Site icon Alamin Islam

পদার্থ বিজ্ঞান-০৭

প্রশ্নঃ সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?
ক. ওষধ
খ. ইলেকট্রনিক
গ. রঙ
ঘ. কাগজ
উত্তরঃ খ

প্রশ্নঃ SMS-এর জনক কে?
ক. ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)
খ. থমসন (যুক্তরাজ্য)
গ. নোরিও ওহগা (জাপান)
ঘ. ইউজিন পলি (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ ক

প্রশ্নঃ ট্রানজিস্টরে সেমি-কনডাক্টর হিসাবে ব্যবহৃত হয়-
ক. আর্সেনিক
খ. জার্মেনিয়াম
গ. টাংস্টেন
ঘ. ম্যাঙ্গানিজ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ IC উদ্ভাবন করেন-
ক. জে এস কেলবি
খ. রবার্ট হুক
গ. আবাকাস
ঘ. জন ওয়াটসন
উত্তরঃ ক

প্রশ্নঃ Intel Pentium is a
ক. Hard disc
খ. RAM
গ. CD ROM
ঘ. Processor
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
ক. পাঞ্চ কার্ড
খ. ইন্টিগ্রেটেড সার্কিট
গ. বায়ুশূন্য টিউব
ঘ. ট্রানজিস্টার
উত্তরঃ খ

প্রশ্নঃ পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
ক. পিকমেন্ট
খ. আইকন
গ. পিকসেল
ঘ. কার্সর
উত্তরঃ গ

প্রশ্নঃ টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে কি বলা হয়
ক. ট্যনিং
খ. স্ক্যানিং
গ. স্ক্রিনিং
ঘ. গ্যানিং
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অতি-
ক. সাধারণ বর্তনী
খ. সহজ বর্তনী
গ. ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
ঘ. সস্তা দামের বর্তনী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যন্ত্রের সাথে কম্পিউটার যুক্ত থাকে?
ক. সেলুলার ফোন
খ. টেলিগ্রাফি
গ. ই-মেইল
ঘ. ফ্যাক্স
উত্তরঃ ঘ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, কাজ, ক্ষমতা ও শক্তি:

প্রশ্নঃ হর্স পাওয়ার কি?
ক. কাজ পরিমাপের একক
খ. শক্তি পরিমাপের একক
গ. চাপ পরিমাপের একক
ঘ. ক্ষমতা পরিমাপের একক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্ষমতার একক-ক্ষমতার একক-
ক. ক্যালরি
খ. আর্গ
গ. ওয়াট
ঘ. জুল
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
ক. পেট্রোল ইঞ্জিন
খ. ডিজেল ইঞ্জিন
গ. বৈদ্যুতিক ইঞ্জিন
ঘ. গ্যাস ইঞ্জিন
উত্তরঃ গ

প্রশ্নঃ Joule কি?
ক. কাজের একক
খ. বলের একক
গ. ক্ষমতার একক
ঘ. শক্তির একক
উত্তরঃ ক

প্রশ্নঃ ১ অশ্ব শক্তি (H.P) = কত?
ক. ১০০০ ওয়াট
খ. ৭৬৪ ওয়াট
গ. ৭৪৬ ওয়াট
ঘ. ৬৭৪ ওয়াট
উত্তরঃ গ

প্রশ্নঃ শক্তির একক কোনটি?
ক. জুল
খ. নিউটন
গ. কেজি
ঘ. ওয়াট
উত্তরঃ ক

প্রশ্নঃ ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপনন্ হয়?
ক. বিদ্যুৎ
খ. তাপ
গ. শব্দ
ঘ. চুম্বক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
ক. হিলিয়াম
খ. নিয়ন
গ. আর্গন
ঘ. জেনন
উত্তরঃ ক

প্রশ্নঃ পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ-
ক. পাহাড়ি ভূমি ও সিঁড়ি শক্ত বলে
খ. অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
গ. আনুভূমিক সরণ কম হওয়ায়
ঘ. উপরোক্ত কারণগুলোর কোনোটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
ক. তড়িৎ শক্তি
খ. আলোক শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. শব্দ শক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. এ্যামপ্লিফায়ার
খ. জেনারেটর
গ. লাউড স্পীকার
ঘ. মাইক্রোফোন
উত্তরঃ গ

প্রশ্নঃ নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
ক. ঘর্ষণ শক্তি
খ. গতি শক্তি
গ. স্থিতি শক্তি
ঘ. যান্ত্রিক শক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজের একক কি?/What is the unit of work?
ক. Newton
খ. Joule
গ. Watt
ঘ. Pascal
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তাপ শক্তিতে
খ. রাসায়নিক শক্তিতে
গ. শব্দ শক্তিতে
ঘ. আলোক শক্তিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজ ও বলের একক যথাক্রমে—
ক. নিউটন ও মিটার
খ. জুল ও ডাইন
গ. ওয়াট ও পাউন্ড
ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজ করার সামর্থ্যকে বলে-
ক. ক্ষমতা
খ. কাজ
গ. শক্তি
ঘ. বল
উত্তরঃ গ

প্রশ্নঃ পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ
ক. বেগ বাড়ানোর জন্য
খ. ক্লান্তি এড়ানোর জন্য
গ. শরীরকে স্তির রাখার জন্য
ঘ. পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য?
ক. ১.৪৩১ KW
খ. ১.৫ KW
গ. ০.৭৪৬ KW
ঘ. ১.৭৪৬ KW
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version