Site icon Alamin Islam

বাংলাদেশ বিষয়াবলী-৯৪

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চালকল রয়েছে ?
ক. দিনাজপুর
খ. বরিশাল
গ. ময়মনসিংহ
ঘ. নওগাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম গার্ডেন কোনটি?
ক. বোটানিক্যাল গার্ডেন
খ. বলধা গার্ডেন
গ. ভিক্টোরিয়া পার্ক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় –
ক. ৫ মে, ১৯৯৪
খ. ৬ এপ্রিল, ১৯৯৪
গ. ৫ মে, ১৯৯৫
ঘ. ৭ মে, ১৯৯৫
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি অবস্থিত-
ক. কুমিল্লায়
খ. কুমিড়ায়
গ. ব্রাহ্মণবাড়িয়ায়
ঘ. সিলেট
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) BEPZA’র অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে?
ক. ৩৮টি
খ. ৩৩টি
গ. ২৮টি
ঘ. ৩০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাসক্ষেত্রের নাম কি ?
ক. জাফোর্ড পয়েন্ট
খ. হাতিয়া প্রণালী
গ. সাঙ্গু ভ্যালি
ঘ. হিরণ পয়েন্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
ক. ৫ এপ্রিল ২০১৫
খ. ৮ এপ্রিল ২০১৫
গ. ৬ এপ্রিল ২০১৫
ঘ. ৯ এপ্রিল ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সম্পদ নয়?
ক. বিদ্যুৎ
খ. সূর্যের আলো
গ. ভূমি
ঘ. ব্যবসার সুনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৪ জানুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসামরিক অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?
ক. নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল
খ. মেঘনা অর্থনৈতিক অঞ্চল
গ. আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. মৌলভীবাজার
খ. সিলেট
গ. সাতক্ষীরা
ঘ. বাগেরহাট
উত্তরঃ ক

প্রশ্নঃ আলুর একটি জাত-
ক. ডায়মন্ড
খ. রূপালী
গ. ড্রামহেড
ঘ. ব্রিশাইল
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৪-১৫ অর্থবছরে আমন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. বগুড়া
খ. চট্টগ্রাম
গ. নওগাঁ
ঘ. দিনাজপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় –
ক. সিলেটের মালনীছড়ায়
খ. সিলেটের তামাবিলে
গ. সিলেটের জাফনায়
ঘ. পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
উত্তরঃ ক

প্রশ্নঃ রেলের স্লিপার তৈরীতে ব্যবহৃত হয় –
ক. শিমুল
খ. গর্জন
গ. কদম
ঘ. গেওয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ তিতাস গ্যাস পাওয়া গেছে-
ক. হবিগঞ্জে
খ. রশিদপুরে
গ. ব্রাহ্মণবাড়িয়ায়
ঘ. তেঁতুলিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মাটিতে সমান পরিমানে বালি, পলি, কাঁদা থাকে ?
ক. বেলে মাটি
খ. এঁটেল মাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. পলি মাটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. ঢাকায়
খ. খুলনায়
গ. নারায়নগঞ্জ
ঘ. চাঁদপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে রেশম উৎপন্ন হয় –
ক. ময়মনসিংহে
খ. পার্বত্য চট্টগ্রামে
গ. রাজশাহীতে
ঘ. সুন্দরবন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ (পেট্রোলিয়াম ) উৎপাদিত হয়েছিল কোথায় ?
ক. ফেঞ্চুগঞ্জে
খ. কৈলাশটিলায়
গ. ছাতকে
ঘ. হরিপুরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পিরানহা’ কি ?
ক. রাক্ষস
খ. মাছ
গ. ব্যাঙ
ঘ. কাঁকড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর্সেনিক প্রতি লিটারে কত পরিমাণের বেশি হলে তা পান করার অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছে –
ক. ০.০২ মিঃ গ্রাঃ
খ. ০.০৫ মিঃ গ্রাঃ
গ. ০.১ মিঃ গ্রাঃ
ঘ. ০.৫ মিঃ গ্রাঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্ণালী এবং শুভ্র কী?
ক. উন্নত জাতের ভুট্টা
খ. উন্নত জাতের আম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের চাল
উত্তরঃ ক

প্রশ্নঃ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা
ঘ. তুরাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ সাম্পতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন ?
ক. প্রফেসর ড. আব্দুস ছালাম
খ. প্রফেসর নরম্যান বোরলক
গ. ড.আব্দুল কাদের
ঘ. ড. স্বামিনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অগ্নিশ্বর’,’কানাইবাঁসী’,’মোহনবাঁসী’ ও ‘বীটজবা’ কি জাতীয় ফলের নাম?
ক. পেয়ারা
খ. কলা
গ. পেঁপে
ঘ. জামরুল
উত্তরঃ খ

প্রশ্নঃ রবি শস্য বলতে কি বুঝায় ?
ক. শীতকালীন শস্যকে
খ. বর্ষাকালীন শস্যকে
গ. গ্রীষ্মকালীন শস্যকে
ঘ. বসন্তকালীন শস্যকে
উত্তরঃ ক

প্রশ্নঃ কাঁচ বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে?
ক. জামালপুর
খ. সিলেট
গ. কুমিল্লা
ঘ. বগুড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি ?
ক. প্রাকৃতিক পরিবেশে
খ. সামাজিক পরিবেশে
গ. বায়বীয় পরিবেশে
ঘ. সাংস্কৃতিক পরিবেশে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জেলা ছাড়া অন্য সকল জেলায় সুন্দরবন আছে ? (The Sundarbans is in all of the following districts excepts except -)
ক. Khulna
খ. Satkhira
গ. Pirojpur
ঘ. Bagerhat
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ হতে?
ক. গেওয়া
খ. গরান
গ. ধুন্দল
ঘ. শিমুল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version