Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-৯৯

প্রশ্নঃ ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে-
ক. তৎসম শব্দ
খ. মিশ্র শব্দ
গ. অর্ধ-তৎসম শব্দ
ঘ. বিদেশি শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. উর্দু
গ. ফারসি
ঘ. বাংলা
উত্তরঃ গ

প্রশ্নঃ পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
ক. টেবিল
খ. চেয়ার
গ. বালতি
ঘ. শরবত
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি হয়?
ক. চলিত ভাষারীতিতে
খ. আঞ্চলিক ভাষারীতিতে
গ. সাধু ভাষারীতিতে
ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ক

প্রশ্নঃ সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
ক. ৬ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৭ প্রকার
ঘ. ৩ প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢেঁকি, কুলা, পেট কোন শব্দের উদাহরণ?
ক. তদ্ভব শব্দ
খ. তৎসম শব্দ
গ. দেশী শব্দ
ঘ. অর্ধ-তৎসম শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ?
ক. ৩ টি
খ. ১ টি
গ. ২ টি
ঘ. ৪ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মত নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে?
ক. মৌলিক শব্দ
খ. বিদেশী শব্দ
গ. মিশ্র শব্দ
ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিজ্ঞান’ শব্দের সঠিক যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. জ

খ. ঞ

গ. ঞ

ঘ. গ

উত্তরঃ ক

প্রশ্নঃ গাং শব্দটি-
ক. হিন্দি
খ. কোরিয়ান
গ. জাপানি
ঘ. তুর্কী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ডাক্তার বাবু’ কোন শ্রেণীর শব্দ?
ক. মিশ্র
খ. তদ্ভব
গ. অর্ধ তৎসম
ঘ. দেশি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মহাযাত্রা’ শব্দের ব্যবহারিক অর্থ কি ?
ক. মহাসমারোহে যাত্রা
খ. মৃত্যু
গ. বিশাল পথের দূরত্বের যাত্রা
ঘ. লোকজন নিয়ে যাত্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাক্যের ক্ষেত্রে কোনটি সংশ্লিষ্ট ?
ক. অর্থবাচকতা
খ. অর্থবোধকতা
গ. অর্থহীনতা
ঘ. অর্থযোজকতা
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয় তাকে কোন শব্দ বলে ?
ক. রূঢ়ি শব্দ
খ. যোগরূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ
ঘ. সাধিত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যৌগিক’ শব্দ কোনটি?
ক. কুম্ভকার
খ. ণবীন
গ. দোকান
ঘ. জলধি
উত্তরঃ ক

প্রশ্নঃ চা,লিচু,লুচি কোন জতীয় শব্দ?
ক. বাংলা
খ. ফারসি
গ. পর্তুগীজ
ঘ. চৈনিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. বাংলা
খ. আরবী
গ. ফার্সী
ঘ. তুর্কি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মিশ্র শব্দ?
ক. চা-চিনি
খ. চৌহদ্দি
গ. নামাজ-রোজা
ঘ. স্কুল-কলেজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি
খ. পার্সী
গ. তুর্কি
ঘ. ফরাসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণীর?
ক. তদ্ভব
খ. তৎসম
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ খ

প্রশ্নঃ এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে?
ক. পদ
খ. শব্দ
গ. ধাতু
ঘ. প্রকৃতি
উত্তরঃ খ

প্রশ্নঃ যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?
ক. জলদ
খ. জলজ
গ. বনজ
ঘ. সহজ
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো-
ক. শব্দ, পদ ও বাক্য
খ. ধ্বনি, পদ ও শব্দ
গ. ধবনি, শব্দ ও বাক্য
ঘ. ধ্বনি, পদ ও বাক্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের উপসর্গ ও বিভক্তি থাকে না ?
ক. তদ্ভব
খ. যৌগিক
গ. মৌলিক
ঘ. সাধিত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জলধি’-এর ব্যুৎপত্তিগত অর্থ কি?
ক. সমুদ্র
খ. জল ধারণ করে যে
গ. জলে বাস করে যে
ঘ. জলপান করে যে
উত্তরঃ খ

প্রশ্নঃ অনার্যদের সৃষ্ট শব্দগুলো কি শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version