Site icon Alamin Islam

পদার্থ বিজ্ঞান-০৯

প্রশ্নঃ A transformer transforms
ক. Voltage
খ. Frequency
গ. Voltage & Current
ঘ. Current
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাড়িতে ১০০ ওয়াটের ৪টি বাল্ব ৫ ঘন্টা জ্বললে বাড়ির ইলেকট্রনিক মিটারে উঠবে?
ক. ৫ ইউনিট
খ. ৪ ইউনিট
গ. ১ ইউনিট
ঘ. ২ ইউনিট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বজ্রপাতের সময় থাকা উচিত–
ক. খোলা মাঠে দাঁড়িয়ে
খ. উঁচু দেয়ালের কাছে
গ. উঁচু গাছের নিচে
ঘ. গুহার ভিতর বা মাটিতে শুয়ে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয়-
ক. ব্লাক আউট
খ. ব্রাউন আউট
গ. নয়েজ
ঘ. করোশন
উত্তরঃ ক
শ্নঃ তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ-
ক. অল্প বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. বেশি বৃদ্ধি পায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈদ্যুতিক ক্ষমতার একক-
ক. অ্যাম্পিয়ার
খ. ওহম
গ. ভোল্ট
ঘ. ওয়াট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ৪০ ওয়াটের বাতি ১০ মিনিট ধরে জ্বললে বাতিটির ব্যয়িত শক্তি জুল কত হবে?
ক. ২১x১০২ জু
খ. ২৪x১০৩ জু
গ. ৪০x১০৩ জু
ঘ. ৬০x১০৩ জু
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. লাউড স্পিকার
খ. অ্যামপ্লিফায়ার
গ. জেনারেটর
ঘ. মাল্টিমিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা-
ক. এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
খ. ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
গ. এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
ঘ. ডিসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি বৈদ্যুতিক বাল্বের ’40W-200W’ লেখা আছে। বাল্বটির রোধ হবে-
ক. ১০০ ওহম
খ. ৫ ওহম
গ. ২০ ওহম
ঘ. ৮০০০ ওহম
উত্তরঃ ক

প্রশ্নঃ কমুটেটর থাকে-
ক. ডিসি জেনারেটরে
খ. এসি জেনারেটরে
গ. ট্রান্সফর্মারে
ঘ. সিনক্রোনাস মোটরে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
ক. শুষ্ক বায়ুর মধ্য দিয়ে
খ. আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে
গ. ঠাণ্ডা বায়ুর মধ্য দিয়ে
ঘ. লু হাওয়ার মধ্য দিয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ
ক. তাপ সৃষ্টি
খ. হলুদাভ আলো
গ. আলোর শোষণ
ঘ. আলট্রা ভায়োলেট সৃষ্টি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সেমি কনডাক্টর বা অর্ধপরিবাহী-
ক. রাবার
খ. জার্মেনিয়াম
গ. গন্ধক
ঘ. কাঁচ
উত্তরঃ খ

প্রশ্নঃ থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম-
ক. লীড পিন
খ. লাইন পিন
গ. আর্থপিন
ঘ. কানেকশন পিন
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈদ্যুতিক ক্ষমতার হলো
ক. I2R
খ. IR2
গ. I/R
ঘ. ওপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক?
ক. কাঁচ
খ. রাবার
গ. কাঠ
ঘ. তামা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০০ ওয়াটের একটি বাতি ১ মিনিট চললে উহা কি পরিমাণ কাজ করবে?
ক. ১০০ জুল
খ. ৬০০০ জুল
গ. ৫/৩ জুল
ঘ. ৬০০ জুল
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি বাল্বে ’60W-220V’ লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম?
ক. 16.36
খ. 160
গ. 280
ঘ. 806.67
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে?
ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
খ. আইজ্যাক নিউটন
গ. টমাস এডিসন
ঘ. হেনরী ফোর্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ কিলোওয়াট-ঘন্টা নিচের কোনটির সমান?
ক. ১০০KJ
খ. ৩৬০০J
গ. ৩৬০০KJ
ঘ. ৩৬০০০KJ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. ট্রান্সফরমার
খ. ডায়নামো
গ. বৈদ্যুতিক মোটর
ঘ. হুইল
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈদ্যুতিক ‘জেনারেটর’ বলিতে কি বোঝায়?
ক. ইহা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ. ইহা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
গ. ইহা এক বিদ্যুৎ সার্কিট হইতে অন্য বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করে
ঘ. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন ঘুরাবার জন্য ইহা ব্যবহৃত হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আকাশে বিজলী চমকায়-
ক. দুই খণ্ড মেঘ পর পর এলে
খ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বজ্রপাতের সময় আপনিন নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
ক. গাড়ীর মধ্যেই বসে থাকবেন
খ. কোন গাছের তলায় আশ্রয় নিবেন
গ. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
উত্তরঃ গ

প্রশ্নঃ Ohm’s low is
ক. P=VI
খ. I2R
গ. V=RI
ঘ. P=V2/R
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিটজনিত ক্ষতিরোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয়, তা হলো-
ক. ছোট সরু তার
খ. ছোট মোটা তার
গ. লম্বা সরু তার
ঘ. লম্বা মোটা তার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল-
ক. ১১০ ভোল্ট এ.সি
খ. ১১০ ভোল্ট ডি.সি
গ. ২২০ ভোল্ট এ.সি
ঘ. ২২০ ভোল্ট ডি.সি
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশেধ করি তা হলো-
ক. কারেন্ট
খ. ভোল্টেজ
গ. ক্ষমতা
ঘ. শক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
খ. আইজ্যাক নিউটন
গ. টমাস এডিসন
ঘ. ভোল্টা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version