Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-০৮

প্রশ্নঃ কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
ক. নি, অব, দুর, অপি
খ. অপ, নির, সু, আ
গ. আব, স, না, কার
ঘ. উৎ, বি, অভি, পরা
উত্তরঃ গ

প্রশ্নঃ শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি ?
ক. প্রকৃতি
খ. অনুসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়?
ক. চতুর্দিক
খ. গণ্ডিবদ্ধ
গ. সম্যকরূপে
ঘ. শেষ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উপসর্গ দ্বারা নিষ্পন্ন শব্দকে কি বলে?
ক. উপসর্গ নিষ্পন্ন শব্দ
খ. সমস্তপদ
গ. অনুসর্গ নিষ্পন্ন শব্দ
ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ ক

প্রশ্নঃ গর, দর, হর, প্রভৃতি কোন ধরনের উপসর্গ ?
ক. সংস্কৃত উপসর্গ
খ. খাঁটি বাংলা উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. বিদেশী উপসর্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লা’ কোন উপসর্গের উদাহরণ ?
ক. হিন্দি
খ. ইংরেজি
গ. আরবি
ঘ. ফারসি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সুনজর’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. পর্তুগীজ উপসর্গ
খ. আরবি উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. বাংলা উপসর্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অনুসর্গ কি ?
ক. শব্দ – বিভক্তি
খ. উপসর্গ
গ. ক্রিয়া- বিভক্তি
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত ?
ক. দু ভাগে
খ. পাঁচ ভাগে
গ. তিন ভাগে
ঘ. ছয় ভাগে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দ গঠনে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. পরাকাষ্ঠা
খ. অভিব্যক্তি
গ. পরিশ্রান্ত
ঘ. অনাবৃষ্টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ ?
ক. প্রচলন
খ. অপসারণ
গ. কুকথা
ঘ. বেকার
উত্তরঃ গ

প্রশ্নঃ বিভুঁই, বিফল, বিপথ-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
ক. অ উপসর্গ
খ. বি উপসর্গ
গ. ব উপসর্গ
ঘ. বে উপসর্গ
উত্তরঃ খ

একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ:

প্রশ্নঃ যত বড় মুখ নয় তত বড় কথা – এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে ?
ক. অনুভুতি
খ. গালি
গ. প্রত্যাশা
ঘ. শক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এ তোমার কি রকম আচরণ – এখানে ‘রকম’ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. মূর্তি
খ. রীতি
গ. সৌন্দর্য
ঘ. লজ্জা
উত্তরঃ খ

প্রশ্নঃ মাথা খাও – পত্র দিতে ভুল না – এখানে ‘মাথার’ অর্থ কি ?
ক. জ্ঞান
খ. অঙ্গ বিশেষ
গ. দিব্যি দেয়া
ঘ. আশকারা পাওয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চৈঃস্বরে কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?
ক. গাল দেয়া
খ. গলা তোলা
গ. চোখ ফোঁটা
ঘ. গলা ছেড়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যে কাঁচা শব্দটি নগদ অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. মানুষ কাঁচা মাংস খায় না
খ. সুজন অঙ্কে কাঁচা
গ. কাঁচা বয়সে এ কথা বুঝবে না
ঘ. যুদ্ধের বাজারে সে কাঁচা পয়সা রোজগার করেছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ডাক্তার বাবুর হাট যশ আছে – এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিপুণূতা
খ. অঙ্গীকার
গ. বশ করা
ঘ. সহায়ক
উত্তরঃ ক

প্রশ্নঃ কেমন করে রেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে – কাঁচার অর্থ কি ?
ক. অসিদ্ধ
খ. অনিপুন
গ. অল্পজ্ঞান
ঘ. অপক্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় ?
ক. শত্রুতা
খ. অবাক হওয়া
গ. আচার ব্যবহার
ঘ. অনুরোধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উদ্দেশ্য সিদ্ধ হওয়া’ কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?
ক. কাজে বের হওয়া
খ. কাজ হাসিল করা
গ. কাজে লাগা
ঘ. কাজে দেয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যে হাত শব্দটি সুখ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. এ ব্যাপারে আমার হাত আছে
খ. চাকরটার হাতটান আছে
গ. পরের দুয়ারে হাত পাততে পারব না
ঘ. ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. অমিতের সাথে আমার কথা নেই
খ. লোকটির যেই কথা সেই কাজ
গ. আমার গ্রামে একটি স্কুল খোলার কথা আছে
ঘ. তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পক্ষপাতী’ কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?
ক. চোখে ধূলি দেয়া
খ. চোখের চামড়া
গ. চোখ ফোঁটা
ঘ. এক চোখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তালে তালে দোদুল, দোলে নাচের নেশারচুর’ এখানে ‘তাল’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. নৃত্যের একক
খ. ফল বিশেষ
গ. অাঘাত
ঘ. বাহুতে আঘাত
উত্তরঃ ক

প্রশ্নঃ এতো অল্প টাকায় মাস চলবে না – এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করেছ ?
ক. সংকুলান হওয়া
খ. প্রচলিত হওয়া
গ. অবলম্বন করা
ঘ. সময় দেয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’ – এখানে মুখ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. প্রত্যক্ষ বিশেষ
খ. মর্যাদা
গ. দিক
ঘ. তিরস্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ শিউলী যতই কাঁদুক তাতে আমার মনে আঁচর কাটবে না – ‘তাল’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. ছড়া আবৃতি করা
খ. অপমান করা
গ. লজ্জিত হওয়া
ঘ. রেখাপাত করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যে শক্ত কথাটি কঠিন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. তিনি আমাকে শক্ত কথা শুনিয়ে দিলেন
খ. কাঠটি বেশ শক্ত
গ. তাকে শক্ত রোগে ধরেছে
ঘ. শক্ত হাতের কাজ, তাই এতো মজবুত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রতিবাদ করা’ কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?
ক. কথা কাটা
খ. কাটা পড়া
গ. সময় কাটা
ঘ. মেঘ কাটা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version