘনাদ বধ কাব্য
খ. দুর্গেশ নন্দিনী
গ. নীলদর্পণ
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ গ

প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. কল্কি অবতার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Uncle Tom’s Cabin’- এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. রত্নাবলী
গ. শর্মিষ্ঠা
ঘ. নীলদর্পণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সধবার একাদশী’ প্রহসনটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. গিরীশচন্দ্র সেন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. তারাচরণ শিকদার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক
ক. নাটক, দীনবন্ধু মিত্র
খ. কাব্য গ্রন্থ, গিরিশচন্দ্র ঘোষ
গ. উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
ঘ. রূপকথার সম্ভার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জামাই বারিক” নাটকটি কার রচনা?
ক. আবদুল্লাহ আল মামুন
খ. আলাউদ্দীন আলা আজাদ
গ. দীনবন্ধু মিত্র
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকের প্রথম ইংরেজি অনুবাদক কে?
ক. লঙ সাহেব
খ. ডিরোজিও
গ. মধুসূদন
ঘ. দীনবন্ধু নিজেই
উত্তরঃ গ

প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
ক. পাদ্রি রঙ
খ. হরিশচন্দ্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. গৌরদাস বসাক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সধবার একাদশী’ কোন ধরনের রচনা?
ক. প্রহসন
খ. ট্রাজেডী
গ. কমেডি
ঘ. নক্‌শা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫৭ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৮৪৯ সালে
ঘ. ১৮৬০ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
ক. কমলে কামিনী
খ. চক্ষুদান
গ. বিধবা বিবাহ
ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ ক

প্রশ্নঃ দীনবন্ধু মিত্র চাকুরী করতেন–
ক. শিক্ষা বিভাগে
খ. আইন বিভাগে
গ. ডাক বিভাগে
ঘ. সংবাদপত্রে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version