Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-১৩৬

প্রশ্নঃ ‘স্কুল পালানো’ কোন সমাসের উদাহরণ ?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. তৃতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. পঞ্চমী তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. ক্ষণস্থায়ী
খ. ঘরছাড়া
গ. হাসিমুখ
ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীলকণ্ঠ’ কোন সমাস?
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. দ্বিগু
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘নির্দয়’ কোন সমাস?
ক. নিত্য সমাস
খ. নঞ বহুব্রীহি সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্বপদে ‘প্র’ উপসর্গ যোগে যে সমাস হয় তার নাম কি?
ক. প্রাদি
খ. নিত্য
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দ্বন্দ্ব’ বলতে কি বোঝায়?
ক. জোড়া
খ. দুই
গ. আগুনে পোড়া
ঘ. সংগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমাস ভাষাকে–
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃতি করে
গ. ভাষারূপ করে
ঘ. অর্থবোধক করে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. তাপের ক্ষুদ্র
খ. তাপের অণু
গ. অণুকে যে তাপ
ঘ. অনুরূপ তাপ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
ক. দিলদরিয়া
খ. মোমবাতি
গ. শোকানল
ঘ. মোহনিন্দ্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. সুপসুপা
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. কাজ-কর্ম
খ. খাসমহল
গ. মুখোমুখি
ঘ. উপকূল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হরবোলা’ কোন সমাস?
ক. দ্বিগু
খ. বহুব্রীহি
গ. উপপদ তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আরক্তিম’ কোন সমাসের উদাহরণ ?
ক. অব্যয়ীভাব
খ. দ্বিগু
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. হাতাহাতি
খ. দম্পতি
গ. গাছপাকা
ঘ. সিংহাসন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মধুমাখা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. মধু দ্বারা মাখা
খ. মধুকে মাখা
গ. মধুতে মাখা
ঘ. মধুর মাখা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. অসীম
খ. তেলেভাজা
গ. মুখচন্দ্র
ঘ. ঘরবাড়ি
উত্তরঃ খ

প্রশ্নঃ নব রত্নের সমাহার–
ক. নয়ারত্ন
খ. নবরত্ন
গ. নয় রতন
ঘ. নবরতন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ?
ক. নদীমাতা যার – নদীমাতৃক
খ. কথা সর্বস্ব যার – কথাসর্বস্ব
গ. খোশ মেজাজ যার – খোশমেজাজ
ঘ. দুদিকে অপ যার – দীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি নিত্য সমাস?
ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. ভালমন্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় ?
ক. ৩য়া
খ. ৪র্থী
গ. ২য়া
ঘ. ৫মী
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি অলুক তৎপুরুষ ?
ক. বেহুশ
খ. মুখেভাত
গ. খেচর
ঘ. গায়েহলুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তালতমাল’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস ?
ক. দুধে -ভাতে
খ. কাগজ-পত্র
গ. ভাই-বোন
ঘ. জমা-খরচ
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক. সমানাধিকরণ
খ. প্রত্যয়ান্ত
গ. ব্যাধিকরণ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?
ক. ৬ষ্ঠী
খ. ২য়া
গ. ৩য়া
ঘ. নঞ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দিনদিন = প্রতিদিন – কোন অর্থে অব্যয়ীভাব ?
ক. অতিক্রান্ত
খ. বিপ্‌সা
গ. পর্যন্ত
ঘ. ক্ষুদ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ অনুতাপ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. দ্ব্যর্থকতা
খ. ভিন্নার্থকতা
গ. অনুরূপ তাপ
ঘ. তাপের পশ্চাৎ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
ক. বীণাপাণি
খ. সিংহাসন
গ. চৌরাস্তা
ঘ. বাচষ্পতি
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version