Site icon Alamin Islam

প্রাচীন বাংলা সাময়িকীপত্র

প্রাচীন বাংলা সাময়িকীপত্র :

বেগম কোথা থেকে প্রকাশিত হয়?উঃ ঢাকা থেকে।
খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা-?উঃ সম্বাদ কৌমুদী।
রাম মোহন প্রথম সম্পাদনা করেন?উঃ প্রভাকর।
ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?উঃ ব্রাসি হ্যালহেড।
সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।
তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?উঃ ১৮৪৩।
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?উঃ সমাচার সভারাজেন্দ্র।
লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?উঃ কাজী নজরুল ইসলাম।
ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন?উঃ ১৭৯৯ সালে।
প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?উঃ বিবিধার্থ সংগ্রহ।
কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?উঃ সাধনা।
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?উঃ শিখা।
কোন পত্রিকাতে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল?উঃ শিখাকে ঘিরে।
রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম- ?উঃ বাসনা।
প্রাচীন বাংলা সাময়িকীপত্র

আরো পড়ুন:

Exit mobile version