Site icon Alamin Islam

বাংলা বিবিধ-০৪

প্রশ্নঃ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যারক্ষেত্রে ‘আলামাআতা’ ঘোষণা কোন সনে করা হয়?
ক. ১৯৭৪
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ কবে মৃত্যু বরণ করেন?
ক. ১০ এপ্রিল ২০১৭
খ. ১৫ এপ্রিল ২০১৭
গ. ৯ এপ্রিল ২০১৭
ঘ. ৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. কমা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ডগলাস স্টুয়ার্ট’ কোন দেশের নাট্যকার?
ক. কানাডা
খ. ইটালি
গ. অস্ট্রেলিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ খ

প্রশ্নঃ আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. ধ্রুবতারা
খ. প্রক্সিমা সেন্টারাই
গ. লুব্ধক
ঘ. পুলহ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাক্যে অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোকে কি বলে?
ক. পদক্রম
খ. পদ সংযোজন
গ. পদ বিন্যাস
ঘ. পদ পরিবর্তন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কুহু ও কেকা’, ‘বেনু ও বীণা’ প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি হেমচন্দ্রের কাব্য?
ক. মহিলা কাব্য
খ. রৈবতক
গ. বৃত্তসংহার
ঘ. ললিতা তথা মানস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তৃণাঙ্কুর’ কার আত্নজীবনীমূলক গ্রন্থ?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংসদ বাঙ্গালা অভিধান’ -এর সংকলক কে?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. অসিতকুমার বন্দোপাধ্যায়
গ. শৈলেন্দ্র বিশ্বাস
ঘ. প্রমথনাথ বিশী
উত্তরঃ গ
প্রশ্নঃ Rose is the National symbol of-/গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক?
ক. UK
খ. USA
গ. Iran
ঘ. France
ঙ.ক ও খ উভয়ই
উত্তরঃ ক

প্রশ্নঃ উইলিয়াম কেরী সম্পাদনা করেছেন কোন গ্রন্থটি?
ক. Vocubulary
খ. বাংলা ভাষার অভিধান
গ. বাঙলা-পর্তুগীজ অভিধান
ঘ. থিরসাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন কোন সাহিত্যিক?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. হুমায়ন আহমেদ
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের ৬৬তম মিস ওয়ার্ল্ড বিজয়ী কে?
ক. Yaritza Reyes (Dominican Republic)
খ. Natasha Mannuela (Indonesia)
গ. Stephanie Del Valle (Puerto Rico)
ঘ. Catriona Gray (Philippines)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সোননাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. আলাওল
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. মীর মোহাম্মদ সফী
উত্তরঃ গ

প্রশ্নঃ অক্ষয় কুমার দত্তের ‘চারুপাঠ’ কোন শ্রেণীর রচনা?
ক. ভক্তিবাদ
খ. অনুবাদ সাহিত্য
গ. শিশুপাঠ্য
ঘ. ছোটগল্প
উত্তরঃ গ

প্রশ্নঃ “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”- পঙ্ক্তিটি কার রচনা?
ক. হাছন রাজা
খ. লালন শাহ
গ. পাগলা কানাই
ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়েচিরস্মরণীয় নাম-
ক. কাশাভুবু
খ. প্যাট্টিস লুমুম্বা
গ. শোম্বে
ঘ. মবুতু
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউনেস্কো বাংলার কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে?
ক. বাউল
খ. ভাটিয়ালী
গ. ভাওয়াইয়া
ঘ. গম্ভীরা
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. বাংলাদেশে
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শান্তনু কায়সার মৃত্যু বরণ করেন কবে?
ক. ১৮ এপ্রিল ২০১৭
খ. ২০ এপ্রিল ২০১৭
গ. ১১ এপ্রিল ২০১৭
ঘ. ২৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাপিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আব্দুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহমেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ছন্দ চতুর্দশী’ কার সনেট সংকলন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালনশাহের আখড়া কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি নতুন সপ্তাচর্য নয়?
ক. পেত্রা, জর্ডান
খ. মহাপ্রাচীর, চীন
গ. আল হামরা, স্পেন
ঘ. তাজমহল, ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ইবনে মিজান কবে মৃত্যু বরণ করেন?
ক. ১৮ এপ্রিল ২০১৭
খ. ২০ এপ্রিল ২০১৭
গ. ২৭ মার্চ ২০১৭
ঘ. ৩১ মার্চ ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ সানাউল হকের ‘বন্দর থেকে বন্দরে’ কোন ধরনের গ্রন্থ?
ক. আত্মজীবনীমূলক
খ. রম্য রচনা
গ. ভ্রমণকাহিনী
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত?
ক. ইংরেজি
খ. রুশ
গ. ফরাসি
ঘ. তুর্কি
উত্তরঃ খ

প্রশ্নঃ অক্ষয়কুমার দত্তের জীবনকাল কোনটি?
ক. ১৮০৭-১৮৮৫
খ. ১৮২০-১৮৮৬
গ. ১৮০১-১৮৮০
ঘ. ১৮২০-১৮৮৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বায়ান্ন গলির এক গলি’ কার রচনা?
ক. সুফিয়া কামাল
খ. রাজিয়া খান
গ. রাবেয়া খাতুন
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version